শুভ দৃষ্টি

শুভ দৃষ্টি একটি খুব জনপ্রিয় বাংলা টেলিভিশন সোপ অপেরা। এটি   ১ জানুয়ারী ২০১৮ এ প্রিমিয়ার হয়। এটি কালার্স বাংলায় প্রচারিত হয়েছে। এতে গৌরব রায় চৌধুরী [1] এবং ঐশ্বর্য সেন কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন।   বিদীপ্তা চক্রবর্তী এবং সুকন্যা গোস্বামী নেতিবাচক ভূমিকা পালন করেন। এটি ম্যাজিক মোমেন্টস মোশন পিকচারের শৈবাল ব্যানার্জি দ্বারা নির্মিত হয়েছিল।  প্রসেনজিৎ চ্যাটার্জী এবং ঋতুপর্ণা সেনগুপ্ত এই সিরিয়ালে অতিথি চরিত্রে অভিনয় করেছেন।

শুভ দৃষ্টি
শুভ দৃষ্টি
ধরণড্রামা
কমেডি
রোমান্স
নির্মাতাম্যাজিক মোমেন্টস মোশন পিকচারস
রচনাগল্প
প্রীতি কণা পাল রায়
স্ক্রিন প্লে
কৌশিক ভট্টাচার্য্য
সংলাপ
তন্ময় গোস্বামী
পরিচালকশৈবাল ব্যানার্জী
অরুনাভ অধিকারী
সৃজনশীল পরিচালক(বৃন্দ)লীনা গঙ্গোপাধ্যায়
উপস্থাপকব্রাইট এডভারটাইজ প্রাঃ লিঃ
অভিনয়েগৌরব রায় চৌধুরী
ঐশ্বর্য সেন
জয়জিত ব্যানার্জী
ঐন্দ্রিলা বোস
সুকন্যা গোস্বামী
কণ্ঠ প্রদানকারীঅনুপম রায়
সোমলতা চৌধুরী আচার্য
উদ্বোধনী সঙ্গীতশুভ দৃষ্টি
রচয়িতাঅনুপম রায়
প্রস্তুতকারক দেশভারত
মূল ভাষাবাংলা
মৌসুম সংখ্যা
পর্বসংখ্যা৩৪৭ ( 12 জানুয়ারী 2019 সহ)
নির্মাণ
নির্বাহী প্রযোজকসুমিত কুমার রায়,
সত্যজিত চক্রবর্তী(ম্যাজিক মোমেন্টস),
সম্পত্রা দেব (কালার্স বাংলা),
পৌলমী ভৌমিক(কালার্স বা্লা)
প্রযোজকশৈবাল ব্যানার্জী
অবস্থানউড়িষ্যা
পশ্চিমবঙ্গ
পুরী
চলচ্চিত্রকারসির্দ্ধাথ ব্যানার্জী
ব্যাপ্তিকাল22 মিনিট
পরিবেশকভায়াকম 18
সম্প্রচার
মূল চ্যানেলকালার্স বাংলা
ছবির ফরম্যাট576i SDTV
1080i HDTV
প্রথম প্রদর্শন1st জানুয়ারী, 2018
মূল প্রদর্শনী জানুয়ারি ২০১৮ (2018-01-01) – 12 জানুয়ারী 2019
ক্রমধারা
পূর্ববর্তীআরব্য রজনী
বহিঃসংযোগ
Official website @ Voot

গল্প

শুভজিৎ মুখার্জী তার ধনী বোন অন্তরাকে খুশি দেখতে সবকিছু করতে পারে। অন্তরা আবীরের প্রেমে পাগল, কিন্তু আবীর কেবল তার নিজের বোন, দৃষ্টির বিয়ের পর অন্তরাকে বিয়ে করবে। অন্তরার সুখের জন্য শুভ দৃষ্টির জন্য একটি পাত্র ঠিক করে, কিন্তু দিদির বরকে বিয়ের দিন পাওয়া না গেলে কী হবে? শুভ আরেকটি গুরুতর সিদ্ধান্ত নেয়, যা দৃষ্টি ও তার নিজের জীবনে আমুল পরিবর্তন আনবে।

শ্রেষ্ঠাংশ

প্রধান

  • গৌরব রায় চৌধুরী [2] শুভজিত মুখার্জী (সুবহো) / মুখ্য পুরুষ লীড হিসাবে
  • ঐশ্বর্য সেন/দৃষ্টি শুভজিত মুখার্জি / মুখ্য মহিলা লীড হিসাবে [3]
  • দেবর্ষি ব্যানার্জী / রাজীব বসু /আবীর বসু / সমান্তরাল পুরুষ লীড (মৃত)
  • সাগ্নিক সেন / অ্যান্টগনিস্ট হিসাবে জয়জিত ব্যানার্জী [4]
  • ঐন্দ্রিলা বোস /অন্তরা আবির বসু / সমান্তরাল মহিলা লিড [5]
  • বিদীপ্তা চক্রবর্তী [6] অন্নপুর্ণা মুখার্জী / প্রধান মহিলা অ্যান্ট্যাগনবাদী হিসাবে
  • রাহুল গুপ্ত / মুখ্য পুরুষ অ্যান্ট্যাগনবাদী হিসাবে রাজ ভট্টাচার্য [7]
  • সানা / সমান্তরাল মহিলা অ্যান্ট্যাগনবাদী হিসাবে সুকন্যা গোস্বামী
  • সুতীর্থ সাহা সৌকর্য / অন্তরার শৈশব বন্ধু / প্যারালাল পুরুষ লীড
  • শ্রীমা রায়চৌধুরী আনন্দী / অ্যান্টগনিস্ট / দৃষ্টির শৈশব বন্ধু হিসেবে

সহঅভিনেতা

  • দৃষ্টির বাবা হিসাবে সন্দীপ দে
  • রন্জিনী চ্যাটার্জি দৃষ্টির মা হিসেবে
  • রুম্পা চ্যাটার্জী দৃষ্টির মাসিমনি
  • নিলাদ্রী লাহিড়ি রজত দেব রায় হিসেবে
  • কৃষ্ণা দেব রায় হিসাবে অবন্তি দত্ত
  • সৌরভ চক্রবর্তী হিসেবে অভিক
  • সুভাষের সহযোগী হিসেবে সৌরভ ঘোষ
  • সানা/ সমান্তরাল মহিলা অ্যান্টাগনিস্ট হিসাবে সুকন্যা গোস্বামী
  • দেবীযানি চৌধুরী হিসেবে ইন্দ্রাক্ষী নাগ (অ্যান্টাগোনিস্ট) [8]
  • সোহমের মা হিসাবে কৌশিকি তন্নী গুহ
  • সৌগত বন্দ্যোপাধ্যায় সোহম সেনগুপ্ত / দৃষ্টির শৈশব বন্ধু [9]
  • ঋতুপর্ণা বসাক স্যাপ্টি হিসেবে
  • সোমাশ্রী ভট্টাচার্য রাই হিসাবে
  • মৌসুমি দাস পিশিমনি (মৃত)হিসেবে
  • অনুস্কা ভট্টাচার্য তিন্নি / সাগ্নিকের মেয়ে হিসাবে
  • শঙ্কর দেবনাথ সৌকর্য এবং সাগ্নিকের পিতা হিসেবে

অতিথি উপস্থিতি

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.