জি বাংলা
জি বাংলা ভারতের একটি বাংলা টিভি চ্যানেল। এসেল গ্রুপের অধীন জি নেটওয়ার্কের অন্তর্গত এই চ্যানেল।[1]
জি বাংলা | |
---|---|
![]() জি বাংলার লোগো | |
উদ্বোধন | সেপ্টেম্বর, ১৯৯৯ |
নেটওয়ার্ক | কেবল টেলিভিশন নেটওয়ার্ক |
মালিকানা | জি নেটওয়ার্ক |
চিত্রের বিন্যাস | ৪:৩ ১০৮০পি এসডিটিভি |
স্লোগান | জীবন মানে জি বাংলা (পুর্বতন) নতুন ছন্দে লিখব জীবন (২০১৮-বর্তমান) |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
প্রচারের স্থান | ভারত,বাংলাদেশ |
প্রধান কার্যালয় | কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত |
পূর্বতন নাম | আলফা বাংলা |
প্রতিস্থাপনকারী | জি বাংলা |
ভ্রাতৃপ্রতিম চ্যানেল(সমূহ) | জি টিভি জি বাংলা সিনেমা জি সিনেমা অ্যান্ড টিভি |
ওয়েবসাইট | অফিসিয়াল ওয়েবসাইট ইউটিউব চ্যানেল |
প্রাপ্তিস্থান | |
কৃত্রিম উপগ্রহ | |
টাটা স্কাই ভারত | চ্যানেল ৮৫৪ |
ডিশ টিভি ভারত | চ্যানেল 1408 |
সান ডাইরেক্ট টিভি ভারত | চ্যানেল ৬২১ |
এয়ারটেল ডিজিটাল টিভি ভারত | চ্যানেল ৫৪০ |
বিগ টিভি ভারত | চ্যানেল ৯২২ |
ভিডিওকন ডিটুএইচ ভারত | চ্যানেল ৭০১ |
পরশ স্যাটেলাইট | চ্যানেল ৯৬৫ |
ক্যাবল | |
ইউসিএস বাংলাদেশ | চ্যানেল ১৩ |
এসআইটিআই ডিজিটাল ভারত | চ্যানেল ২ |
১৯৯৬ সালে প্রথম এই চ্যানেলটি যাত্রা শুরু করে, কিন্তু দুই মাসের মধ্যে বন্ধ হয়ে যায়। আবারও আলফা বাংলা নামে এই চ্যানেলটি ১৯৯৯ সালে যাত্রা শুরু করে। ২০০৫ সালে এটি আরো আধুনিক হয়ে ওঠে। ২৭শে মার্চ, ২০০৫ সালে এটি নতুন লোগো উন্মোচন করে জি সিনে অ্যাওয়ার্ডে এবং তার নাম পরিবর্তন করে জি বাংলা করা হয়।
জি বাংলা সিনেমা প্যাভিলিয়ন, কলকাতা ২০১৬ এ ৪০ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায়।
বর্তমানে প্রচারিত অনুষ্ঠান
আসছে বাঘ বন্দি খেলা 6 জানুয়ারি 2020 থেকে
অনুষ্ঠানের নাম | ধরন | প্রচারের দিন (বার) | প্রচার শুরুর তারিখ | প্রচারের সময় (বাংলাদেশ ৩০ মিনিট+) |
---|---|---|---|---|
আজকের সম্পূর্ণা | রুপচর্চা | প্রতিদিন | 11:00am–12:00am | |
রান্নাঘর | রান্নার অনুষ্ঠান | সোম-শনি | 2005-বর্তমান | 4:30pm–5:00pm |
দিদি নাম্বার 1
মৌসুম 8 | গেম শো | সোম-রবি | 16 ডিসেম্বর 2018-বর্তমান | 5:00pm–6:00pm (রবিবার 8:30pm–9:30pm) |
আলোছায়া | টিভি ধারাবাহিক | সোম-রবি | 2 সেপ্টেম্বর 2019-বর্তমান | 6:00pm–6:30pm |
করুণাময়ী রাণী রাসমণি | টিভি ধারাবাহিক | সোম-রবি | 24 জুলাই 2017-বর্তমান | 6:30pm–7:00pm |
কৃষ্ণকলি | টিভি ধারাবাহিক | সোম-রবি | 18 জুন 2018-বর্তমান | 7:00pm–7:30pm |
জয় বাবা লোকনাথ | টিভি ধারাবাহিক | সোম-রবি | 9 এপ্রিল 2018-বর্তমান | 7:30pm–8:00pm |
ত্রিনয়নী | টিভি ধারাবাহিক | সোম-রবি | 4 মার্চ 2019-বর্তমান | 8:00pm–8:30pm |
নেতাজি | টিভি ধারাবাহিক | সোম-শনি | 14 জানুয়ারি 2019-বর্তমান | 8:30pm–9:00pm |
বকুল কথা | টিভি ধারাবাহিক | সোম-শনি | 4 ডিসেম্বর 2017-বর্তমান | 9:00pm–9:30pm |
নকশি কাঁথা | টিভি ধারাবাহিক | সোম-শুক্র | 12 নভেম্বর 2018-বর্তমান | 9:30pm–10:00pm |
কি করে বলবো তোমায় | টিভি ধারাবাহিক | সোম-শুক্র | 16 ডিসেম্বর 2019-বর্তমান | 10:00pm–10:30pm |
সৌদামিনীর সংসার | টিভি ধারাবাহিক | সোম-শুক্র | 17 জুন 2019-বর্তমান | 10:30pm–11:00pm |
হৃদয়হরণ বি.এ পাশ | টিভি ধারাবাহিক | সোম-রবি | 13 আগস্ট 2018-বর্তমান | 11:00pm–11:30pm |
দাদাগিরি আনলিমিটেড মৌসুম 8 | রিয়েলিটি শো | শনি ও রবি | 3 আগস্ট 2019-বর্তমান | 9:30pm–11:00pm |
বাঁটুল দি গ্রেট | কার্টুন | রবিবার | 10:00am–10:30am | |
ভুতু | কার্টুন | রবিবার | 10:30am–11:00am | |
সোম-রবি | 07:30pm–08:00pm |
পূর্বে সম্প্রচারিত
অনুষ্ঠানের নাম | ধরন | প্রচারের দিন (বার) | সময় |
---|---|---|---|
অগ্নিপরীক্ষা | টিভি ধারাবাহিক | সোম-শনি | |
অসম্ভব | টিভি ধারাবাহিক | সোম-শনি | |
অদ্ভুতুড়ে | ভৌতিক টিভি ধারাবাহিক | সোম-শুক্র | |
অন্দরমহল | টিভি ধারাবাহিক | সোম-শুক্র | রাত ৯:৩০ |
আমার দূর্গা | টিভি ধারাবাহিক | ||
আমলকী | টিভি ধারাবাহিক | ||
কনকাঞ্জলি | টিভি ধারাবাহিক | সোম-শনি | |
রামায়ণ | কার্টুন | সোম-শনি | |
নাবিক সিন্দবাদ | পৌরাণিক টিভি ধারাবাহিক | সোম-শনি | |
বয়েই গেলো | টিভি ধারাবাহিক | সোম-শনি | |
রাজলক্ষ্মী কুরুক্ষেত্রম | টিভি ধারাবাহিক | সোম-শনি | |
কাছে আয় সই | টিভি ধারাবাহিক | সোম-শনি | |
এসো মা লক্ষী | টিভি ধারাবাহিক | সোম-শনি | |
এই ছেলেটা ভেলভেলেটা | টিভি ধারাবাহিক | সোম-রবি | |
এই ঘর এই সংসার | টিভি ধারাবাহিক | সোম-শনি | |
একদিন প্রতিদিন | টিভি ধারাবাহিক | সোম-শনি | |
এক আকাশের নিচে | টিভি ধারাবাহিক | ||
এরাও শত্রু | টিভি ধারাবাহিক | সোম-শনি | |
সুবর্ণলতা | টিভি ধারাবাহিক | সোম-শনি | |
সাত পাকে বাঁধা | টিভি ধারাবাহিক | সোম-শনি | |
সম্প্রদান | টিভি ধারাবাহিক | ||
সোনা বউঠান | টিভি ধারাবাহিক | ||
সুখ | টিভি ধারাবাহিক | ||
শপথ | টিভি ধারাবাহিক | ||
শুভ অশুভর মাঝে আমি....কন্যা | টেলিফিল্ম | ||
শাশুড়ি জিন্দাবাদ | টিভি ধারাবাহিক | সোম-শনি | |
কেয়া পাতার নৌকো | টিভি ধারাবাহিক | সোম-শনি | |
কে তুমি নন্দিনী | টিভি ধারাবাহিক | ||
খেলা | টিভি ধারাবাহিক | ||
কোন কাননের ফুল | টিভি ধারাবাহিক | ||
সতী[2] | টিভি ধারাবাহিক | সোম-শনি | |
খনা | পৌরাণিক টিভি ধারাবাহিক | সোম-শনি | |
সারেগামাপা লি'ল চ্যাম্পস | রিয়েলিটি শো | ||
সারেগামাপা | রিয়েলিটি শো | ||
সারেগামাপা - গানে গানে তোমার মনে | রিয়েলিটি শো | বৃহঃ-শনি | |
কে হবে বিগেষ্ট ফ্যান | রিয়েলিটি শো | ||
ডান্স বাংলা ডান্স - মৌসুম ১-৭ | রিয়েলিটি শো | ||
ডান্স বাংলা ডান্স - জুনিয়ার | রিয়েলিটি শো | ||
ডিটেকটিভ ২০১৫ | গেম শো | ||
মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার - ১-৮ | রিয়েলিটি শো | ||
মোহনা | টিভি ধারাবাহিক | ||
স্টার অফ বেঙ্গল | রিয়েলিটি শো | ||
দাদাগিরি আনলিমিটেড - মৌসুম ১-৫ | রিয়েলিটি শো | ||
দিদি নাম্বার ওয়ান - মৌসুম ১-৬ | গেম শো | সোম-শনি | |
দেবদাস | টিভি ধারাবাহিক | ||
দ্বিরাগমন | টিভি ধারাবাহিক | ||
দ্বীপ জ্বেলে যাই | টিভি ধারাবাহিক | সোম-রবি | |
বাংলার সেরা পরিবার | রিয়েলিটি শো | ||
বাক্স বদল | টিভি ধারাবাহিক | সোম-রবি | ৭:০০ |
তুমি যে আমার | রিয়েলিটি শো | ||
রাজা & গজা | টিভি ধারাবাহিক | ||
রাইকিশোরী | টিভি ধারাবাহিক | সোম-শনি | |
রাশি | টিভি ধারাবাহিক | ||
রাঙিয়ে দিয়ে যাও | টিভি ধারাবাহিক | সোম-শুক্র | রাত ১০:৩০ |
রাগে অনুরাগে | টিভি ধারাবাহিক | ||
রাজযোটক | টিভি ধারাবাহিক | ||
রাধা | টিভি ধারবাহিক | ||
রাণী কাহিনী | টিভি ধারাবাহিক | ||
কোজাগরী | টিভি ধারাবাহিক | ||
তুমি রবে নীরবে | টিভি ধারাবাহিক | ||
তবু মনে রেখো | টিভি ধারাবাহিক | ||
চোখের বালি | টিভি ধারাবাহিক | ||
ছদ্ধবেশী | টিভি ধারাবাহিক | ||
জড়োয়ার ঝুমকো | টিভি ধারাবাহিক | ||
জামাই রাজা | টিভি ধারাবাহিক | সোম-রবি | রাত ১১:০০ |
হ্যাপি প্যারেন্টস ডে | রিয়েলিটি শো | ||
গোয়েন্দা গিন্নী | টিভি ধারাবাহিক | সোম-রবি | |
ভুতু | টিভি ধারাবাহিক | সোম-শনি | |
বিবি চৌধুরাণি | টিভি ধারাবাহিক | ||
বিকেলে ভোরের ফুল | টিভি ধারাবাহিক | ||
বেদেনী মলুয়ার কথা | টিভি ধারাবাহিক | সোম-শনি | |
হোম মিনিস্টার বৌমা | গেম শো | বৃহঃ-শনি | |
প্রতিবিম্ব | টিভি ধারাবাহিক | ||
প্রেমের ফাঁদে | টিভি ধারাবাহিক | ||
ফুলমণি | টিভি ধারাবাহিক | ||
স্ত্রী | টিভি ধারাবাহিক | সোম-রবি | রাত ৭:৩০ |
সাত ভাই চম্পা | টিভি ধারাবাহিক | সোম-রবি | রাত ৮ঃ০০ |
আরও দেখুন
তথ্যসূত্র
- Das, Sibabrata (২০০৬-০৭-০৬), "Zee Tele's stock soars on ratings upswing, future prospects", IndianTelevision.com, সংগ্রহের তারিখ ২০০৮-০৩-২১
- "Sati Bengali Serial"। ৯ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৩।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.