জি বাংলা

জি বাংলা ভারতের একটি বাংলা টিভি চ্যানেলএসেল গ্রুপের অধীন জি নেটওয়ার্কের অন্তর্গত এই চ্যানেল।[1]

জি বাংলা
জি বাংলার লোগো
উদ্বোধনসেপ্টেম্বর, ১৯৯৯
নেটওয়ার্ককেবল টেলিভিশন নেটওয়ার্ক
মালিকানাজি নেটওয়ার্ক
চিত্রের বিন্যাস৪:৩ ১০৮০পি এসডিটিভি
স্লোগানজীবন মানে জি বাংলা (পুর্বতন)
নতুন ছন্দে লিখব জীবন (২০১৮-বর্তমান)
দেশভারত
ভাষাবাংলা
প্রচারের স্থানভারত,বাংলাদেশ
প্রধান কার্যালয়কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
পূর্বতন নামআলফা বাংলা
প্রতিস্থাপনকারীজি বাংলা
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
জি টিভি
জি বাংলা সিনেমা
জি সিনেমা
অ্যান্ড টিভি
ওয়েবসাইটঅফিসিয়াল ওয়েবসাইট ইউটিউব চ্যানেল
প্রাপ্তিস্থান
কৃত্রিম উপগ্রহ
টাটা স্কাই ভারতচ্যানেল ৮৫৪
ডিশ টিভি ভারতচ্যানেল 1408
সান ডাইরেক্ট টিভি ভারতচ্যানেল ৬২১
এয়ারটেল ডিজিটাল টিভি ভারতচ্যানেল ৫৪০
বিগ টিভি ভারতচ্যানেল ৯২২
ভিডিওকন ডিটুএইচ ভারতচ্যানেল ৭০১
পরশ স্যাটেলাইটচ্যানেল ৯৬৫
ক্যাবল
ইউসিএস বাংলাদেশচ্যানেল ১৩
এসআইটিআই ডিজিটাল ভারতচ্যানেল ২

১৯৯৬ সালে প্রথম এই চ্যানেলটি যাত্রা শুরু করে, কিন্তু দুই মাসের মধ্যে বন্ধ হয়ে যায়। আবারও আলফা বাংলা নামে এই চ্যানেলটি ১৯৯৯ সালে যাত্রা শুরু করে। ২০০৫ সালে এটি আরো আধুনিক হয়ে ওঠে। ২৭শে মার্চ, ২০০৫ সালে এটি নতুন লোগো উন্মোচন করে জি সিনে অ্যাওয়ার্ডে এবং তার নাম পরিবর্তন করে জি বাংলা করা হয়।

জি বাংলা সিনেমা প্যাভিলিয়ন, কলকাতা ২০১৬ এ ৪০ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায়।

বর্তমানে প্রচারিত অনুষ্ঠান

আসছে বাঘ বন্দি খেলা 6 জানুয়ারি 2020 থেকে

অনুষ্ঠানের নামধরনপ্রচারের দিন (বার) প্রচার শুরুর তারিখপ্রচারের সময় (বাংলাদেশ ৩০ মিনিট+)
আজকের সম্পূর্ণারুপচর্চাপ্রতিদিন 11:00am–12:00am
রান্নাঘররান্নার অনুষ্ঠানসোম-শনি 2005-বর্তমান4:30pm–5:00pm
দিদি নাম্বার 1

মৌসুম 8

গেম শোসোম-রবি 16 ডিসেম্বর 2018-বর্তমান5:00pm–6:00pm (রবিবার 8:30pm–9:30pm)
আলোছায়াটিভি ধারাবাহিকসোম-রবি 2 সেপ্টেম্বর 2019-বর্তমান6:00pm–6:30pm
করুণাময়ী রাণী রাসমণিটিভি ধারাবাহিকসোম-রবি 24 জুলাই 2017-বর্তমান6:30pm–7:00pm
কৃষ্ণকলিটিভি ধারাবাহিকসোম-রবি 18 জুন 2018-বর্তমান7:00pm–7:30pm
জয় বাবা লোকনাথটিভি ধারাবাহিকসোম-রবি 9 এপ্রিল 2018-বর্তমান7:30pm–8:00pm
ত্রিনয়নীটিভি ধারাবাহিকসোম-রবি 4 মার্চ 2019-বর্তমান8:00pm–8:30pm
নেতাজিটিভি ধারাবাহিকসোম-শনি 14 জানুয়ারি 2019-বর্তমান8:30pm–9:00pm
বকুল কথাটিভি ধারাবাহিকসোম-শনি 4 ডিসেম্বর 2017-বর্তমান9:00pm–9:30pm
নকশি কাঁথাটিভি ধারাবাহিকসোম-শুক্র 12 নভেম্বর 2018-বর্তমান9:30pm–10:00pm
কি করে বলবো তোমায়টিভি ধারাবাহিকসোম-শুক্র 16 ডিসেম্বর 2019-বর্তমান10:00pm–10:30pm
সৌদামিনীর সংসারটিভি ধারাবাহিকসোম-শুক্র 17 জুন 2019-বর্তমান10:30pm–11:00pm
হৃদয়হরণ বি.এ পাশটিভি ধারাবাহিকসোম-রবি 13 আগস্ট 2018-বর্তমান11:00pm–11:30pm
দাদাগিরি আনলিমিটেড মৌসুম 8রিয়েলিটি শোশনি ও রবি 3 আগস্ট 2019-বর্তমান9:30pm–11:00pm
বাঁটুল দি গ্রেটকার্টুনরবিবার 10:00am–10:30am
ভুতুকার্টুনরবিবার 10:30am–11:00am
সোম-রবি07:30pm–08:00pm

পূর্বে সম্প্রচারিত

অনুষ্ঠানের নামধরনপ্রচারের দিন (বার)সময়
অগ্নিপরীক্ষাটিভি ধারাবাহিকসোম-শনি
অসম্ভবটিভি ধারাবাহিকসোম-শনি
অদ্ভুতুড়েভৌতিক টিভি ধারাবাহিকসোম-শুক্র
অন্দরমহলটিভি ধারাবাহিকসোম-শুক্ররাত ৯:৩০
আমার দূর্গাটিভি ধারাবাহিক
আমলকীটিভি ধারাবাহিক
কনকাঞ্জলিটিভি ধারাবাহিকসোম-শনি
রামায়ণকার্টুনসোম-শনি
নাবিক সিন্দবাদপৌরাণিক টিভি ধারাবাহিকসোম-শনি
বয়েই গেলোটিভি ধারাবাহিকসোম-শনি
রাজলক্ষ্মী কুরুক্ষেত্রমটিভি ধারাবাহিকসোম-শনি
কাছে আয় সইটিভি ধারাবাহিকসোম-শনি
এসো মা লক্ষীটিভি ধারাবাহিকসোম-শনি
এই ছেলেটা ভেলভেলেটাটিভি ধারাবাহিকসোম-রবি
এই ঘর এই সংসারটিভি ধারাবাহিকসোম-শনি
একদিন প্রতিদিনটিভি ধারাবাহিকসোম-শনি
এক আকাশের নিচেটিভি ধারাবাহিক
এরাও শত্রুটিভি ধারাবাহিকসোম-শনি
সুবর্ণলতাটিভি ধারাবাহিকসোম-শনি
সাত পাকে বাঁধাটিভি ধারাবাহিকসোম-শনি
সম্প্রদানটিভি ধারাবাহিক
সোনা বউঠানটিভি ধারাবাহিক
সুখটিভি ধারাবাহিক
শপথটিভি ধারাবাহিক
শুভ অশুভর মাঝে আমি....কন্যাটেলিফিল্ম
শাশুড়ি জিন্দাবাদটিভি ধারাবাহিকসোম-শনি
কেয়া পাতার নৌকোটিভি ধারাবাহিকসোম-শনি
কে তুমি নন্দিনীটিভি ধারাবাহিক
খেলাটিভি ধারাবাহিক
কোন কাননের ফুলটিভি ধারাবাহিক
সতী[2]টিভি ধারাবাহিকসোম-শনি
খনাপৌরাণিক টিভি ধারাবাহিকসোম-শনি
সারেগামাপা লি'ল চ্যাম্পসরিয়েলিটি শো
সারেগামাপারিয়েলিটি শো
সারেগামাপা - গানে গানে তোমার মনেরিয়েলিটি শোবৃহঃ-শনি
কে হবে বিগেষ্ট ফ্যানরিয়েলিটি শো
ডান্স বাংলা ডান্স - মৌসুম ১-৭রিয়েলিটি শো
ডান্স বাংলা ডান্স - জুনিয়াররিয়েলিটি শো
ডিটেকটিভ ২০১৫গেম শো
মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার - ১-৮রিয়েলিটি শো
মোহনাটিভি ধারাবাহিক
স্টার অফ বেঙ্গলরিয়েলিটি শো
দাদাগিরি আনলিমিটেড - মৌসুম ১-৫রিয়েলিটি শো
দিদি নাম্বার ওয়ান - মৌসুম ১-৬গেম শোসোম-শনি
দেবদাসটিভি ধারাবাহিক
দ্বিরাগমনটিভি ধারাবাহিক
দ্বীপ জ্বেলে যাইটিভি ধারাবাহিকসোম-রবি
বাংলার সেরা পরিবাররিয়েলিটি শো
বাক্স বদলটিভি ধারাবাহিকসোম-রবি৭:০০
তুমি যে আমাররিয়েলিটি শো
রাজা & গজাটিভি ধারাবাহিক
রাইকিশোরীটিভি ধারাবাহিকসোম-শনি
রাশিটিভি ধারাবাহিক
রাঙিয়ে দিয়ে যাওটিভি ধারাবাহিকসোম-শুক্ররাত ১০:৩০
রাগে অনুরাগেটিভি ধারাবাহিক
রাজযোটকটিভি ধারাবাহিক
রাধাটিভি ধারবাহিক
রাণী কাহিনীটিভি ধারাবাহিক
কোজাগরীটিভি ধারাবাহিক
তুমি রবে নীরবেটিভি ধারাবাহিক
তবু মনে রেখোটিভি ধারাবাহিক
চোখের বালিটিভি ধারাবাহিক
ছদ্ধবেশীটিভি ধারাবাহিক
জড়োয়ার ঝুমকোটিভি ধারাবাহিক
জামাই রাজাটিভি ধারাবাহিকসোম-রবিরাত ১১:০০
হ্যাপি প্যারেন্টস ডেরিয়েলিটি শো
গোয়েন্দা গিন্নীটিভি ধারাবাহিকসোম-রবি
ভুতুটিভি ধারাবাহিকসোম-শনি
বিবি চৌধুরাণিটিভি ধারাবাহিক
বিকেলে ভোরের ফুলটিভি ধারাবাহিক
বেদেনী মলুয়ার কথাটিভি ধারাবাহিকসোম-শনি
হোম মিনিস্টার বৌমাগেম শোবৃহঃ-শনি
প্রতিবিম্বটিভি ধারাবাহিক
প্রেমের ফাঁদেটিভি ধারাবাহিক
ফুলমণিটিভি ধারাবাহিক
স্ত্রীটিভি ধারাবাহিকসোম-রবিরাত ৭:৩০
সাত ভাই চম্পা টিভি ধারাবাহিক সোম-রবি রাত ৮ঃ০০

আরও দেখুন

তথ্যসূত্র

  1. Das, Sibabrata (২০০৬-০৭-০৬), "Zee Tele's stock soars on ratings upswing, future prospects", IndianTelevision.com, সংগ্রহের তারিখ ২০০৮-০৩-২১
  2. "Sati Bengali Serial"। ৯ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৩

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.