কালার্স বাংলা
কালারস বাংলা পূর্বতন নাম ইটিভি বাংলা একটি জনপ্রিয় ২৪ ঘন্টা বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল।[1] চ্যানেলটি ভারতের হায়দ্রাবাদ এর রামোজী গ্রুপের মালিকানাধীন চ্যানেল ইটিভি নেটওয়ার্ক (ভারত) এর একটি অংশ। একটি সাধারণ বিনোদনমূলক চ্যানেল হিসেবে কালার্স বাংলা বিভিন্ন অনুষ্ঠানমালা-সহ সাংস্কৃতিক ঘটনা, পারিবারিক নাটক, সিনেমা,এবং রিয়েলিটি শো (বাস্তবিক অনুষ্ঠান), সম্প্রাচারিত হয়ে থাকে।
কালার্স বাংলা | |
---|---|
![]() কালার্স বাংলার লোগো | |
উদ্বোধন | ১৯৯৯ সাল থেকে ইটিভি বাংলা, ২০১৫ থেকে কালার্স বাংলা নামে পরিচালিত হয়ে আসছে |
মালিকানা | ভায়াকম ১৮ |
স্লোগান | তোমার স্বপ্নের রং |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
প্রধান কার্যালয় | ২৬৮ ১১তম তলা, এস.এন. ব্যানার্জি মির্জাগালিব স্ট্রীট, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত |
পূর্বতন নাম | ইটিভি বাংলা |
ভ্রাতৃপ্রতিম চ্যানেল(সমূহ) | তালিকা
|
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
প্রাপ্তিস্থান | |
কৃত্রিম উপগ্রহ | |
এয়ারটেল ডিজিটাল টিভি (ভারত) | চ্যানেল ৫৪১ |
SUN Direct (India) | চ্যানেল ৬২২ |
Dish TV (India) | চ্যানেল ৮৪২ |
BIG TV (India) | চ্যানেল ৯২১ |
Tata Sky (India) | চ্যানেল ৮৩৭ |
Videocon D2h (India) | চ্যানেল ৭০৩ |
DirecTV (US) | চ্যানেল ২০১৪ |
ক্যাবল | |
ইউসিএস (বাংলাদেশ) | ৫১ |
বর্তমানে সম্প্রচারিত অনুষ্ঠান
অনুষ্ঠানের নাম | প্রচারের দিন (বার) | প্রচারের সময়সুচি(বাংলাদেশ ৩০ মিনিট+) |
---|---|---|
গাট্টু বাট্টু | সোম-শুক্র | সকাল 10:00 |
মোটু পাতলু | সোম-শুক্র | সকাল 10:30 |
শনি | সোম-শনি | দুপুর 01:00 |
সিনেমা | সোম-শুক্র | দুপুর 02:00 |
গাট্টু বাট্টু | সোম-শনি | সন্ধ্যা 05:00 |
নাগিন 2 | সোম-শনি | সন্ধ্যা 05:30 |
চন্দ্রকান্তা | সোম-শনি | সন্ধ্যা 06:00 |
চিরদিনই আমি যে তোমার | সোম-শনি | সন্ধ্যা 06:30 |
নিশির ডাক | সোম-শনি- | সন্ধ্যা 07:00 |
মঙ্গলচন্ডী | সোম-শনি | সন্ধ্যা 07:30 |
কনক কাঁকণ | সোম-শনি | রাত 08:00 |
লব কুশ | সোম-শনি | রাত 08:30 |
Night Show | সোম-রবি | রাত 09:00 |
পূর্বে সম্প্রচারিত অনুষ্ঠান
ধারাবাহিক
- অপুর কথা
- আপনজন
- আস্থা
- আরব্য রজনী
- উৎসবের রাত্রি
- কাছের মানুষ
- কথা দিলাম
- কি করে তোকে বলবো (টিভি ধারাবাহিক)
- কখনও মেঘ কখনও বৃষ্টি
- কৃষ্ণকলি তারেই বলি
- কবচ মহাশিবরাত্রি
- খনার বচন
- গৌরীদান
- গাছকৌটো
- চন্দ্রকান্তা
- বাড়ির নাম ভালবাসা
- বিয়ের স্কুল
- বেনেবউ
- বিসর্জন
- ব্যোমকেশ
- বিন্নি ধানের খই
- ভালবাসা ভালবাসা
- ভুলে যেও না প্লিজ
- ঝুমুর (টিভি ধারাবাহিক)
- রোশনি
- রাঙা মাথায় চিরুনি
- রবি ঠাকুরের গল্প
- রুপকথা
- পিতা (টিভি ধারাবাহিক)
- প্রাণ ভোঁমরা
- প্রভু আমার
- প্রথম প্রতিশ্রুতি
- ফাগুন লেগেছে বনে বনে
- মহাপ্রভু শ্রীচৈতন্য
- মনসা
- মুখোশের আড়ালে
- মা দূর্গা
- মীরা
- মহাকালী
- ভোরের খুব কাছে (২০১০–২০১১), নাটক
- জয়া
- জাহানারা
- সাঁঝবেলা
- সোনার হরিণ
- সোনার তলোয়ার
- সোহাগী সিদুর
- সৌভাগ্যবতী[2]
- স্বয়ংসিদ্ধা
- ষোলআনা
- শেষ থেকে শুরু
- শুভ বিবাহ
- শুভ দৃষ্টি
- শনি
- দুই পৃথিবী (টিভি ধারাবাহিক)
- দত্ত বাড়ির ছোট বউ
- দাসী (টিভি ধারাবাহিক)
- দুর্গেশনন্দিনী (টিভি ধারাবাহিক)
- দেবীবরণ
- তিথির অতিথি
- নাগলীলা
- নাগিন
- নাগিন ২
- নাগিন 3
- নীলপরী
- লুকোচুরি (টিভি ধারাবাহিক)
- ধুপছায়া
- সাধক বামাক্ষ্যাপা
- সে থেকে সে
- শিশিড় শব্দ
- তারানাথ তান্ত্রিক
- তুমি এলে তাই
- লাল ত্রিকোণ
- হয়তো তোমারি জন্য
- হিয়ার মাঝে
রিয়েলিটি শো(বাস্তবিক অনুষ্ঠান)
- অদল বদল
- রোজগেরে গিন্নী (২০০১-২০১২) গেম শো
- বিন্দাস ডান্স মৌসুম ১-২
- গ্রেট মিউজিক গুরুকুল[3]
- গানের গুঁতো
- গান লাইভ
- রান্নাঘরে রকস্টার
- সেরা বউঠান
- বিগবস্ বাংলা
- বেঙ্গল মিউজিক লিগ
- বেটা বেটির ব্যাটল
- বারান্দায় রোদ্দুর
- দাদা না দিদি
- নাচ ধুম মাচা লে
- নাচবে টলি তাক ধিনা ধিন
- লাগালাগি
- সুর দরিয়া
- প্রথমার রান্নাঘর
কালার্স(ইটিভি)বাংলার মৌলিক টেলিফিল্মস
শুধু তোমারী জন্য
- মৌসুম ১ (২০০৬)
- মৌসুম ২ (২০১০)
সংবাদ অনুষ্ঠান
- ইটিভি বাংলা নিউজ (১৯৯৯), প্রতি ঘণ্টায় খবর
তথ্যসূত্র
- "Colors to take over ETV Bangla"। The Times of India। সংগ্রহের তারিখ ২১ সেপ্টে ২০১২।
- "Soubhagyabati traces a woman's search for identity"। The Times of India। সংগ্রহের তারিখ ১ জানু ২০১৫।
- "Colors Bangla to air Great Music Gurukul from April 13"। The Times of India। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৫।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.