নিশির ডাক
নিশির ডাক ( ইংরেজি: Call Of The Night ) একটি ভারতীয় বাংলা টেলিভিশনের অতিপ্রাকৃত সোপ অপেরা ।এটি ৩ ডিসেম্বর ২০১৮-এ প্রিমিয়ার হয় বাংলা জেনারেল এন্টারটেনমেন্ট চ্যানেল কালার্স বাংলায় । [1] ডিজিটাল প্ল্যাটফর্ম ভুট এ এটি পাওয়া যায় । এটি শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজিত। [2] এতে টুম্পা ঘোষ এবং সৌম্য ব্যানার্জি [3] প্রধান ভূমিকায়, স্বৈরিতী ব্য়ানার্জী নেতিবাচক ভূমিকায়, সুকন্য়া চ্যাটার্জি এবং সন্দীপ অন্যান্য গুরুত্বপূর্ণ সমর্থক ভূমিকায় অভিনয় করেছেন। [4]
নিশির ডাক | |
---|---|
![]() | |
আরও যে নামে পরিচিত | নিশির ডাক |
ধরণ | সুপারন্যাচারাল ড্রামা হরর |
নির্মাতা | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস |
রচনা | গল্প সাহানা দত্ত চিত্রনাট্য় |
পরিচালক | রুপক দে |
অভিনয়ে | টুম্পা ঘোষ , সৌম্য ব্যানার্জি, স্বৈরিতী ব্য়ানার্জী , সুকন্য়া চ্যাটার্জি , সন্দীপ |
কণ্ঠ প্রদানকারী | মধুরা ভট্টাচার্য |
প্রস্তুতকারক দেশ | ভারত |
মূল ভাষা | বাংলা |
মৌসুম সংখ্যা | ১ |
পর্বসংখ্যা | ১০, (১৪ ফেব্রুয়ারী ২০১৮) |
নির্মাণ | |
প্রযোজক | শ্রীকান্ত মোহতা মহেন্দ্র সোনি |
অবস্থান | কলকাতা |
ব্যাপ্তিকাল | ২২ মিনিট |
প্রোডাকশন কোম্পানি | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস |
সম্প্রচার | |
মূল চ্যানেল | কালার্স বাংলা |
ছবির ফরম্যাট | 576i SDTV 1080i HDTV |
মূল প্রদর্শনী | ৩ ডিসেম্বর ২০১৮ – বর্তমান |
গল্প
শ্রীময়ী ও তার স্বামী নিজেদের বিয়ের দিন ফেরার পথে একটি ভয়ানক ও পরিত্যক্ত কালীমন্দিরের সামনে ফুটফুটে ছোট্ট মেয়ে তারাকে খুঁজে পায়। তারাকে দু'জনে মেয়ে হিসাবে দত্তক নেয়।কিছুদিন পরে এক ভীষণদর্শন তান্ত্রিক অঘোরনাথ তাদের বাড়ির দরজায় এসে উপস্থিত হয়। সে দাবি করে তারা তার হাতে তুলে দিতে হবে। কিন্তু শ্রীময়ী কিছুতেই রাজি হয় না। সে পুলিশকে ডাকে। অঘোরনাথ হাল ছাড়ে না, সে এক নিশিকে নিজের ক্রীতদাসী বানায়।সেই নিশি নানা ছলে বলে কৌশলে শ্রীময়ীর দেওরকে নিজের প্রেমের ফাঁদে ফাঁসিয়ে বিয়ে করে বাড়ির ছোট বউ হিসাবে প্রবেশ করে। নিশি বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করে, বাড়ির লোকজনকে বিভ্রান্ত করে। তার একটাই উদ্দেশ্য, ছোট্ট তারাকে তান্ত্রিক অঘোরনাথের হাতে তুলে দেওয়া। কিন্তু তারা উপরে রয়েছে ঈশ্বরের আশীর্বাদ। ফলে নিশি বারংবার বিফল হয়। তারা নিজেকে ও নিজের নতুন পরিবারকে রক্ষা করতে থাকে।এ ভাবেই শুভ ও অশুভ শক্তির মধ্যে দ্বন্দ্বের মধ্যে দিয়ে এগিয়ে চলে গল্প। শ্রীময়ী পারবে তো অঘোরনাথ আর নিশির হাত থেকে নিজের ছোট্ট মেয়েকে রক্ষা করতে।
ধারণা
এই নিশিডাক কনসেপ্টটা নিয়ে মানুষের মনে একটা ভীতি বরাবরের। আমরা একে অপরকে বলি এক ডাকে সাড়া দিতে নেই, ওটা আসলে নিশির ডাক- এরকম আরও কত কী।… এগুলি আসলে সবই কুসংস্কার, ভ্রান্ত ধারণা। আর সেটা জেনেও আমরা বলি কথাগুলো। এবার এই অন্ধ বিশ্বাসকে সম্বল করেই টিভির পর্দায় আসছে এই ধারাবাহিক
অভিনেতা/অভিনেত্রী
তথ্যসূত্র
- "New TV Show Nishir Daak To Premiere soon"। TIMESOFINDIA.COM। নভে ২৪, ২০১৮।
- "Actress Tumpa Ghosh to play the lead role in Nishir Dak"। TIMESOFINDIA.COM। নভে ১২, ২০১৮।
- "Nishir Dak's lead changed Subhankar left serial"। BANGLA.EENADUINDIA.COM। ডিসে ২৯, ২০১৮। ২৯ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৯।
- "Tara the actress in Colour's Bangla upcoming Nishir Dak"। MAHANAGAR 24x7.COM। নভে ২৫, ২০১৮। নভেম্বর ২৫, ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ৮, ২০১৯।
- "Nishir Dak New Serial Broadcast a New Drama"। MAHANAGAR 24x7.COM। নভে ২৪, ২০১৮। নভেম্বর ২৫, ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ৮, ২০১৯।
- "Colors Bangla is bringing a brand new show Nishir Dak"। News 18 BANGLA.com। নভে ১৮, ২০১৮।