এশিয়ান টিভি

এশিয়ান টিভি একটি উপগ্রহ-ভিত্তিক বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল। এটি সাধারণ বিনোদনমূলক অনুষ্ঠান সম্প্রচার করে।

এশিয়ান টিভি
এশিয়ান টিভির লোগো
উদ্বোধন১৮ জানুয়ারি ২০১৩
মালিকানাএশিয়ান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
চিত্রের বিন্যাসMPEG-2
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
প্রচারের স্থানজাতীয় ও আর্ন্তজাতিক
প্রধান কার্যালয়নিকেতন, ঢাকা
ওয়েবসাইটhttps://www.asiantv.com.bd/
প্রাপ্তিস্থান
কৃত্রিম উপগ্রহ
আপস্টার ৭3757 H

ইতিহাস

এশিয়ান টিভি শিল্পপতি হারুন-উর-রশিদ তার এশিয়ান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অংশ হিসাবে প্রতিষ্ঠা করেন, যার মধ্যে এশিয়ান রেডিও, এশিয়ান টেক্সটাইল, এশিয়ান ফ্যাব্রিকস এবং এশিয়ান ইয়ার ডাইংও অন্তর্ভুক্ত ছিল। চ্যানেলটি ২০১০ সালে বাংলাদেশ সরকার থেকে লাইসেন্স পায়। অনেক মান পরীক্ষামূলক সম্প্রচারের পর ১৮ জানুয়ারি ২০১৩ সালে চ্যানেলটি পূর্ণাঙ্গ সম্প্রচারে আসে।[1] বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম এ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এশিয়ান টিভি'র উদ্বোধন করা হয়।

জনপ্রিয় অনুষ্ঠান

  • ডোরেমন- এপ্রিল ১, ২০১৪ থেকে শিশুদের জনপ্রিয় কার্টুন ডোরেমন বাংলায় ডাবিং সংষ্করণ সম্প্রচার হচ্ছে। ডাবিং সংষ্করণটিতে শিশুদের জন্য আপত্তিকর অংশগুলো বাদ দেয়া হয়।[2]
  • সেলিব্রিটি লাউঞ্জ
  • স্টার কমেডি শো

ধারাবাহিক নাটক

  • অতিথি পাখি
  • অবজেকশন বস
  • মগের মুল্লুক

নাটক / টেলিফিল্ম

সান্তনা দে, জোর যার মুল্লুক তার

তথ্যসূত্র

  1. "পূর্ণাঙ্গ সম্প্রচারে এশিয়ান টিভি"। ২৩ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০১৩
  2. "আজ থেকে বাংলায় "ডোরেমন""দৈনিক সমকাল। এপ্রিল ১, ২০১৪। ১০ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.