মাই টিভি

মাই টিভি একটি উপগ্রহ-ভিত্তিক বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল। এটি ১৫ এপ্রিল ২০১০ থেকে প্রচারিত হচ্ছে। এটি বাংলাদেশের একটি খুবই জনপ্রিয় টিভি চ্যানেল। এটি বিভিন্ন অনুষ্ঠান যেমন সংবাদ, নাটক, সিনেমা, ধর্মীয়, শিক্ষণীয়, রাজনৈতিক কাথা-বার্তা সহ আরো অনেক অনুষ্ঠান প্রচার করে থাকে। এটি ১৫৩ দেশ সহ ইউএস, ইউএসএ, কানাডা, ইউরোপসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রচারিত হয়।

মাই টিভি
মাই টিভি লোগো
উদ্বোধন১৫ এপ্রিল ২০১০
মালিকানাভি.এম. ইন্টারন্যাশনাল লিমিটেড
চিত্রের বিন্যাসMPEG-2/ DVB
স্লোগানসৃষ্টিতে বিস্ময়
দেশবাংলাদেশ
প্রচারের স্থানজাতীয়
প্রধান কার্যালয়মাইটিভি ভবন, ১৫৫, ১৫০/৩ পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা - ১২১৯
ওয়েবসাইটMytvbd.tv
প্রাপ্তিস্থান
কৃত্রিম উপগ্রহ
ফ্রিকুয়েন্সি৪১৩৫ MHz
উপগ্রহআপস্টের ৭, বঙ্গবন্ধু-১
ডাউন-লিঙ্ককক্ষীয় অবস্থান: ৭৬.৫ º পূর্ব
মাই টিভি ভবন

ইতিহাস

প্রয়াত ওমেদা বেগম বাংলা ভাষা ও সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার জন্য মাইটিভি প্রতিষ্ঠা করেছিলেন। এটি ১৫ এপ্রিল, ২০১০ সালে সম্প্রচার শুরু করে। স্টেশনটি ভি.এম. ইন্টারন্যাশনাল লিমিটেডের মালিকানাধীন। ২০১৬ সালের অনুযায়ী, বেগমের পুত্র নাসির উদ্দিন সাথি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। স্টেশনের মূল ভবন হাতিরঝিলে অবস্থিত।

অনুষ্ঠানসমূহ

  • আমার সকাল
  • হক্ক কথা
  • সহজে নামাজ শিক্ষা তালিমুল কোরআন
  • ফিফটি মিনিটস (সরাসরি টকশো)
  • মাইটিভি সংলাপ (সরাসরি টকশো)
  • মাইটিভি রাউন্ডটেবিল (সরাসরি টকশো)
  • আমার গান (সরাসরি)
  • মাই হেলথ (সরাসরি)
  • মুখোশ
  • টার্ণিং পয়েণ্ট
  • মিউজিক টাইম
  • মিউজিক ভিউ
  • ডান্স ফর ইউ
  • রঙ
  • মিউজিক টাইম
  • পাকের ঘর
  • রুপালী পর্দার গান
  • গানের সুরে মাতো
  • সিনেমার সেকাল একাল
  • ডান্স ফর ইউ

এছাড়া চ্যানেলটি নাটক, ছায়াছবি, সংবাদ প্রচার করে থাকে।

ধারাবাহিক নাটক

  • ছবির হাট
  • নুরজাহান
  • রুপ কুমারীর গাও
  • অশান্ত প্রেম
  • নগর জীবন

এছাড়া চ্যানেলটি আরো অনেক সাপ্তাহিক ও ধারাবাহিক নাটক প্রচার করে থাকে।

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.