জি সিনেমা
জি সিনেমা হল মুম্বাই ভিত্তিক ভারতের একটি হিন্দি স্যাটেলাইট সিনেমার চ্যানেল। চ্যানেলটি জনপ্রিয় জি ইন্টারটেইন্টমেন্ট ইন্টারপ্রাইজ এর মালিক উদ্যোগে পরিচালিত যেটি ইসেল গ্রুপ এর একটি অংশ এবং সারা বিশ্বের অনেক দেশে সম্প্রচার করা হয়ে থাকে। চ্যানেলটি পূর্বের স্টার টিভি চ্যানেল আমব্রেলার একটি অংশ ছিল।[1]
জি সিনেমা | |
---|---|
![]() | |
উদ্বোধন | এপ্রিল ১৯৯৫ |
মালিকানা | ইসেল গ্রুপ (১৫ ডিসেম্বর ১৯৯১-বর্তমান) |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
প্রচারের স্থান | ভারত |
প্রধান কার্যালয় | মুম্বাই, মহারাষ্ট্র |
ওয়েবসাইট | Official Website |
প্রাপ্তিস্থান | |
কৃত্রিম উপগ্রহ | |
স্টারস্যাট টিভি (পূর্বে হিসাবে পরিচিত টপ টিভি) (আরএসএ) | চ্যানেল ১৪৪ |
ক্যানালস্যাট (রিইউনিয়ন) | চ্যানেল ৮৮ |
স্কাই (ইউকে) | চ্যানেল ৭৯০ |
ডিশ নেটওয়ার্ক (ইউএসএ) | চ্যানেল ৭৯০ |
ক্যানালস্যাট মরিস(মরিশাস) | চ্যানেল ৮৮ |
ভিডিওকন ডি২এইচ (ভারত) | চ্যানেল ২০৩ |
কিগনাল ডিজিটাল টিভি (ফিলিপাইন) | Channel TBA |
টাটা স্কাই (ভারত) | চ্যানেল ৩০৭ |
চ্যানেল ৩০৮ এইচডি | |
ক্যাবল | |
স্টারহাব টিভি (সিঙ্গাপুর) | চ্যানেল 130 |
ভার্জিন মিডিয়া (ইউকে) | চ্যানেল ৮১০ |
ইউপিসি (নেদারল্যান্ড) | চ্যানেল ৯১১ |
জিগগো (নেদারল্যান্ড) | চ্যানেল ৬৫৮ |
হ্যাথওয়ে ডিজিটাল কেবল (ভার) | চ্যানেল ৫৪ |
স্কাইক্যবল প্লাটিনাম (ফিলিপাইন) | চ্যানেল ১৪৬ (ডিজিটাল সাবসক্রাইবার) |
ডেসটিনি ক্যাবল (ফিলিপাইন) | চ্যানেল ৮ (ডিজিটাল) |
ক্যাবললিংক (ফিলিপাইন) | শীঘ্রই আসছে |
আইপিটিভি | |
নাও টিভি (হংকং) | চ্যানেল ৭৮১ |
জি সিনেমা ভারতের প্রথম হিন্দি চলচ্চিত্রের চ্যানেল ছিল। চ্যানেলটি ১৯৯৫ সালের এপ্রিল এর শুরুর দিন থেকে এশিয়ার প্রায় সবকটি দেশে, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, আফ্রিকা, মরিশাস এবং আরো অন্যান্য দেশে বসবাসকারী হিন্দি সিনেমার ভক্তদের মধ্যে পৌঁছনোর যথেষ্ট শক্তি অর্জন করেছে। এই চ্যানেলে প্রায় ছয়টি চলচ্চিত্র এবং চলচ্চিত্র ভিত্তিক অনুষ্ঠানমালাসহ অন্যান্য বিভিন্ন ধরনের অনুষ্ঠানমালা ২৪ ঘন্টা ধরে সম্প্রচার করা হয়। জি সিনেমা ভারত জুড়ে কেবল ও স্যাটেলাইট ৭৫% এর বেশি পরিবারে সম্প্রচার করা হয়।
আরও দেখুন
তথ্যসূত্র
- "Star TV sells, Zee consolidates"। domain-b.com। সংগ্রহের তারিখ ২০১২-০৭-১১।