মহারাষ্ট্র
মহারাষ্ট্র (মারাঠিতে: महाराष्ट्र মাহারাষ্ট্রা আ-ধ্ব-ব: [məharaːʂʈrə]) ভারতের পশ্চিম দিকের একটি রাজ্য। রাজ্যের রাজধানীর নাম মুম্বাই।
মহারাষ্ট্র महाराष्ट्र | ||
---|---|---|
ভারতের অঙ্গরাজ্য | ||
| ||
![]() ভারতের মানচিত্রে মহারাষ্ট্রের অবস্থান | ||
স্থানাঙ্ক (মুম্বাই): ১৮.৯৬° উত্তর ৭২.৮৬° পূর্ব | ||
দেশ | ![]() | |
অঞ্চল | পশ্চিম ভারত | |
স্থাপনা | ১ মে ১৯৬০† (মহারাষ্ট্র দিবস) | |
রাজ্যের রাজধানী | মুম্বাই | |
সরকার | ||
• রাজ্যপাল | ভগৎ সিং কোশারি | |
• মুখ্যমন্ত্রী | উদ্ধব ঠাকরে (শিব সেনা) | |
• হাইকোর্ট | বম্বে হাইকোর্ট | |
আয়তন | ||
• মোট | ৩০৭৭১৩ কিমি২ (১১৮৮০৯ বর্গমাইল) | |
এলাকার ক্রম | ৩য় | |
জনসংখ্যা (২০১১)[1] | ||
• মোট | ১১,২৩,৭২,৯৭২ | |
• ক্রম | ২য় | |
• জনঘনত্ব | ৩৭০/কিমি২ (৯৫০/বর্গমাইল) | |
বিশেষণ | মহারাষ্ট্রি | |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+০৫:৩০) | |
আইএসও ৩১৬৬ কোড | ভা-মহা | |
যানবাহন নিবন্ধন | এমএচ-**-**** | |
মাউসূ | ![]() | |
মাউসূ | ১২তম, GDP $২৮৮ বিলিয়ন (২০১৫) অর্থনৈতিক অবস্থান ১ম | |
সাক্ষরতা | ৮২.৯ (৬ষ্ঠ) | |
লিঙ্গানুপাত | ৯২৯ ♀/১০০০ ♂ (২০১১)[3] | |
দাপ্তরিক ভাষা | মারাঠি[4][5] | |
ওয়েবসাইট | www | |
† ব্রিটিশ কালে ও পরের বম্বে রাজ্য (বর্তমান মুম্বাই) ভেঙে বর্তমান মহারাষ্ট্র ও গুজরাট রাজ্য গঠিত হয়েছে। বম্বে রাজ্য বিভজন আইন ১৯৬০[6] |
ইতিহাস
বর্তমান এই রাজ্য পূর্বতন বোম্বে প্রদেশ-এর অন্তর্গত ছিল। ১৯৬০ সালে বোম্বে প্রদেশ বিভাজিত করে মহারাষ্ট্র ও গুজরাট এই দুই রাজ্য প্রতিষ্ঠিত হয়।
ভৌগোলিক অবস্থান
ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।
প্রশাসনিক বিভাগ
মহারাষ্ট্রের জেলাসমূহের তালিকা
মহারাষ্ট্রে ৬ টি বিভাগ রয়েছে। যথা :
কোঙ্কন বিভাগ | নাসিক বিভাগ | পুনে বিভাগ | অমরাবতী বিভাগ | ঔরঙ্গাবাদ বিভাগ | নাগপুর বিভাগ |
---|---|---|---|---|---|
|
|
|
|||
প্রধান শহরসমূহ
মুম্বাই শহরটি ভারতের মোট চারটি মেট্রোপলিটান শহরের মধ্যে একটি। এ রাজ্যের অন্যান্য জনবহূল শহর নাগপুর ও পুনে।
জনপরিসংখ্যান
এই রাজ্য ভারতের দ্বিতীয় জনবহুল রাজ্য (উত্তর প্রদেশ-এর পর)। ভারতের সর্বাধিক নাগরিক বসতি এই রাজ্যে। এই রাজ্যের জনসংখ্যা ১১ কোটির অধিক।
অর্থনীতি
এই রাজ্য আয়কর প্রদানে দেশের মধ্যে সর্বোচ্চ অবদান রাখে। প্রায় ৪.৩ লক্ষ কোটি রুপি আয়কর আদায় হয় এখানথেকে।
শিক্ষাপ্রতিষ্ঠান


ভারতীয় তথ্য প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান
সর্বভারতীয় চিকিৎসাবিজ্ঞান প্রতিষ্ঠান

খেলাধুলা
ক্রিকেট
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ-এ মুম্বই ইন্ডিয়ান্স দল এই রাজ্যের প্রতিনিধিত্ব করে।
পরিবহণ
রেল
মধ্য রেল ও পশ্চিম রেল-এর সদর দপ্তর এই রাজ্যের মুম্বাই শহরে অবস্থিত।
তথ্যসূত্র
- "census of india"। ভারতের জনগণনা,২০১১। ভারত সরকার। ৩১ মার্চ ২০১১। ৩ এপ্রিল ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১১।
- "India Human Development Report 2011" (PDF)। ২৩ ফেব্রুয়ারি ২০১২। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৫।
- "Trivia"। Maharashtra Tourism। মহারাষ্ট্র সরকার। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০০৭।
- "The Maharashtra Official Languages Act, 1964" (PDF)। বম্বে হাইকোর্ট। ২ এপ্রিল ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৫।
- The Bombay Reorganisation Act 1960। সংগ্রহের তারিখ May 2015। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)