ছত্তিশগড়

ছত্তিশগড় (ছত্তিশগড়ি/হিন্দি: छत्तीसगढ़, উচ্চারিত [tʃʰəˈtːiːsɡəɽʱ] (শুনুন); বাংলায় ছত্তিসগড়, ছত্তীসগড় বা ছত্তীশগড় বানানও প্রচলিত) মধ্য ভারতের একটি রাজ্য। ২০০১ সালের ১ নভেম্বর মধ্যপ্রদেশ রাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে স্থিত ষোলোটি ছত্তিশগড়ি-ভাষী জেলা নিয়ে এই রাজ্য স্থাপন করা হয়। রায়পুর এই রাজ্যের রাজধানী। ৫২,১৯৯ বর্গমাইল (১৩৫,১৯৪ বর্গকিলোমিটার) আয়তন বিশিষ্ট এই রাজ্য ভারতের দশম বৃহত্তম রাজ্য।

ছত্তিশগড়
Chhattisgarh

সীলমোহর
ভারতে ছত্তিশগড়ের অবস্থান(লাল রঙে চিহ্নিত)
ছত্তিশগড়ের মানচিত্র
স্থানাঙ্ক (Raipur): ২১.২৭° উত্তর ৮১.৬০° পূর্ব / 21.27; 81.60
দেশ India
এলাকার ক্রম১০ম
জনসংখ্যা
  মোট২,০৭,৯৫,৯৫৬
  ক্রম১৭তম
ওয়েবসাইটhttps://www.chhattisgarh.nic.in
ছত্তিসগড় প্রতীক
ভাষাছত্তিশগড়ি হিন্দির) স্থানীয়/কথ্য ভাষা
প্রাণীবন্য জলমহিষ
পাখিপাহাড়ি ময়না
বৃক্ষসাল অথবা সরাই

ছত্তিশগড় রাজ্যের উত্তর-পশ্চিমে মধ্যপ্রদেশ, পশ্চিমে মহারাষ্ট্র, দক্ষিণে অন্ধ্রপ্রদেশ, পূর্বে ওড়িশা, উত্তর-পূর্বে ঝাড়খণ্ড এবং উত্তরে উত্তরপ্রদেশ রাজ্য অবস্থিত।

পূর্ব হিন্দি ভাষার এক বিশিষ্ট উপভাষা ছত্তিশগড়ি ভাষা এই রাজ্যের প্রধান ভাষা এবং হিন্দির সঙ্গেই রাজ্যের সরকারি ভাষা রূপে স্বীকৃত। এছাড়াও ছত্তিশগড়ে বিভিন্ন উপজাতীয় ও দ্রাবিড়-প্রভাবিত ভাষা ও উপভাষারও চল আছে।

রাজনীতি

মহাসমুন্দ
অজিত যোগী
মুখ্যমন্ত্রীদের প্রতিনিধিকেন্দ্র

ভাষা

২০১১ অনুযায়ী ছত্তিশগঢ়ের ভাষাসমূহ [1]

  ছত্তিশগড়ি (৬২.১০%)
  হিন্দি (১০.৮৩%)
  সরগুজিয়া (৬.৮০%)
  গোণ্ডি (৪.১৯%)
  ওড়িয়া (৩.৫৮%)
  হালবি (২.৭৭%)
  কুরুখ (২.০২%)
  বাংলা (০.৯৫%)
  তেলুগু (০.৬০%)
  মারাঠি (০.৫৬%)
  অন্যান্য (৩.০৭%)

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.