ঝাড়খণ্ড

ঝাড়খণ্ড (সাঁওতালি: ᱡᱷᱟᱨᱠᱷᱚᱸᱰ, হিন্দী:झारखंड, ঝাড়্‌খান্ড্‌, আ-ধ্ব-ব: [dʒʰaːɽkʰəɳɖ]) পূর্ব ভারতের একটি রাজ্য। এর রাজধানীর নাম রাঁচী। এটি বিহারের দক্ষিণাংশ থেকে আলাদা হয়ে ২০০০ সালের ১৫ই নভেম্বর গঠিত হয়েছিল।[3] এই রাজ্য নানা খনিজ সম্পদে পূর্ণ ৷ ঝাড়খণ্ডের পর্যটনকেন্দ্রগুলির মধ্যে বিখ্যাত কয়েকটি হল হলুদপুকুর, রাজমহল, নেতারহাট, হাজারীবাগ, মন্দারগিরি ইত্যাদি৷

ঝাড়খণ্ড
झारखण्ड
ᱡᱷᱟᱨᱠᱷᱚᱸᱰ
ভারতের রাজ্য

সীলমোহর
ভারতের মানচিত্রে ঝাড়খণ্ডের অবস্থান
ঝাড়খণ্ডের মানচিত্র
স্থানাঙ্ক (রাঁচি): ২৩.৩৫° উত্তর ৮৫.৩৩° পূর্ব / 23.35; 85.33
দেশভারত
অঞ্চলপূর্ব ভারত
প্রতিষ্ঠা১৫ নভেম্বর ২০০০
রাজধানীরাঁচি
বৃহত্তম শহরজামশেদপুর
সরকার
  রাজ্যপালদ্রৌপদী মুর্মু
  মুখ্যমন্ত্রীরঘুবর দাস
  বিধানসভাএককক্ষীয় (৮১ আসন)
  লোকসভা কেন্দ্র১৪
  হাইকোর্টঝাড়খণ্ড হাইকোর্ট
আয়তন
  মোট৭৯৭১৪ কিমি (৩০৭৭৮ বর্গমাইল)
এলাকার ক্রম১৫শ
জনসংখ্যা (২০১১)
  মোট৩,২৯,৮৮,১৩৪
  ক্রম১৩শ
  জনঘনত্ব৪১৪/কিমি (১০৭০/বর্গমাইল)
সময় অঞ্চলভা,প্র,স (ইউটিসি+০৫:৩০)
আইএসও ৩১৬৬ কোডIN-JH
মানব উন্নয়ন সূচক ০.৫১৩ (medium)
মানব উন্নয়ন সূচক অনুসারে স্থান২৪শ (২০০৫)
সাক্ষরতা৬৭.৬% (২৫শ)
সরকারি ভাষা[1]হিন্দি, ইংরেজি[2] (দ্বিতীয় ভাষা হিসেবে)
ওয়েবসাইটhttp://www.jharkhand.gov.in/

ইতিহাস

গৌতম কুমার বেরা সহ আন্যান লেখকদের মতে,[5] মগধ সাম্রাজ্যের আগেও ঝাড়খন্ড নামে একটি স্বতন্ত্র ভূ-রাজনৈতিক, সাংস্কৃতিক স্থান ছিল। গৌতম কুমার বেরার বই'য়ে (পৃষ্ঠা ৩৩) হিন্দু মহাকাব্য ভবিশ্য পুরাণের উল্লেখ আছে। আদিবাসী শাসকগণ, যাদের মধ্যে কেউ কেউ আজ পর্যন্ত উল্লেখিত হয় মুন্ডা রাজা উপাধিতে,[6][7] তারা মূলতঃ বড় খামারভূমিগুলির মালিকানার অধিকারী ছিল। [8] প্রায় ৫০০ খ্রিস্টপূর্বাব্দে মহাজনপদের যুগে, ঝাড়খন্ড রাজ্য মগধ, অঙ্গ, বঙ্গ, কালিঙ্গ, কাশী এবং বাজ্জি'র অংশ ছিল।

ব্রিটিশ শাসন

১৭৬৫ সালে এই অঞ্চলটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়ন্ত্রণে আসে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক ঝাড়খণ্ড অঞ্চলে নিপীড়ন ও উপনিবেশীকরণ স্থানীয় জনগণের মধ্যে স্বতঃস্ফুর্ত বিরোধিতার সঞ্চার করেছিল। ১৮৫৭ সালের ভারতে সিপাহী বিদ্রোহের প্রায় একশত বছর আগে, ঝাড়খন্ডের আদিবাসীরা ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বারংবার বিদ্রোহের ধারাবাহিকতা শুরু করেছিল।

১৭৭১ থেকে ১৯০০ সাল পর্যন্ত আদিবাসীরা তাদের জমি রক্ষা করার জন্য ঝাড়খন্ডে জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহ করে। ১৭৭১ সালে রাজমহল পাহাড়ের পাহাড়িয়া নেতা তিলকা মাঞ্জি, জমিদার ও ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রথমবার বিদ্রোহে নেতৃত্ব দেন। তিনি তাঁর অনুগামীদের অকৃতজ্ঞ জমিদারদের চাতুর্য থেকে মুক্ত করে তাদের পূর্বপুরুষদের জমি পুনরুদ্ধার করতে চেয়েছিলেন। ব্রিটিশ সরকার তার সৈন্য প্রেরণ করে এবং তিলকা মাঞ্জির বিদ্রোহ চূর্ণবিচূর্ণ করে। এর পরপরই ১৭৭৯ সালে, ভূমিজ উপজাতিরা মানভূমে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অস্ত্র ধরে। এখন এই স্থানটি পশ্চিমবঙ্গের অন্তর্গত। পালামৌর উপজাতি গোষ্ঠীগুলি এই বিদ্রোহে অংশগ্রহণ করে ছিল।

তারা ১৮০০ খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। সম্ভবত সাত বছর পরে ১৮০৭ সালে, বারওয়েতে ওঁরাও জনজাতি শ্রীনগরের জমিদারকে হত্যা করে। খুব শীঘ্রই বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ে। উপজাতীয় বিদ্রোহগুলি মুন্ডা উপজাতিদের নিকটবর্তী প্রতিবেশী তামর এলাকায় পূর্ব দিকে ছড়িয়ে পড়ে। ১৮১১ এবং ১৮১৩ সালে তারাও বিদ্রোহে জড়িয়ে পড়ে। সিংহভূম অস্থির হচ্ছিল। ১৮২০ সালে খোলা বিদ্রোহ শুরু হয় এবং তারা জমিদার ও ব্রিটিশ সৈন্যদের সঙ্গে দুই বছরের জন্য যুদ্ধ করে। এটি লাকরা কুল রিশিংস ১৮২০-১৮২১ নামে পরিচিত। তারপর ১৮৩২ সালের মহান কোল রিসিংস বা বিদ্রোহী আসেন। এটি প্রথম বড় আদিবাসী বিপ্লব যা ঝাড়খন্ডে ব্রিটিশ প্রশাসনকে ব্যাপকভাবে বিপর্যস্ত করেছিল। জমিদারদের কাছ থেকে উপজাতীয় কৃষককে তাদের উত্তরাধিকারী সম্পত্তি থেকে উৎখাত করার চেষ্টা করার ফলে এটি ঘটেছিল। ১৮৫৫ সালে দুই ভাই সিধু ও কানহুর নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ শুরু হয়।

তারপর ১৮৯৫ সালে বিরসা মুন্ডার বিদ্রোহ,[9] ছড়িয়ে পড়ে এবং ১৯০০ সাল পর্যন্ত চলে। এই বিদ্রোহ মূলতঃ খুনটি, তামর, সারওয়াদা ও বন্দগাঁও এর মুন্ডা অধ্যুষিত অঞ্চলে ছড়িয়েছিল। তার সমর্থকরা লোহারদাগার ওঁরাও, সিসাই ও ব্যারওয়ে অঞ্চল থেকে আকৃষ্ট হন।

স্বাধীনতা-উত্তর সময়

বিভাগ এবং জেলাসমূহ

পালামৌ বিভাগ উত্তর ছোটনাগপুর বিভাগ দক্ষিণ ছোটনাগপুর বিভাগ কোলহান বিভাগ সাঁওতাল পরগনা বিভাগ

প্রধান শহরসমূহ

ঝাড়খণ্ডের বৃহত্তম নগর
(ভারতের ২০১১ সনের আদমশুমারি অনুযায়ী)[10]
স্থাননগরজেলাজনসংখ্যাস্থাননগরজেলাজনসংখ্যা
জামশেদপুর
বোকারো
০১জামশেদপুরপূর্ব সিংভুম১,৩৩৯,৪৩৮০৬ফুসরোবোকারো১৮৫,৫৫৫
০২ধানবাদধানবাদ১,১৯৬,২১৪০৭হাজারিবাগহাজারিবাগ১৫৩,৫৯৫
০৩রাঁচিরাঁচি১,১২০,৩৭৪০৮গিরিডিগিরিডি১৪৩,৬৩০
০৪বোকারো সিটিবোকারো৫৬৪,৩১৯০৯রামগড়রামগড়১৩২,৪২৫
০৫দেওঘরদেওঘর২০৩,১২৩১০মেদিনীনগরপালামৌ১২০,৩২৫

সংস্কৃতি

ধর্ম

এই রাজ্যে বেশকিছু সুপ্রাচীন মন্দির রয়েছে। তারমধ্যে দেওঘর জেলা-র বৈদ্যনাথ মন্দির, রামগড় জেলার ছিন্নমস্তা মন্দির ও রাঁচি জেলার মা দেউড়ি মন্দির প্রসিদ্ধ।

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, হিন্দুধর্ম রাজ্যটির সর্বাধিক ৬৭.৮ শতাংশের পালিত ধর্ম। এর পর আছে ইসলাম ১৪.৫% এবং খ্রিস্টান ৪.৩%। [30] অন্যান্য প্রধান ধর্ম হিসাবে সরনা ধর্ম জনসংখ্যার ১২.৮%। [11]

শিক্ষা প্রতিষ্ঠান

  • IIIT , রাঁচি
  • ভারতীয় ব্যাবস্থাপনা প্রতিষ্ঠান, রাঁচি
  • ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান, ধানবাদ
  • রাষ্ট্রীয় প্রযুক্তি প্রতিষ্ঠান, জামশেদপুর
  • বিড়লা ইন্সটিটিউট অফ টেকনোলজি, মেসরা, রাঁচি

খেলাধুলা

ঝাড়খণ্ডে বিবিধ খেলাধুলা প্রচলিত। রাঁচি শহরের JSCA আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম-এ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এখানে রাঁচি শহরের বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম-এ হকির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হকি ইন্ডিয়া লীগ-এর রাঁচি রেইস দলের ঘরের মাঠও এটি। এখানে জামশেদপুর শহরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স-এ ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। ইন্ডিয়ান সুপার লীগ-এর জামশেদপুর এফসি দলের ঘরের মাঠ এটি।

তথ্যসূত্র

  1. "Languages of Jharkhand"। ১৫ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৯
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৬ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৬
  3. "Jharkhand – At a Glance"
  4. ORGI। "Census of India Website : Office of the Registrar General & Census Commissioner, India"www.censusindia.gov.in। সংগ্রহের তারিখ ২০১৮-০৮-১৬
  5. Gautam Kumar Bera (২০০৮)। The unrest axle: ethno-social movements in Eastern India। Mittal Publications। পৃষ্ঠা 32–35। আইএসবিএন 978-81-8324-145-8।
  6. "Munda Rajas"। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৩
  7. "Arjun Munda unveils ancient tribal Raja's statue in Pithoria"jharkhandstatenews। ৬ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৭
  8. J.B. Hoffmann (১৯৮৪)। A missionary social worker in India। Editrice Pontificia Università Gregoriana। পৃষ্ঠা 54। আইএসবিএন 978-88-7652-539-1।
  9. Birsa Munda and His Movement 1874–1901: A Study of a Millenarian Movement in Chotanagpur, by Kumar Suresh Singh. Oxford University Press, 1983
  10. "Jharkhand"। Office of the Registrar General and Census Commissioner। ১৮ মার্চ ২০০৭। সংগ্রহের তারিখ ২০০৮-০৭-২৩
  11. "In Jharkhand's Singhbhum, religion census deepens divide among tribals"The Times of India। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.