মেঘালয়
মেঘালয় (ইংরেজি: Meghalaya) ভারতের উত্তর-পূর্ব ভারতের একটি রাজ্য। এই রাজ্যের উত্তর ও পূর্ব দিকে আসাম রাজ্য এবং দক্ষিণ ও পশ্চিম দিকে বাংলাদেশ রাষ্ট্র অবস্থিত। মেঘালয়ের রাজধানী শিলং।
মেঘালয় Meghalaya | ||
---|---|---|
রাজ্য | ||
সপ্তভগ্নি জলপ্রপাত, চেরাপুঞ্জি | ||
| ||
![]() ভারতে মেঘালয়ের অবস্থান (লাল) | ||
![]() মেঘালয়ের মানচিত্র | ||
দেশ | ![]() | |
দেশাঞ্চল | উত্তর-পূর্ব ভারত | |
স্থাপনকাল | ২১ জানুয়ারি ১৯৭২ † | |
রাজধানী | শিলং | |
বৃহত্তম শহর | শিলং | |
জেলা | তালিকা
| |
সরকার | ||
• গভর্নর | ভি. শংমুগনাথন | |
• মুখ্যমন্ত্রী | মুকুল সাংমা (কংগ্রেস) | |
• Legislature | যুক্তকক্ষ (৬০টি আসন) | |
• সংসদীয় আসন | রাজ্যসভা ১ লোকসভা ২ | |
• ভারতে উচ্চ আদালত | মেঘালয় উচ্চ আদালত | |
আয়তন | ||
• মোট | ২২৪২৯ কিমি২ (৮৬৬০ বর্গমাইল) | |
এলাকার ক্রম | ২২তম | |
জনসংখ্যা (২০১১) | ||
• মোট | ২৯,৬৪,০০৭ | |
• ক্রম | ২৩তম[1] | |
• জনঘনত্ব | ১৩০/কিমি২ (৩৪০/বর্গমাইল) | |
সময় অঞ্চল | ভাপ্রস (ইউটিসি+০৫:৩০) | |
আইএসও ৩১৬৬ কোড | IN-ML | |
মাউসু | ![]() | |
মাউসু ক্রম | ১৯তম (২০০৫) | |
সাক্ষরতাহার | ৭৫.৮৪% (২৪তম)[1] | |
দাপ্তরিক ভাষা | ইংরেজি,[2] "খাসি ও গারো (সহযোগী ভাষা)" | |
ওয়েবসাইট | মেঘালয় সরকার | |
† It received the status of a full-fledged State in 1971 by the North-Eastern Areas (Reorganisation) Act 1971 |
ভূগোল
মেঘালয় উত্তর-পূর্ব ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলির অন্যতম । মেঘালয়ে অনেক নদী রয়েছে । এদের অধিকাংশই বৃষ্টিনির্ভর ও মৌসুমি হয় । মালভূমির টিলাগুলোর উচ্চতা ১৫০ মিটার ( ৪৯০ ফুট) থেকে ১৯৬১ মিটার ( ৬৪৩৪ ফুট) রেঞ্জের।
রাজনীতি
১৯৭০ সালে রাজ্যের গঠনের পর প্রারম্ভিক ১১ বছর অল পার্টি হিল লিডার্স কনফারেন্স দল ক্ষমতায় থাকে। তারপর বিভিন্ন মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রায় ৩৭ বছর ধরে ভারতীয় জাতীয় কংগ্রেস বেশিরভাগ সময় ক্ষমতায় রয়েছে।
রাজ্যে ২টি লোকসভা আসন রয়েছে। একটি শিলং ও অপরটি তুরা। শিলং আসনটি ১৯৮৯ সাল থেকে ভারতীয় জাতীয় কংগ্রেস-এর দখলে রয়েছে। তুরা আসনটি ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন এনডিএ-এর অন্যতম শরিক ন্যাশনাল পিপলস পার্টির দখলে রয়েছে।
২০১৩ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস জোট সরকার গঠন করে। ২০১৮-য় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
জনসংখ্যার উপাত্ত
২০১৬ সালের তথ্যানুসারে জনসংখ্যা প্রায় ৩,২১১,৪৭৪ জন।[3]
ভাষা
ধর্ম
মেঘালয় ভারতের তিনটি খ্রিষ্টান সংখ্যাগরিষ্ঠ রাজ্যের মধ্যে একটি।
১৮৩০ সালে বাপিস্ট ধর্মপ্রচারকরা এখানে খুব সক্রিয় হয়ে ওঠে। সেই সময় উপজাতিদের মধ্যে খ্রিস্ট ধর্ম ছড়িয়ে পরে। রাজ্যের ৭৫% মানুষ খ্রিস্টধর্মের অনুগামী।
জেলাসমূহ

মেঘালয়ে সাম্প্রতিককালে ১১টি জেলা রয়েছে।[6] সেগুলো হচ্ছেঃ
জৈন্তিয়া পাহাড়:
- পশ্চিম জৈন্তিয়া পাহাড় জেলা (জাওয়াই)
- পূর্ব জৈন্তিয়া পাহাড় জেলা (Khliehriat)
খাসি পাহাড় বিভাগ:
- পূর্ব খাসি পাহাড় জেলা (শিলং)
- পশ্চিম খাসি পাহাড় জেলা (নংস্তৈন)
- দক্ষিণ পশ্চিম খাসি পাহাড় জেলা (Mawkyrwat)
- রী ভোঈ জেলা (নংপো)
গারো পাহাড় বিভাগ:
শিক্ষা ব্যবস্থা
কারিগরি
- ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, শিলং
ব্যাবস্থাপনা
- রাজীব গান্ধী ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, শিলং
অন্যান্য
পরিবহণ
পর্বত সংকুল হওয়ায় এই রাজ্যে ভালো পরিবহন ব্যবস্থা গড়ে ওঠেনি।
আকাশপথে
শিলং বিমানবন্দর রাজ্যের প্রধান ও বৃহত্তম বিমানবন্দর। এর রানওয়ে মাত্র ১.৮ কিমি লম্বা।
রেলপথে
বর্তমানে আসাম সীমান্তবর্তী রাজ্যের উত্তর পশ্চিমে উত্তর গারো পাহাড় জেলা-র মেন্দিপাথর পর্যন্ত রেলপথ বিস্তৃত হয়েছে।
তথ্যসূত্র
- "List of states with Population, Sex Ratio and Literacy Census 2011"। Census2011.co.in। সংগ্রহের তারিখ ২০১২-১১-০৯।
- "Report of the Commissioner for linguistic minorities: 47th report (July 2008 to June 2010)" (PDF)। Commissioner for Linguistic Minorities, Ministry of Minority Affairs, Government of India। পৃষ্ঠা 122–126। ১৩ মে ২০১২ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১২।
- "Fact sheet on meghalaya" (PDF)। ১০ মার্চ ২০১৪। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা (PDF)। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৪।
- ORGI। "C-16: Population by Mother Tongue"। www.censusindia.gov.in। Office of the Registrar General & Census Commissioner, India। সংগ্রহের তারিখ ২০১৮-০৭-১০।
- "Population by religion community - 2011"। Census of India, 2011। The Registrar General & Census Commissioner, India। ২৫ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- Districts of Meghalaya ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৭ জুন ২০১৪ তারিখে Government of Meghalaya