চেরাপুঞ্জি
চেরাপুঞ্জি ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড় জেলার একটি শহর। চেরাপুঞ্জিকে বাংলায় বলা যায় কমলা দ্বীপ, এর নামের অর্থ অনুসরণ করেই। কমলা ছাড়া এখানে আর আছে প্রচুর পান-সুপারির গাছ।
চেরাপুঞ্জি শোহরা | |
---|---|
নগর | |
![]() চেরাপুঞ্জি পূর্বে সর্বোচ্চ বৃষ্টিপাতের একাধিক বার রেকর্ড করেছে | |
ডাকনাম: কমলা দ্বীপ | |
![]() ![]() চেরাপুঞ্জি | |
স্থানাঙ্ক: ২৫.৩° উত্তর ৯১.৭° পূর্ব | |
দেশ | ![]() |
প্রদেশ | মেঘালয় |
জেলা | পূর্ব খাসি পাহাড় জেলা |
উচ্চতা | ১৪৮৪ মিটার (৪৮৬৯ ফুট) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৪,৮১৬ |
• জনঘনত্ব | ৩৯৭/কিমি২ (১০৩০/বর্গমাইল) |
ভাষা | |
• দাপ্তরিক | খাসি |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
টেলিফোন কোড | ০৩৬৩৭ |
Precipitation | ১১,৭৭৭ মিলিমিটার (৪৬৩.৭ ইঞ্চি) |
ওয়েবসাইট | http://cherrapunjee.gov.in/ |
ভৌগলিক অবস্থান
চেরাপুঞ্জির অবস্থান 25.30°N 91.70°E. এর গড় উচ্চতা ১৪৮৪ মিটার। খাসি পাহাড়ের দক্ষিণে একটি মালভূমির উপর এটি অবস্থিত। পাশেই রয়েছে বাংলাদেশের সমতল ভূমি। মালভূমিটি চারিপাশের সমতল থেকে গড়ে ৬০০ মিটার উঁচু। অতিরিক্ত বৃষ্টিপাত এবং বৃক্ষ কর্তনের ফলে মালভূমির মাটি বেশ দূর্বল।
জনসংখ্যার উপাত্ত
ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে চেরাপুঞ্জি শহরের জনসংখ্যা হল ১০,০৮৬ জন।[1] এর মধ্যে পুরুষ ৪৯% এবং নারী ৫১%। এই শহরের জনসংখ্যার ১৯% হল ৬ বছর বা তার কম বয়সী।
এখানে সাক্ষরতার হার ৭৪%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭৪% এবং নারীদের মধ্যে এই হার ৭৪%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে চেরাপুঞ্জি এর সাক্ষরতার হার বেশি।
তথ্যসূত্র
- "ভারতের ২০০১ সালের আদমশুমারি" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ অক্টোবর ১, ২০০৬।