গিরিডি জেলা

গিরিডি জেলা পূর্ব ভারতে অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যের ২৪ টি জেলার একটি৷ ২০ অগ্রহায়ণ ১৩৭৯ বঙ্গাব্দে (৬ই ডিসেম্বর ১৯৭২ খ্রিষ্টাব্দে) হাজারিবাগ জেলা ভেঙে গিরিডি জেলা গঠন করা হয়৷ ১৭ই চৈত্র ১৩৯৭ বঙ্গাব্দে(১লা এপ্রিল ১৯৯১ খ্রিষ্টাব্দ) আবার গিরিডি জেলা খন্ডিত করে উত্তর অংশটি নিয়ে নতুন জেলাটি গঠিত হয়৷ জেলাটি ঝাড়খণ্ডের উত্তরে অবস্থিত উত্তর ছোটনাগপুর বিভাগের অন্তর্গত৷ জেলাটির জেলাসদর গিরিডি শহরে অবস্থিত এবং গিরিডি মহকুমা, খোরিমহুয়া মহকুমা, সরিয়া মহকুমাডুমরী মহকুমা নিয়ে গঠিত৷

গিরিডি জেলা
ঝাড়খণ্ডের জেলা
ঝাড়খণ্ডে গিরিডির অবস্থান
দেশভারত
রাজ্যঝাড়খণ্ড
প্রশাসনিক বিভাগউত্তর ছোটনাগপুর বিভাগ
সদরদপ্তরগিরিডি
তহশিল১৩
সরকার
  বিধানসভা আসন
আয়তন
  মোট৪৯৬২ কিমি (১৯১৬ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট২৪,৪৫,৪৭৪
  জনঘনত্ব৪৯০/কিমি (১৩০০/বর্গমাইল)
  পৌর এলাকা৬.৪১
জনতাত্ত্বিক
  সাক্ষরতা৬৩.১৪ শতাংশ
  লিঙ্গানুপাত৯৪৪
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট

নামকরণ

গিরিডি জেলাটি পর্বতসঙ্কুল৷ প্রচুর পর্বতের অরস্থিনের জন্য জেলাটির নাম গিরিডি৷ 'গিরি' শব্দের অর্থ পর্বত আবার 'ডি' বা 'ডিহ'[1] শব্দটি একটি ফারসী শব্দ যার অর্থ গ্রাম৷

ইতিহাস

ঐতিহাসিক আন্দোলন

ভূপ্রকৃৃতি

অর্থনীতি

অবস্থান

জেলাটির উত্তরে বিহার রাজ্যের নওয়াদা জেলাজেলাটির উত্তর পূর্বে(ঈশান) বিহার রাজ্যের জামুই জেলাজেলাটির পূর্বে পশ্চিমবঙ্গ রাজ্যের দেওঘর জেলাজেলাটির দক্ষিণ পূর্বে(অগ্নি) পশ্চিমবঙ্গ রাজ্যের জামতাড়া জেলাজেলাটির দক্ষিণে ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলাজেলাটির দক্ষিণ পশ্চিমে(নৈঋত) ঝাড়খণ্ড রাজ্যের বোকারো জেলাজেলাটির পশ্চিমে ঝাড়খণ্ড রাজ্যের হাজারিবাগ জেলাজেলাটির উত্তর পশ্চিমে(বায়ু) ঝাড়খণ্ড রাজ্যের কোডারমা জেলা[2]

জেলাটির আয়তন ৪৯৬২ বর্গ কিমি৷ রাজ্যের জেলায়তনভিত্তিক ক্রমাঙ্ক ২৪ টি জেলার মধ্যে তম৷ জেলার আয়তনের অনুপাত ঝাড়খণ্ড রাজ্যের ৬.২৩%৷

ভাষা

গিরিডি জেলায় প্রচলিত ভাষাসমূহের পাইচিত্র তালিকা নিম্নরূপ -

২০১১ অনুযায়ী গিরিডি জেলার ভাষাসমূহ[3]

  খোরঠা (৬৮.৭১%)
  হিন্দী (১৩.৭৭%)
  সাঁওতালি (৮.৯৯%)
  উর্দু (৭.৪৭%)
  অন্যান্য (১.০৭%)

ধর্ম

জনসংখ্যার উপাত্ত

মোট জনসংখ্যা ১৯০৪৪৩০(২০০১ জনগণনা) ও ২৪৪৫৪৭৪(২০১১ জনগণনা)৷ রাজ্যে জনসংখ্যাভিত্তিক ক্রমাঙ্ক ২৪ টি জেলার মধ্যে ৩য়৷ ঝাড়খণ্ড রাজ্যের ৭.৪১% লোক গিরিডি জেলাতে বাস করেন৷ জেলার জনঘনত্ব ২০০১ সালে ৩৮৪ ছিলো এবং ২০১১ সালে তা বৃদ্ধি পেয়ে ৪৯৩ হয়েছে জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ২০০১-২০১১ সালের মধ্যে জনসংখ্যা বৃৃদ্ধির হার ২৮.৪১% , যা ১৯৯১-২০১১ সালের ২৭.২৮% বৃদ্ধির হারের থেকে বেশি৷ জেলাটিতে লিঙ্গানুপাত ২০১১ অনুযায়ী ৯২২(সমগ্র) এবং শিশু(০-৬ বৎ) লিঙ্গানুপাত ৯২৩৷[4]

নদনদী

পরিবহন ও যোগাযোগ

পর্যটন ও দর্শনীয় স্থান

ঐতিহ্য ও সংস্কৃৃতি

শিক্ষা

জেলাটির স্বাক্ষরতা হার ৪৪.৫০%(২০০১) তথা ৬৩.১৪%(২০১১)৷ পুরুষ স্বাক্ষরতার হার ৬২.০৯%(২০০১) তথা ৭৬.৭৬%(২০১১)৷ নারী স্বাক্ষরতার হার ২৬.৬২%(২০০১) তথা ৪৮.৭২% (২০১১)৷ জেলাটিতে শিশুর অনুপাত সমগ্র জনসংখ্যার ১৮.৮০৷https://www.census2011.co.in/census/district/99-giridih.html

প্রশাসনিক বিভাগ

সীমান্ত

বিশিষ্ট ব্যাক্তিবর্গ

তথ্যসুত্র

  1. https://dailypraptiprosongo.com/2896-Title-অর্জুনপাড়া-ইতিহাস-পর্যালোচনা
  2. https://www.mapsofindia.com/maps/jharkhand/tehsil/giridih.html%5B%5D
  3. http://www.censusindia.gov.in/2011census/C-16.html
  4. https://www.census2011.co.in/census/district/99-giridih.html
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.