মানব লিঙ্গানুপাত

মানব লিঙ্গানুপাত বলতে নির্দিষ্ট কোনএক ভৌগোলিক এলাকার নারী জনসংখ্যা ও পুরুষ জনসংখ্যার অনুপাত কে বঝায়।

মানচিত্রে রাষ্ট্র অনুসারে মানব লিঙ্গানুপাত দর্শাচ্ছে।[1]
  মহিলা সংখ্যাগরিষ্ঠতা যুক্ত রাষ্ট্র
  প্রায় সমান সংখ্যক নারি ও পুরুষ যুক্ত রাষ্ট্র
  পুরুষ সংখ্যাগরিষ্ঠতা যুক্ত রাষ্ট্র
  তথ্য অনুপলব্ধ
রাষ্ট্রের মোট জনসংখ্যার ভিত্তিক মানব লিঙ্গানুপাত। নীল দ্বারা সারাবিশ্বের গড় মানব লিঙ্গানুপাতের চাইতে নারী সংখ্যাগরিষ্ঠ এবং লাল দবারা পুরুষ সংখ্যাগরিষ্ঠ বোঝানো হয়েছে।
বিঃদ্রঃ - সারাবিশ্বের গড় মানব লিঙ্গানুপাত প্রতি ১.০১ জন পুরুষে ১.০০ জন নারি।
মানচিত্রে ১৫ বছরের কম বয়স্কদে লুঙ্গানুপাত দেখাচ্ছে। নীল দ্বার আবারো সারাবিশ্বের গড় মানব লিঙ্গানুপাতের চাইতে নারী সংখ্যাগরিষ্ঠ, লাল দ্বারা পুরুষ সংখ্যাগরিষ্ঠ বোঝানো হয়েছে।
দ্রষ্টব্য:- সারাবিশ্বের গড় মানব লিঙ্গানুপাত (১৫ নিম্ন) প্রতি ১.০৬ জন পুরুষে ১.০০ জন নারী।
৬৫ বছরের বেশি বয়স্কদের মধ্যে লিঙ্গানুপাত। এবারও নীল দ্বারা সারাবিশ্বের গড় ৃাননব লিঙ্গানুপাতের চাইতে নারী সংখ্যাগরিষ্, এবং লাল দ্বারা পুরুষ সংখ্যাগরিষ্ঠ বোঝানো হচ্ছে।
সারাবিশ্বের গড় মানব লিঙ্গানুপাত (৬৫ উর্দ্ধ) প্রতি ০.৭৯ জন পুরুষে ১.০০ জন নারী

তথ্যসূত্র

  1. Data from the CIA World Factbook . Map compiled in 2006.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.