দেওঘর জেলা

দেওঘর জেলা (হিন্দি: देवघर जिला) হল ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ২৪টি জেলার অন্যতম। এই জেলার সদর শহর হল দেওঘর। এই জেলা সাঁওতাল পরগনা বিভাগের অংশ। ১৯৮৩ সালের ১ জুনা সাবেক সাঁওতাল পরগনা জেলার দেওঘর মহকুমাটিকে জেলায় উন্নীত করা হয়। বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ এই জেলায় অবস্থিত।

দেওঘর জেলা জেলা
देवघर जिला
ঝাড়খণ্ডের জেলা
ঝাড়খণ্ডে দেওঘর জেলার অবস্থান
দেশভারত
রাজ্যঝাড়খণ্ড
প্রশাসনিক বিভাগসাঁওতাল পরগনা বিভাগ
সদরদপ্তরদেওঘর
সরকার
  লোকসভা কেন্দ্রদুমকা লোকসভা কেন্দ্র, গোড্ডা লোকসভা কেন্দ্র
  বিধানসভা আসন
আয়তন
  মোট২৪৭৮.৬১ কিমি (৯৫৭.০০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট১৪,৯১,৮৭৯
  জনঘনত্ব৬০০/কিমি (১৬০০/বর্গমাইল)
জনতাত্ত্বিক
  সাক্ষরতা৬৬.৩৪%
  লিঙ্গানুপাত৯২১
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট

ভূগোল

দেওঘর জেলাটি জঙ্গল ও পাহাড়ে আকীর্ণ। উচ্চভূমি অঞ্চলে চাষবাস হয়। জেলার জমি উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ-পূর্বে ঢালু। অজয় নদ এই জেলার অন্যতম প্রধান নদী।

দেওঘর, মাধুপুর, জামুয়া, চরাকমারা, পালোজোরি, দেবীপুর, সারওয়ান, সারাথ, কারোন, মোহানপুর, রোহনি, বাবানগাউয়া, ঘোরলাশ, জসিডি, কোরিডি, রাইডি এই জেলার উল্লেখযোগ্য শহর।[1]

জেলায় গ্রীষ্মে খুব গরম পড়ে। বর্ষায় বৃষ্টিও প্রচুর হয়। শীতকাল শুষ্ক ও খুব ঠান্ডা থাকে।

অর্থনীতি

২০০৬ সালে ভারত সরকার ২৫০টি সবচেয়ে অনগ্রসর জেলার তালিকায় দেওঘরকে অন্তর্ভুক্ত করে।[2] ঝাড়খণ্ডের যে ২১টি জেলা অনগ্রসর অঞ্চল অনুদান তহবিল কর্মসূচির অধীনে অনুদান পায়, দেওঘর জেলা তার মধ্যে অন্যতম।[2]

বিভাগ

এই জেলা দশটি ব্লকে বিভক্ত: দেওঘর জেলা দেওঘর সদর, মোহানপুর, সারাওয়ান, সারাথ, পালোজোরি, মধুপুর, কারোন, সোনারাই থারি, দেবীপুর, মারগোমন্ডপ ও বাঘমারি।

জেলায় তিনটি বিধানসভা কেন্দ্র আছে: মধুপুর, সারাথ ও দেওঘর। মধুপুর ও দেওঘর গোড্ডা লোকসভা কেন্দ্র এবং সারাথ দুমকা লোকসভা কেন্দ্রের অংশ।

জনপরিসংখ্যান

২০১১ সালের জনগণনা অনুসারে, দেওঘর জেলার জনসংখ্যা ১,৪৯১,৮৭৯।[3] এই জনসংখ্যা গাবোন রাষ্ট্র[4] বা মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের প্রায় সমান।[5] ভারতের ৬৪০টি জেলার মধ্যে জনসংখ্যার হিসেবে এই জেলার স্থান ৩৩৭তম।[3] এই জেলার জনঘনত্ব ৬০২ জন প্রতি বর্গকিলোমিটার (১,৫৬০ জন/বর্গমাইল)[3] ২০০১-২০১১ দশকে জনসংখ্যা বৃদ্ধির হার ২৮.০২%।[3] দেওঘর জেলার লিঙ্গানুপাতের হার প্রতি ১০০০ পুরুষে ৯২১ জন নারী।[3] জেলার সাক্ষরতার হার ৬৬.৩৪% [3]

ভাষা

দেওঘর জেলায় প্রচলিত ভাষাসমূহের পাইচিত্র তালিকা নিম্নরূপ -

২০১১ অনুযায়ী দেওঘর জেলার ভাষাসমূহ[6]

  খোরঠা (৬৫.৩৯%)
  হিন্দী (১৪.৪১%)
  সাঁওতালি (৯.৮৩%)
  উর্দু (৬.৭১%)
  বাংলা (২.১৯%)
  অন্যান্য (১.৪৭%)

পাদটীকা

  1. "Districts in Deoghar"
  2. Ministry of Panchayati Raj (৮ সেপ্টেম্বর ২০০৯)। "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF)। National Institute of Rural Development। ৫ এপ্রিল ২০১২ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১১
  3. "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১
  4. US Directorate of Intelligence। "Country Comparison:Population"। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১১Gabon 1,576,665 line feed character in |উক্তি= at position 6 (সাহায্য)
  5. "2010 Resident Population Data"। U. S. Census Bureau। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১Hawaii 1,360,301 line feed character in |উক্তি= at position 7 (সাহায্য)
  6. http://www.censusindia.gov.in/2011census/C-16.html

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.