গুমলা জেলা

পূর্ব ভারতে অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যের ২৪ টি জেলার একটি গুমলা জেলা৷ ১লা জ্যৈষ্ঠ ১৩৯০ বঙ্গাব্দে (১৬ই মে ১৯৮৩ খ্রিষ্টাব্দে) পুর্বতন রাঁচি জেলা ভেঙে গুমলা জেলা গঠন করা হয়৷ ১৬ই বৈশাখ ১৪০৮ বঙ্গাব্দে(৩০ এপ্রিল ২০০১ খ্রিষ্টাব্দ) আবার খন্ডিত করে উত্তর অংশ নিয়ে নতুন গুমলা জেলাটি গঠিত হয়৷ জেলাটি ঝাড়খণ্ডের দক্ষিণে অবস্থিত দক্ষিণ ছোটনাগপুর বিভাগের অন্তর্গত৷ জেলাটির জেলাসদর গুমলা শহরে অবস্থিত এবং গুমলা মহকুমা, বাসিয়া মহকুমাচৈনপুর মহকুমা নিয়ে গঠিত৷

গুমলা জেলা
ঝাড়খণ্ডের জেলা
ঝাড়খণ্ডে গুমলার অবস্থান
দেশভারত
রাজ্যঝাড়খণ্ড
প্রশাসনিক বিভাগদক্ষিণ ছোটনাগপুর বিভাগ
সদরদপ্তরগুমলা
তহশিল১২
আয়তন
  মোট৫৩৬০ কিমি (২০৭০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট১০,২৫,২১৩
  জনঘনত্ব১৯০/কিমি (৫০০/বর্গমাইল)
জনতাত্ত্বিক
  সাক্ষরতা৬৫.৭৩ শতাংশ
  লিঙ্গানুপাত৯৬৩
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট

নামকরণ

বহুপুর্ব থেকেই গুমলা অঞ্চলটি মেলা ও হাটের জন্য পরিচিত৷ স্থানীয়দের মতে দুটি হিন্দী-সংস্কৃৃত শব্দ 'গো' এবং 'মেলা' থেকেই গুমলা নামটি এসেছে৷ অপরদিকে, মুন্ডারি ভাষাতে চাল প্রস্তুতিকরণ প্রক্রিয়াকে 'গুমলা' বলা হয়৷[1]

ইতিহাস

ঐতিহাসিক আন্দোলন

ভূপ্রকৃৃতি

অর্থনীতি

অবস্থান

জেলাটির উত্তরে ঝাড়খণ্ড রাজ্যের লোহারদাগা জেলাজেলাটির উত্তর পূর্বে(ঈশান) ঝাড়খণ্ড রাজ্যের লোহারদাগা জেলাজেলাটির পূর্বে ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি জেলাজেলাটির দক্ষিণ পূর্বে(অগ্নি) ঝাড়খণ্ড রাজ্যের খুঁটি জেলাজেলাটির দক্ষিণে ঝাড়খণ্ড রাজ্যের সিমডেগা জেলাজেলাটির দক্ষিণ পশ্চিমে(নৈঋত) ছত্তীসগঢ় রাজ্যের জশপুর জেলাজেলাটির পশ্চিমে ছত্তীসগঢ় রাজ্যের বলরামপুর জেলাজেলাটির উত্তর পশ্চিমে(বায়ু) ঝাড়খণ্ড রাজ্যের লাতেহার জেলা[2]

জেলাটির আয়তন ৫৩৬০ বর্গ কিমি৷ রাজ্যের জেলায়তনভিত্তিক ক্রমাঙ্ক ২৪ টি জেলার মধ্যে তম৷ জেলার আয়তনের অনুপাত ঝাড়খণ্ড রাজ্যের ৬.৭৩%৷

ভাষা

গুমলা জেলায় প্রচলিত ভাষাসমূহের পাইচিত্র তালিকা নিম্নরূপ -

২০১১ অনুযায়ী গুমলা জেলার ভাষাসমূহ[3]

  নাগপুরি-সাদরি (৫০.৭৬%)
  কুরুখ/ওরাওঁ (২৯.৬১%)
  হিন্দী (৭.২১%)
  মুন্ডারি (৪.৮৪%)
  খারিয়া (৩.৭৩%)
  উর্দু (২.৩১%)
  অন্যান্য (১.৫৪%)

ধর্ম

জনসংখ্যার উপাত্ত

মোট জনসংখ্যা ৮৩২৪৪৭(২০০১ জনগণনা) ও ১০২৫২১৩(২০১১ জনগণনা)৷ রাজ্যে জনসংখ্যাভিত্তিক ক্রমাঙ্ক ২৪ টি জেলার মধ্যে ১৬তম৷ ঝাড়খণ্ড রাজ্যের ৩.১১% লোক গুমলা জেলাতে বাস করেন৷ জেলার জনঘনত্ব ২০০১ সালে ১৫৫ ছিলো এবং ২০১১ সালে তা বৃদ্ধি পেয়ে ১৯১ হয়েছে জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ২০০১-২০১১ সালের মধ্যে জনসংখ্যা বৃৃদ্ধির হার ২৩.১৬% , যা ১৯৯১-২০১১ সালের ১৭.৬৫% বৃদ্ধির হারের থেকে বেশি৷ জেলাটিতে লিঙ্গানুপাত ২০১১ অনুযায়ী ৯৯৩(সমগ্র) এবং শিশু(০-৬ বৎ) লিঙ্গানুপাত ৯৬৩৷[4]

নদনদী

পরিবহন ও যোগাযোগ

পর্যটন ও দর্শনীয় স্থান

ঐতিহ্য ও সংস্কৃতি

শিক্ষা

জেলাটির স্বাক্ষরতা হার ৫০.৯৪%(২০০১) তথা ৬৫.৭৩%(২০১১)৷ পুরুষ স্বাক্ষরতার হার ৬৩.৩৬%(২০০১) তথা ৭৫.৫৫%(২০১১)৷ নারী স্বাক্ষরতার হার ৩৮.৪০%(২০০১) তথা ৫৫.৯০% (২০১১)৷ জেলাটিতে শিশুর অনুপাত সমগ্র জনসংখ্যার ১৬.৬৭%৷[4]

প্রশাসনিক বিভাগ

সীমান্ত

বিশিষ্ট ব্যক্তিবর্গ

তথ্যসূত্র

বহিঃসংযোগ

  1. https://gumla.nic.in/about-district/
  2. https://www.mapsofindia.com/maps/jharkhand/tehsil/gumla.html
  3. http://www.censusindia.gov.in/2011census/C-16.html
  4. https://www.census2011.co.in/census/district/101-gumla.html
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.