পালামৌ জেলা

পলামু বা পালামৌ ভারতের ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্গত একটি জেলা।

পালামৌ জেলা
पलामू जिला
ঝাড়খণ্ডের জেলা
ঝাড়খণ্ডে পালামৌর অবস্থান
দেশভারত
রাজ্যঝাড়খণ্ড
প্রশাসনিক বিভাগপালামৌ
সদরদপ্তরডাল্টনগঞ্জ
সরকার
  লোকসভা কেন্দ্র১. পালামৌ, ২. ছত্র
  বিধানসভা আসন
আয়তন
  মোট৫০৪৪ কিমি (১৯৪৭ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট১৯,৩৬,৩১৯
  জনঘনত্ব৩৮০/কিমি (৯৯০/বর্গমাইল)
  পৌর এলাকা০৬.৪৪
জনতাত্ত্বিক
  সাক্ষরতা৬৫.৫%
  লিঙ্গানুপাত৯২৯
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট

ভূগোল

জাতীয় সুরক্ষিত এলাকা

বেটলা জাতীয় উদ্যান

অর্থনীতি

পালামৌ দেশের পিছিয়েপরা জেলাগুলির মধে ২৫০ তম(মোট ৬৪০ টি জেলার মধে)|পালামৌর ডাল্টগনজে কয়লা খনি রয়েছে ফলে এখানে কয়লা খনি ভিত্তিক শিল্প গড়েউঠেছে|

জনসংখ্যার উপাত্ত

ভাষা

পালামৌ জেলায় আশুরি ভাষাতে কথা বলে ৭০০০ জন। জেলাটির ভাষাসমূহের পাইচিত্রটি নিম্নরূপ- পালামৌ জেলায় প্রচলিত ভাষাসমূহের পাইচিত্র তালিকা নিম্নরূপ -

<div style="border:solid transparent;position:absolute;width:100px;line-height:0;

২০১১ অনুযায়ী পালামৌ জেলার ভাষাসমূহ[1]

  হিন্দী (৯০.৪৫%)
  উর্দু (৬.৮৭%)
  পালমুহা (১.১৫%)
  কুরুখ/ওরাওঁ (০.৮২%)
  অন্যান্য (০.৭১%)

উদ্ভিদকুল ও প্রাণিকুল

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.