কুরুখ ভাষা

কুরুখ /ˈkʊrʊx/[3] ( কুরুক্স এবং ওঁরাও বা উরাও;[4] নামে পরিচিত) দেবনাগরী: कुड़ुख़) হচ্ছে একটি দ্রাবিড় ভাষা, ওঁরাও এবং কিশান জনগোষ্ঠী এই ভাষায় কথা বলে। বাংলাদেশের উত্তরাংশে, ভারতের উড়িষ্যা, বিহার, ঝাড়খন্ড, মধ্য প্রদেশ, ছত্রিশগড়, পশ্চিমবঙ্গে, নেপাল এবং ভুটানে এই ভাষাভাষী জনগোষ্ঠী আছে। নেপালের ধানগড় নামে এই ভাষার একটি উপভাষা আছে। ব্রাহুই ভাষা এবং পাহাড়িয়া ভাষার সাথে এই ভাষার মিল লক্ষ্য করা যায়।

কুরুখ
কুরুক্স, ওঁরাও
कुड़ुख़
দেশোদ্ভববাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান
অঞ্চলউড়িষ্যা
জাতিতত্ত্বকুরুখ জনগোষ্ঠী
মাতৃভাষী
২.০ million (2001 census)[1]
দ্রাবিড়
  • উত্তর দ্রাবিড়ীয়
    • কুরুখ মালতো
      • কুরুখ
উপভাষাসমূহ
  • ওঁরাও
  • কিশান জনগোষ্ঠী
  • ধানগড়
তোলঙ সিকি, দেবনাগরী লিপি
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-২ক্রু
আইএসও ৬৩৯-৩বিভিন্ন প্রকার:
kru  কুরুখ
kxl  নেপালি কুরুক্স (ধানগড়)
xis  কিসান
গ্লোটোলগkuru1301[2]

শ্রেণীবিন্যাস

কুরুখ ভাষা দ্রাবিড়ীয় ভাষা গোষ্ঠীরর উত্তর অংশ থেকে এসেছে।[5] ভাষাটির সাথে সাউরিয়া পাহারিয়া ভাষা এবং কুমারভাগ পাহাড়িয়া ভাষার মিল আছে। সাউরিয়া পাহারিয়া ভাষা এবং কুমারভাগ পাহাড়িয়া ভাষাকে একত্রে মালতো বলা হয়।[6]

কুরুখ ভাষা দেবনাগরী লিপিতে লেখা হয়। ডাক্তার নারায়ন ওঁরাও, একজন মেডিকেল ডাক্তার, কুরুখ ভাষার জন্য তোলং সিকি লিপি উদ্ভাবন করেছেন। এই লিপিতে অনেক বই এবং পত্রিকা প্রকাশিত হয়েছে। ভারতের কুরুখ সাহিত্য সমিতি কুরুখ সাহিত্যের জন্য তোলং সিকি লিপির প্রসারের চেষ্টা চালাচ্ছে।

ভাষাগোষ্ঠী

১,৮৩৪,০০০ ওঁরাও এবং ২১৯,০০০ কিশান জনগোষ্ঠী এই ভাষায় কথা বলে। ২৩% ওঁরাও এবং ১৭% কিশান জনগোষ্ঠী শিক্ষিত। বিশাল ভাষাভাষী জনগোষ্ঠী থাকা সত্ত্বেও ভাষাটিকে বিপন্নপ্রায় ভাষার তালিকাভূক্ত করা হয়েছে।[7] ঝাড়খন্ড এবং ছত্রিশগড়ের সরকার যেসব স্কুলে কুরুখ ভাষী ছাত্র সংখ্যাগরিষ্ঠ সেখানে কুরুখ ভাষা শিক্ষার ব্যবস্থা রেখেছে।

অন্য নাম এবং উপভাষা

কুরুখ ভাষা একাধিক নামে পরিচিত। উরাও, কুরুক্স, কুনরুখ, কুন্না, উরাং, মর্ভা, বিরহোর। ওঁরাও এবং কিশান নামে দুটি উপভাষা আছে। এই দুই উপভাষার আছে ৭৩% ভাগ মিল পাওয়া যায়। ওঁরাও ভাষাটাকে বর্তমানে আদর্শ ধরা হয়।

ধ্বনিতত্ত্ব

কুরুখ ভাষায় মুখবিবর ও নাসিক্য স্বরধ্বনি বিদ্যমান।[8]

তথ্য সূত্র

  1. এথ্‌নোলগে কুরুখ (১৮তম সংস্করণ, ২০১৫)
    এথ্‌নোলগে নেপালি কুরুক্স (ধানগড়) (১৮তম সংস্করণ, ২০১৫)
    এথ্‌নোলগে কিসান (১৮তম সংস্করণ, ২০১৫)
  2. হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "কুরুক্স"গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট।
  3. টেমপ্লেট:OED
  4. http://glottolog.org/resource/languoid/id/nepa1253
  5. Stassen, Leon (১৯৯৭)। Intransitive Predication। Oxford Studies in Typology and Linguistic Theory। Oxford University Press। পৃষ্ঠা 220। আইএসবিএন 978-0199258932।
  6. PS Subrahmanyam, "Kurukh", in ELL2. Ethnologue assigns Nepali Kurux a separate iso code, kxl.
  7. Daniel Nettle and Suzanne Romaine. Vanishing Voices: The Extinction of the World's Languages. Oxford: Oxford University Press, 2000. Page 9.
  8. Masica, Colin P. (২০০৩)। "South Asian Languages"। International Encyclopedia of LinguisticsOxford Reference। Oxford University Press। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৩

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.