রংপুরী ভাষা

রংপুরী বা কামতাপুরী একটি ইন্দো-আর্য পরিবারভূক্ত ভাষা, এ ভাষায় বাংলাদেশের রাজবংশী সম্প্রদায়, ভারত এবং নেপালের রাজবংসী ও তাজপুরিয়া সম্প্রদায়ের লোকেরা কথা বলে। তবে এই ভাষাভাষী জনগণ কার্যত দ্বিভাষী। তারা রংপুরী ভাষার পাশাপাশি বাংলা ভাষা অথবা অসমিয়া ভাষায় কথা বলে। এই ভাষাকে বাংলার একটি উপভাষা হিসেবে গণ্য করা হয়।

রংপুরি
কামতা (ভারত)
রংপুরী (বাংলাদেশ)
রাজবংশী (নেপাল)
দেশোদ্ভববাংলাদেশ
ভারত
নেপাল
মাতৃভাষী
১৫ মিলিয়ন (২০১১)[2]
ইন্দো-ইউরোপীয়
পূর্ব নাগরী লিপি (বাংলাদেশ, অসম এবং পশ্চিমবঙ্গ-এ অফিসিয়াল) দেবনাগরী (ব্যবহার বিরল)
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-৩বিভিন্ন প্রকার:
rkt  কামতা/রংপুরী
rjs  রাজবংশী
kyv  Kayort[3]
গ্লোটোলগrang1265  (রংপুরী)[4]
rajb1243  (রাজবংশী)[5]

নাম

রংপুরি ভাষা বিভিন্ন নামে পরিচিত। বাংলাদেশে ভাষাটি রংপুরী, বাহে বাংলা, আঞ্চলিত বাংলা, কামতাপুরীয়া নামে পরিচিত। ভারতে কামতাপুরী, দত্তা, রাজবংশী, রাজবাঁশি, রাজবাশি, রাজবাংশি, গোয়ালপারীয়া, কোচ রাজবংশী ; নেপালে তাজপুরি, আসামে কোচ রাজবংশী নামে পরিচিত।

উপভাষা

রাজবংশী ভাষার একাধিক কথ্য রূপ প্রচলিত। একে পূর্ব, মধ্য, পশ্চিম এবং পাহাড়ী (কোচ) এই চার ভাগে ভাগ করা যায়। এই ভাষাভাষী জনগোষ্ঠীর মধ্য রাজবংশী ভাষায় অধিকাংশ লোকে কথা বলে। ভাষা মোটামুটি একই রকম এবং এই ভাষায় কিছু প্রকাশনা আছে। পশ্চিমা কথ্যরূপে এলাকাভেদে পরিবর্তিত হয়। তিন কথ্যরূপের মধ্যে ৭৭-৮৯% মিল পাওয়া যায়। রাজবংশী ভাষা ৪৮-৫৫ ভাগ বাংলা, ৪৩-৪৯ ভাগ মৈথিলি এবং নেপালি শব্দ দ্বারা গঠিত।

অসমীয়া, সিলেটি এবং বাংলার সাথে তুলনা

রংপুরী/রাজবংশী অসমীয়াবাংলাসিলেটি
Muĩ kôrûMôi kôrûAmi kôriAmi/Môi kôri
Muĩ kôrûsûMôi kôri asûAmi kôrchiAmi/Môi kôriar/kôrram
Muĩ kôrsinûMôi kôrisilûAmi kôrêchiAmi/Môi kôrsilam
Muĩ kôrûsinûMôi kôri asilûAmi kôrchilamAmi/Môi kôrat aslam
Muĩ kôrimMôi kôrimAmi kôrboAmi/Môi kôrmu
Muĩ kôrtê thakimMôi kôri/kôrat thakimAmi kôrtê thakboAmi/Môi kôrat thakmu

পরিসীমা

আসামের ধুবড়ী, কোকরাঝার, চিরাং, বঙাইগাঁও এবং গোয়ালপার পারা জেলায় এই ভাষাভাষী মানুষের সংখ্যা সৰ্বাধিক, দরং জেলাতে এই ভাষাভাষী কিছু সংখ্যক লোক আছে। উত্তর বঙ্গের কোচবিহার, জলপাইগুরি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং দাৰ্জিলিং এর তরাই অঞ্চল, বিহারের কাটিহার, পূৰ্ণিয়া এবং কিষানগঞ্জ জেলার কিছু অঞ্চল, নেপালের মোরেং এবং ঝাঁপা জেলা, ভূটানের কিছু অঞ্চল তথা বাংলাদেশের অবিভক্ত রংপুর জেলায় এই ভাষার মানুষ আছে। মেঘালয়, ত্ৰিপুরা এবং সম্বলপুর (ওড়িশা)তে এই ভাষার লোক আছে। অঞ্চলভেদে রাজবংশী, গোয়ালপারীয়া, উত্তর বঙ্গীয়, দেশী ভাষা, রংপুরী ভাষা আদি বিভিন্ন নামে পরিচিত। এই ভাষাভাষী মানুষের সংখ্যা ১৫ মিলিয়নেরও অধিক।

তথ্যসূত্র

  1. Hammarström (2015) Ethnologue 16/17/18th editions: a comprehensive review: online appendices
  2. এথ্‌নোলগে কামতা/রংপুরী (১৮তম সংস্করণ, ২০১৫)
    এথ্‌নোলগে রাজবংশী (১৮তম সংস্করণ, ২০১৫)
    এথ্‌নোলগে Kayort[1] (১৮তম সংস্করণ, ২০১৫)
  3. Hammarström (2015) Ethnologue 16/17/18th editions: a comprehensive review: online appendices
  4. হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "রংপুরী"গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট।
  5. হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "রাজবংশী"গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.