হাজং ভাষা

হাজং ভাষা তিব্বতি-বর্মী শব্দমূলবিশিষ্ট একটি ইন্দো-আর্য ভাষা। ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও অরুণাচল প্রদেশে এবং বাংলাদেশের ময়মনসিংহে প্রায় ১৯ হাজার হাজং জাতির লোক এই ভাষাতে কথা বলেন। ভাষাটি অসমিয়া লিপিতে লেখা হয় এবং ভারতে অসমিয়া ভাষা ধীরে ধীরে ভাষাটিকে প্রতিস্থাপিত করছে।

হাজং
দেশোদ্ভবভারত, বাংলাদেশ
অঞ্চলঅসম, মেঘালয়, অরুণাচল প্রদেশপশ্চিমবঙ্গ
মাতৃভাষী
19,000 in India (1997)
ইন্দো-ইউরোপীয়
অসমিয়া লিপি
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-৩haj

তথ্যসূত্র

  1. ^ Sustainable Development Networking Programme

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.