মেগাম ভাষা

মেগাম ভাষা সিনো তিব্বতি ভাষাগোষ্ঠীর সদস্য। বাংলাদেশে এই ভাষায় ক্ষুদ্র জনগোষ্ঠী কথা বলে থাকে। এটা গারো ভাষার কাছাকাছি একটি ভাষা হলেও খাসি ভাষার ব্যাপক প্রভাব রয়েছে এবং আবেং ভাষার সাথে ৭-৯% ভাষাগত মিল আছে। খাসিয়া ভাষা লিঙ্গাম এর সাথে ৬০% মিল আছে।

মেগাম
দেশোদ্ভববাংলাদেশ
মাতৃভাষী
৬,৯০০ (২০০০)[1]
চীনা-তিব্বতি
  • ব্রহ্মপুত্রী ভাষা
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-৩mef
গ্লোটোলগmega1243[2]

তথ্যসূত্র

  1. এথ্‌নোলগে মেগাম (১৮তম সংস্করণ, ২০১৫)
  2. হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "মেগাম"গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.