রংপুর চিড়িয়াখানা

বিনোদন উদ্যান ও রংপুর চিড়িয়াখানা বা রংপুর চিড়িয়াখানা বাংলাদেশের রংপুরে অবস্থিত একটি চিড়িয়াখানার। এটি দেশের উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় চিড়িয়াখানা। এটি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীকালে ১৯৯২ সালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়।[2] এখানে রয়েছে শিশু পার্ক, রেস্তোরা, কৃত্রিম হ্রদ এবং বিভিন্ন প্রজাতির প্রাণী ও বৃক্ষ।

বিনোদন উদ্যান ও রংপুর চিড়িয়াখানা
চিড়িয়াখানার পবেশদ্বার
স্থাপিত১৯৮৯
খোলার তারিখ১৯৯২
অবস্থানহনুমান তলা, রংপুর, বাংলাদেশ
আয়তন২০.২৭ একর[1]
প্রাণীর সংখ্যা১৯৩[1]
প্রজাতির সংখ্যা২৮[1]

এখানে বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে; এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সুন্দরবনের বেঙ্গল টাইগার, সিংহ, গণ্ডার, জলহস্তী, হরিণ, বানর, চিতাবাঘ, ভাল্লুক, কুমির, অজগর, কচ্ছপ প্রভৃতি। এছাড়াও রয়েছে ময়না, টিয়া, ময়ূর, কাকাতুয়া, কবুতর, বক সহ বিভিন্ন প্রজাতির পাখি।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Present Status of Animals and Management of Rangpur Zoo"LAP LAMBERT Academic Publishing। সংগ্রহের তারিখ ২০১৫-১০-৯ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. রংপুর প্রতিনিধি (২৩ ফেব্রুয়ারি ২০১৩)। "শত কোটি টাকা ব্যয়ে সাজানো হচ্ছে রংপুর চিড়িয়াখানা"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ এপ্রিল ২১, ২০১৬
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.