ফুলচৌকি মসজিদ
ফুলচৌকি মসজিদ বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার একটি প্রাচীন মসজিদ। এটি মোঘল আমলের দিকে তৈরি। এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা।
ফুলচৌকি মসজিদ | |
---|---|
![]() | |
ধর্ম | |
জেলা | রংপুর |
অবস্থান | |
অবস্থান | ফুলচৌকি গ্রাম, মিঠাপুকুর |
দেশ | বাংলাদেশ |
ভৌগোলিক স্থানাঙ্ক | 25°35′14.54″ N, 89°10′07.17″ E |
অবস্থান
রংপুর থেকে ২৪ কিমি দক্ষিণে গড়ের মাথা নামক স্থান হয়ে পশ্চিম দিকে বিরামপুর-দিনাজপুর সড়কে শুকুরের হাট হয়ে সেখান থেকে আরও ২ কিমি পশ্চিমে ফুলচৌকি গ্রামে এর অবস্থান। ফুলচৌকি নামক স্থানে অবস্থিত বলেই সম্ভবত এই গ্রামকে কেন্দ্র করে মসজিদের নামকরণ করা হয়েছে।
বিবরণ
এই মসজিদটি খুব সুন্দর। মসজিদটি আয়তকার এবং প্রতিটি কোণায় গোলাকার কিউপলা যুক্ত স্তম্ভ রয়েছে। যার নিচের অংশ কলসাকৃতি। মসজিদের সামনে খোলা অঙ্গন (সাহান) অনুচ্চ প্রাচীর বা বেস্টনী দ্বারা আবৃত। মসজিদের প্রবেশ দ্বার পূর্বপাশ ঘেষে একটি পরিকল্পিত এলাকা, যেটি এখন কবর স্থান হিসাবে ব্যবহৃত হযচ্ছে; যদিও সেখানে একসময় শোভা পেত স্থাপত্য সৌকর্য মন্ডিত শোভিত ও সৌরভমুখরিত ফুল বাগান।
চিত্রশালা
- দক্ষিণ পূর্ব দিক থেকে ফুলচৌকি মসজিদ
- Fulchouki Mosque with notice board
- Fulchouki Mosque from distance
- South side of Fulchouki Mosque
- Fulchouki Mosque and its no more used gate
- Front side of Fulchouki Mosque from South East angle
- An old & broken palace beside Fulchouki Mosque
- An old & broken palace beside Fulchouki Mosque
- ফুলচৌকি মসজিদের ভিতরের সৌন্দর্য
- ফুলচৌকি মসজিদের ভিতরের সৌন্দর্য
- ফুলচৌকি মসজিদের ভিতরের সৌন্দর্য
- ফুলচৌকি মসজিদের ভিতরের সৌন্দর্য
- ফুলচৌকি মসজিদের ভিতরের সৌন্দর্য
- ফুলচৌকি মসজিদের ধারনা করা ইমামের থাকার কক্ষ
- Style and design of mughal architecture at various parts of Fulchowki mosque
- Style and design of Mughal architecture at various parts of Fulchouki Mosque
- Back side of Fulchouki Mosque from South-West angle