আল্লার ভাষা
আল্লার, যা ছটন বা চেতন নামেও পরিচিত, একটি অশ্রেণীবদ্ধ দ্রাবিড়িয় ভাষা।[2] ভারতের হাতে গোনা কিছু মানুষ এই ভাষায় কথা বলে। ভাষাবিদগণ আল্লার মূল দ্রাবিড়িয় ভাষা নাকি অন্য কোন দ্রাবিড়িয় ভাষার উপভাষা এই সিদ্ধান্তে উপনীত হতে পারে নাই।
আল্লার | |
---|---|
দেশোদ্ভব | ভারত |
অঞ্চল | পালাক্কাড় জেলা, মালাপ্পুরাম জেলা্, কেরালা রাজ্য |
মাতৃভাষী | ৩৫০ (১৯৯৪ সালের আদমশুমারি অণুযায়ী)
|
দ্রাবিড়
| |
ভাষা কোডসমূহ | |
আইএসও ৬৩৯-৩ | all |
গ্লোটোলগ | alla1247 [1] |
ভাষাভাষী জনগোষ্ঠী
ভারতের কেরালা, মালাপ্পুরাম জেলা্র পেরিনথালমান্না তাহসিল, মানজেরি তাহসিল, আমিনিকাড়ু ও তাযহেকোড়ে এবং পালাক্কাড় জেলার মান্নারক্কাড় ও অট্টাপ্পালাম তাহসিলে কিছু মানুষ এই ভাষায় কথা বলে। ১৯৯৪ সালের হিসেবে ৩৫০ জন মানুষ এই ভাষায় কথা বলতো। এই ভাষার উপর খুব কম গবেষণা হয়েছে।
তথ্যসূত্র
- হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "আল্লার"। গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট।
- V. Zvelebil (1997) "Language list for Dravidian," Archiv Orientalni 65:175-190
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.