কন্নড় ভাষা

কন্নড় (কন্নড় ভাষায়: ಕನ್ನಡ কন্নড়) ভারতের ২২টি সরকারী ভাষার একটি। এটি কর্ণাটক রাজ্যের সরকারি ভাষা এবং এই রাজ্যের প্রায় সাড়ে তিন কোটি লোক এই ভাষায় কথা বলেন। এছাড়াও এটি অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ুমহারাষ্ট্রে প্রচলিত। মাতৃভাষী ও দ্বিতীয় ভাষাভাষীর সংখ্যা মিলিয়ে কন্নড়-ভাষীর সংখ্যা প্রায় ৫ কোটি।[1]

কন্নড়
ಕನ್ನಡ
দেশোদ্ভবকর্ণাটক, ভারত
মাতৃভাষী
৫ কোটি
দ্রাবিড়
  • দক্ষিণ দ্রাবিড়
    • তামিল-কন্নড়
      • কন্নড়
সরকারি অবস্থা
সরকারি ভাষা
কর্ণাটক, ভারত
নিয়ন্ত্রক সংস্থাকর্ণাটকের সরকার ও বিভিন্ন অ্যাকাডেমি
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-১kn
আইএসও ৬৩৯-২kan
আইএসও ৬৩৯-৩kan

কন্নড়ের আদিতম শিলালিপি ৪৫০ খ্রিষ্টাব্দের, আর এতে সাহিত্য রচনা শুরু হয় ৮৫০ খ্রিষ্টাব্দ নাগাদ। কন্নড়ের প্রাথমিক উন্নতি তামিলতেলুগু ভাষার সাথে তুলনীয়। পরবর্তী শতাব্দীগুলোতে কন্নড় সংস্কৃত ভাষার শব্দভাণ্ডার ও সাহিত্যিক ধারার প্রভাবাধীন হয়।

কন্নড় ভাষার মৌখিক ও লিখিত রূপের মধ্যে যথেষ্ট বৈসাদৃশ্য আছে। কথ্য কন্নড়ের অনেকগুলি আঞ্চলিক উপভাষা আছে, কিন্তু এর লিখিত রূপ প্রায় সবজায়গাতেই একই রকম। চলিত কন্নড়ের তিনটি উপভাষা সামাজিক শ্রেনীভিত্তিক: ব্রাহ্মণ, অ-ব্রাহ্মণ, এবং অস্পৃশ্য।

তথ্যসূত্র

  1. "Kannada language"। www.britannica.com। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.