হাউসা ভাষা

হাউসা (Hausa বা هَوْسَ) পশ্চিম আফ্রিকাতে প্রচলিত একটি আফ্রো-এশীয় ভাষা। প্রায় ৪৪ মিলিয়ন জনগণ মাতৃভাষা হিসেবে এই ভাষা ব্যবহার করে এবং প্রায় ২০ মিলিয়ন জনগণ দ্বিতীয় ভাষা হিসেবে এই ভাষা ব্যবহার করে। এথ্‌নোলগ অনুসারে হাউসা ভাষী মোট জনসংখ্যা আনুমানিক ৬৩ মিলিয়ন।[2] দক্ষিণ নাইজার ও উত্তর নাইজেরিয়া জুড়ে মূলত এই ভাষা ব্যবহৃত হয়। মার্কিন জনগণের একটি অংশ (অধিকাংশই ঘানা থেকে আগত) এই ভাষায় কথা বলে।

হাউসা
هَوُسَ
দেশোদ্ভববেনিন, বুর্কিনা ফাসো, ক্যামেরুন, ঘানা, নাইজার, নাইজেরিয়া, টোগো
মাতৃভাষী
৪.৪ কোটি (মাতৃভাষা)
২ কোটি (দ্বিতীয় ভাষা)[1]
আফ্রো-এশীয়
সরকারি অবস্থা
সরকারি ভাষা
Northern States of Nigeria
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-১ha
আইএসও ৬৩৯-২hau
আইএসও ৬৩৯-৩hau

ধ্বনিতত্ত্ব

ব্যঞ্জনধ্বনি

ভাষাভাষীর উপর ভিত্তি করে হাউসা ভাষায় ২৩ এবং ২৫টি ব্যঞ্জনধ্বনি রয়েছে।

Consonant phonemes
উভয়ৌষ্ঠ্য দন্তমূলীয় পশ্চাৎ-
দন্তমূলীয়
Dorsal Glottal
তালব্য পশ্চাত্তালব্য round
নাসিক্য m n
Plosive/
Affricate
implosive ɓ ɗ
voiced b d (d)ʒ ɟ ɡ ɡʷ
tenuis t c k ʔ
ejective (t) (tʃʼ) kʷʼ
উষ্ম voiced z
tenuis ɸ s ʃ h
নৈকট্য l j; w
Rhotic r ɽ

স্বরধ্বনি

  • হ্রস্য (একক) স্বরধ্বনি: /i, u, e, o, a/
  • দীর্ঘ স্বরধ্বনি: /iː, uː, eː, oː, aː/.

তথ্যসূত্র

  1. এথ্‌নোলগে হাউসা ভাষা (২০তম সংস্করণ, ২০১৭)
  2. "Hausa"Ethnologue (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৮-১৬
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.