স্লোভেনীয় ভাষা

স্লোভেনীয় ভাষা ইন্দো-ইউরোপীয় ভাষাপরিবারের স্লাভীয় শাখার দক্ষিণ দলের পশ্চিম উপদলের একটি ভাষা। অন্য সব স্লাভীয় ভাষার মত স্লোভেনীয় ভাষাও প্রত্ন-স্লাভীয় ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে। লাতিন লিপিতে লেখা ১০৯০ সালের স্লোভানীয় একটি উপভাষার লিখিত নিদর্শন পাওয়া গেছে। এগুলি সমগ্র স্লাভীয় সাহিত্যেরই প্রাচীনতম নিদর্শনগুলির একটি।

স্লোভেনীয়
slovenščina
দেশোদ্ভবস্লোভেনিয়া, ইতালি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া এবং বিভিন্ন অভিবাসী সম্প্রদায়ে
মাতৃভাষী
২২ লক্ষ
ইন্দো-ইউরোপীয়
  • বাল্টো-স্লাভীয়
    • স্লাভীয়
      • দক্ষিণ স্লাভীয়
        • পশ্চিম দক্ষিণ স্লাভীয়
          • স্লোভেনীয়
সরকারি অবস্থা
সরকারি ভাষা
স্লোভেনিয়া, ইউরোপীয় ইউনিয়ন
যেসব দেশের আঞ্চলিক বা স্থানীয় সরকারী ভাষা: অস্ট্রিয়া, হাঙ্গেরি, ইতালি
নিয়ন্ত্রক সংস্থাস্লোভেনীয় বিজ্ঞান ও শিল্পকলা অ্যাকাডেমি
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-১sl
আইএসও ৬৩৯-২slv
আইএসও ৬৩৯-৩slv
প্রধান প্রধান স্লোভেনীয়-ভাষী জনগোষ্ঠীর অবস্থান

স্লোভেনিয়ার প্রায় ১৮ লক্ষ লোক স্লোভেনীয় ভাষাতে কথা বলেন। এছাড়াও ভাষাটি ইতালি, অস্ট্রিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, এবং বসনিয়া ও হার্জেগোভিনাতে প্রচলিত। সব মিলিয়ে বিশ্বে ২০ লক্ষেরও বেশি লোক স্লোভেনীয় ভাষাতে কথা বলেন।

স্লোভেনীয় ভাষা স্লোভেনিয়ার সরকারি ভাষা। তবে অধিকাংশ স্লোভেনীয় বক্তা সার্বো-ক্রোয়েশীয় ভাষাতেও কথা বলতে পারেন। স্লোভেনিয়ার সরকারী, সামাজিক এবং ব্যক্তিগত পরিমণ্ডলের সর্বত্র স্লোভেনীয় ভাষা ব্যবহৃত হয়। ভাষাটিতে বহু সংবাদপত্র, ম্যাগাজিন ও বই প্রকাশিত হয়।

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.