পাঞ্জাবী ভাষা

পাঞ্জাবি বা পঞ্জাবি (ਪੰਜਾਬੀ, پنجابی ) ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের ইন্দো-আর্য শাখার একটি ভাষা। এটি ভারতের পাঞ্জাব অঙ্গরাজ্যের প্রায় ৩ কোটি মানুষের মাতৃভাষা। পশ্চিম পাঞ্জাবি বা লান্দা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের প্রায় ৬ কোটি মানুষের মাতৃভাষা। এছাড়াও আফগানিস্তান, বাংলাদেশ, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্রকানাডায় পাঞ্জাবি ভাষার প্রচলন আছে। কানাডায় আড়াই লক্ষেরও বেশি লোক পাঞ্জাবি ভাষায় কথা বলেন; ফলে এটি কানাডার ৬ষ্ঠ বৃহত্তম ভাষা।

পাঞ্জাবি / পঞ্জাবি
ਪੰਜਾਬੀ, پنجابی
দেশোদ্ভবপাকিস্তান (৮ কোটি বক্তা)
ভারত (৩ কোটি বক্তা)
যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মিয়ানমার, দুবাই, ফিলিপাইন এবং অন্যান্য দেশের পাঞ্জাবি অভিবাসী সপ্রদায়ে
অঞ্চলপাঞ্জাব
মাতৃভাষী

ইন্দো-ইউরোপীয়
শাহমুখি, গুরুমুখি
সরকারি অবস্থা
সরকারি ভাষা
পঞ্জাব, পঞ্জাব, হরিয়ানা, দিল্লী
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-১pa
আইএসও ৬৩৯-২pan
আইএসও ৬৩৯-৩বিভিন্ন প্রকার:
pan  পাঞ্জাবি (পূর্ব)
pnb  পাঞ্জাবি (পশ্চিম)
pmu  পাঞ্জাবি (মিরপুরী)
lah  লান্দি

পূর্ব পাঞ্জাবি ভাষা ভারতের ২২টি সরকারী ভাষার একটি। ভারতের পাঞ্জাব অঙ্গরাজ্যে প্রাত্যহিক যোগাযোগ, শিক্ষা, প্রশাসন, ব্যবসা, ও গণমাধ্যমে এই ভাষা ব্যবহৃত হয়।

পাকিস্তানে পশ্চিম পাঞ্জাবি ভাষাটির কোনও সরকারি স্বীকৃতি নেই। এখানকার পাঞ্জাবি বক্তারা মূলত ইংরেজি ও উর্দুতে প্রশাসন, শিক্ষা, গণমাধ্যমের কাজগুলি সম্পাদন করেন।

পাঞ্জাবি ভাষা শিখ ধর্মাবলম্বীদের ধর্মীয় ভাষা।

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.