গুয়ারানি ভাষা

গুয়ারানি (গুয়ারানি নাম: avañe'ẽ আভ়াঞেঁ'এঁ আ-ধ্ব-ব: [aʋaɲẽˈʔẽ]; স্পেনীয়: Guaraní) দক্ষিণ আমেরিকার একটি আদিবাসী ভাষা। এটি টুপি-গুয়ারানি ভাষা উপপরিবারের অন্তর্গত। স্পেনীয় ভাষার পাশাপাশি গুয়ারানি প্যারাগুয়ের একটি সরকারী ভাষা।

গুয়ারানি
avañe'ẽ
উচ্চারণ/aʋaɲẽˈʔẽ/
দেশোদ্ভবআর্জেন্টিনা, বলিভিয়া, ব্রাজিল, প্যারাগুয়ে
মাতৃভাষী
৭০ লক্ষ
টুপীয়
  • টুপি-গুয়ারানি
    • গুয়ারানি (১)
      • গুয়ারানি
লাতিন বর্ণমালা (গুয়ারানি প্রভেদ)
সরকারি অবস্থা
সরকারি ভাষা
প্যারাগুয়ে
মের্কোসুর
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-১gn
আইএসও ৬৩৯-২grn
আইএসও ৬৩৯-৩বিভিন্ন প্রকার:
grn  Guaraní (generic)
nhd  Chiripá
gui  Eastern Bolivian Guaraní
gun  Mbyá Guaraní
gug  Paraguayan Guaraní
gnw  Western Bolivian Guaraní

প্রচলন

প্যারাগুয়ের ৯৪% লোক গুয়ারানিতে কথা বলেন। এছাড়া পার্শ্ববর্তী দেশগুলিতে, বিশেষ করে আর্জেন্টিনার উত্তরাংশ, বলিভিয়ার পূর্বাংশ এবং ব্রাজিলের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের আদিবাসী সম্প্রদায়গুলিতে এই ভাষা প্রচলিত। প্যারাগুয়ে ছাড়াও গুয়ারানি আর্জেন্টিনার কোর্‌রিয়েন্তেস ও মিসিওনেস প্রদেশের দ্বিতীয় সরকারী ভাষা। [1][2]

ভাষাভাষী

গুয়ারানি-ই একমাত্র আদিবাসী আমেরিকান ভাষা যার বক্তাদের প্রায় সবাই অ-আদিবাসী। দক্ষিণ আমেরিকার ভাষা অবস্থার প্রেক্ষাপটে এটি একটি অনিয়মিত ঘটনা। সাধারণত স্পেনীয় বা পর্তুগিজ ভাষাই দক্ষিণ আমেরিকার দেশগুলির মূল ও বেশি সম্মানিত ভাষা হিসেবে প্রচলিত। প্যারাগুয়ে ও গুয়ারানির ক্ষেত্রে এর উল্টোটা ঘটেছে। এখানে স্পেনীয় ও আধা-স্পেনীয়রাও গুয়ারানিতেই কথা বলেন।

তথ্যসূত্র

  1. "Website of Indigenous Peoples' Affairs which contains this information (স্পেনীয়)[[বিষয়শ্রেণী:স্পেনীয় ভাষার বহিঃসংযোগ থাকা নিবন্ধ]]"। ২৭ অক্টোবর ২০০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০০৭ ইউআরএল–উইকিসংযোগ দ্বন্দ্ব (সাহায্য)
  2. News Story (স্পেনীয়)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.