বাউরে ভাষা
বাউরি ভাষা বলিভিয়ার মাগদালেনার উত্তর পশ্চিমাংশের বেনি অধিদপ্তর কর্তৃক নিয়ন্ত্রিত বাউরি জনগোষ্ঠীর ভাষা। বাউরি জনগোষ্ঠীর জনসংখ্যা প্রায় এক হাজার হলেও মাত্র ৪০জন এ ভাষায় কথা বলে থাকেন। আরাওয়াকান ভাষার ন্যায় এ ভাষাটিও প্রায় বিলুপ্তির পথে রয়েছে। বাইবেলের কিছু অংশ বাউরি ভাষায় অনূদিত হয়েছে। অধিকাংশ লোকই স্পেনীয় ভাষার দিকে ধাবিত হয়েছে।
Bauré | |
---|---|
দেশোদ্ভব | বলিভিয়া |
জাতিতত্ত্ব | 980 (2006)[1] |
মাতৃভাষী | 40 (2007)[1]
|
আরাওয়াকান
| |
উপভাষাসমূহ |
|
ভাষা কোডসমূহ | |
আইএসও ৬৩৯-৩ | brg |
গ্লোটোলগ | baur1254 [2] |
মূলতঃ বলিভিয়ার উত্তর পূর্বাংশে ও আমাজনের বলিভীয় অংশের লোকেরা বাউরি ভাষায় কথা বলে থাকেন। ২০০৬ সালে বলিভিয়ায় আনুষ্ঠানিকভাবে ভাষার স্বীকৃতি দেয়া হয়। ক্রেভেলস ও মাইস্কেন এবং ক্রেভেলসের তথ্যমোতাবেক জানা যায়, বাউরি ভাষায় সর্বমোট ৬৭জন কথা বলতে সক্ষম। এছাড়াও এ ভাষাটি অত্যন্ত বিপজ্জ্বনকভাবে বিলুপ্তির পর্যায়ে এসে দাঁড়িয়েছে।
২০১২ সালের তথ্যমোতাবেক ডানিয়েলসেন বাউরি জাতিগোষ্ঠী সম্পর্কে জানান যে, ৩,০০০ - ৫,০০০ সদস্য রয়েছে যাতে বাউরি ও শহরাঞ্চলমলে বসবাসকারী বাউরিদের ঘিরে বসবাসরত সম্প্রদায়সহ এল কারম্যানের বাউরি অন্তর্ভূক্ত আছে। ৪০ বছরের বেশী প্রায় ৫০০ লোকের বাউরি ভাষায় প্রত্যক্ষ জ্ঞান রয়েছে। কেবলমাত্র স্বল্পকিছুসংখ্যক শিশু ও কিশোর তাদের দাদাদের কাছ থেকে বাউরি ভাষা শিখছেন। সাবলীলভাবে ও দক্ষতার সাথে বাউরি ভাষায় কথা বলার অধিকারীদের অধিকাংশেরই বয়স ৬০ বছরের চেয়ে বেশী।
তথ্যসূত্র
- এথ্নোলগে Bauré (১৮তম সংস্করণ, ২০১৫)
- হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "Baure-Carmelito-Joaquiniano"। গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট।
গ্রন্থপঞ্জী
- Crevels, Mily (2012). Language endangerment in South America: The clock is ticking. In: Lyle Campbell and Veronica Grondona (eds.) The Indigenous Languages of South America: a comprehensive guide , 167-233. Berlin / Boston: Walter de Gruyter GmbH & Co. KG.
- Crevels, Mily and Muysken, Pieter (2009). Bolivia languages: presentation and history. In: Mily Crevels and Pieter Muysken (eds.) Language of Bolivia, Andean Range Volume I 13-26. La Paz: Plural editors.
- Danielsen, Swintha (2012). Baure. In: Mily Crevels and Pieter Muysken (eds.) Language of Bolivia, volume II Amazon. La Paz: Plural editors. (in press)
বহিঃসংযোগ
- Lenguas de Bolivia (online edition)
- Documentation of Endangered Languages: Baure
- Endangered Languages Project extinction Baure