অসেটীয় ভাষা

অসেটীয় ভাষা (ইংরেজি: Ossetic language) একটি ইরানীয় ভাষা। উত্তর ককেসাস অঞ্চলে, রাশিয়া ও জর্জিয়ার সীমান্তে পাহাড়ের ঢালে অসেটিয়া অঞ্চলের প্রায় ৭ লক্ষ লোক এই ভাষাতে কথা বলেন। ভাষাটি সিরিলীয় লিপি ব্যবহার করে লেখা হয়। ভাষাটিতে একটি সুপ্রতিষ্ঠিত, মৌখিক, গাথাজাতিয় সাহিত্য আছে। ১৯শ শতক থেকে ভাষাটির একটি লিখিত সাহিত্যিক রূপও বিকাশ লাভ করেছে।

অসেটীয়
Иронау, Ironau
দেশোদ্ভবরাশিয়া, জর্জিয়া, তুরস্ক
অঞ্চলউত্তর অসেটিয়া, দক্ষিণ অসেটিয়া
মাতৃভাষী
প্রায় ৭ লক্ষ
ইন্দো-ইউরোপীয়
  • ইন্দো-ইরানীয়
সরকারি অবস্থা
সরকারি ভাষা
উত্তর অসেটিয়া, দক্ষিণ অসেটিয়া
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-১os
আইএসও ৬৩৯-২oss
আইএসও ৬৩৯-৩oss
১৯৩৫ সালে প্রকাশিত একটি অসেটীয় বইয়ের কিছু লেখা; বইটি লাতিন লিপিতে লেখা
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.