কেচুয়া ভাষাসমূহ

কেচুয়া বা রুনা সিমি বা কিচ্‌ওয়া দক্ষিণ আমেরিকার একটি আদিবাসী আমেরিকান ভাষা। কেচুয়া প্রাচীন ইনকা সাম্রাজ্যের ভাষা ছিল। বর্তমানে এটির অনেকগুলি উপভাষায় দক্ষিণ আমেরিকার সর্বত্র প্রায় এক কোটি মানুষ কথা বলেন। পেরু, বলিভিয়ার দক্ষিণ-পশ্চিম ও মধ্যাঞ্চল, ইকুয়েডরকলম্বিয়ার দক্ষিণাঞ্চল, আর্জেন্টিনার উত্তর-পশ্চিমাঞ্চল এবং চিলির উত্তরাঞ্চলে এই ভাষাটি প্রচলিত। ভৌগোলিক বিস্তারের দিক থেকে এটি দুই আমেরিকা মহাদেশের সবচেয়ে বেশি প্রচলিত আদিবাসী আমেরিকান ভাষা।

কেচুয়া
Runa Simi রুনা সিমি
উচ্চারণ['qʰeʃ.wa 'si.mi], ['χetʃ.wa 'ʃi.mi], [kitʃ.wa 'ʃi.mi], [ʔitʃ.wa 'ʃi.mi], ['ɾu.nɑ 'si.mi]
দেশোদ্ভবআর্জেন্টিনা, ব্রাজিল, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু
অঞ্চলআন্দেস
মাতৃভাষী
১ কোটি
কেচুয়ান
সরকারি অবস্থা
সরকারি ভাষা
বলিভিয়া এবং পেরু
নিয়ন্ত্রক সংস্থাnone
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-১qu
আইএসও ৬৩৯-২que
আইএসও ৬৩৯-৩
que  Quechua (generic)
many varieties of Quechua have their own codes.
Quechua
বিশ্বে কেচুয়াভাষী এলাকার মানচিত্র

কেচুয়া একটি নিয়মিত সংশ্লেষণাত্মক ভাষা। বাক্যে এর পদক্রম কর্তা-কর্ম-ক্রিয়া। ভাষাটিতে প্রচুর প্রত্যয় আছে, যেগুলি শব্দের সাথে যুক্ত হয়ে এদের অর্থের সুক্ষ্ম পরিবর্তন আনতে পারে। কেচুয়া ভাষার বিশেষ বৈশিষ্ট্য হল এর ক্রিয়া কর্তা ও কর্ম উভয়ের সাথে সাযুজ্য রক্ষা করে, এটিতে তথ্যের উৎস ও সত্যতাজ্ঞাপক চিহ্নের ব্যবহার হয়, বাক্যে কোন অংশটি মূল তথ্য বা টপিক, তা নির্দেশকারী চিহ্নের প্রয়োগ হয়, ইত্যাদি।

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.