ডেনীয় ভাষা

ডেনীয় ভাষা (ডেনীয়: dansk; উচ্চারণ [danˀsɡ̊] (শুনুন); ইংরেজি ভাষায়: Danish) ডেনমার্কের রাষ্ট্রভাষা। ভাষাটি ইন্দো-ইউরোপীয় ভাষাপরিবারের জার্মানীয় শাখার উত্তর (স্ক্যান্ডিনেভীয়) দলের অন্তর্গত। ডেনমার্কে প্রায় ৫০ লক্ষ লোক এতে কথা বলেন। এছাড়া কানাডা, জার্মানি, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন, সংযুক্ত আরব আমিরাত ও মার্কিন যুক্তরাষ্ট্রে এ ভাষায় লোকে কথা বলে। বিশ্বজুড়ে ডেনীয় ভাষাভাষীর সংখ্যা প্রায় ৬০ লক্ষ।

ডেনীয়
dansk
উচ্চারণ[danˀsɡ̊]
দেশোদ্ভবডেনমার্ক, ফেরো দ্বীপপুঞ্জ, গ্রীনল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড, শ্লেস্‌ভিগ-হোলষ্টাইন (জার্মানি)
মাতৃভাষী
৫.৬ মিলিয়ন (২০০৭)
ইন্দো-ইউরোপীয়
  • জার্মানীয়
    • উত্তর জার্মানীয়
      • পূর্ব স্ক্যান্ডিনেভীয়
        • ডেনীয়
ডেনিশ বর্ণমালা (লাতিন লিপি)
সরকারি অবস্থা
সরকারি ভাষা
 ডেনমার্ক
 ফ্যারো দ্বীপপুঞ্জ

 ইউরোপীয় ইউনিয়ন
নর্ডীয় কাউন্সিল


সংখ্যালঘু ভাষা:[1]
 জার্মানি
নিয়ন্ত্রক সংস্থাDansk Sprognævn (“ডেনীয় ভাষা কমিটি”)
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-১da
আইএসও ৬৩৯-২dan
আইএসও ৬৩৯-৩dan
লিঙ্গুয়াস্ফেরা52-AAA-bf & -ca to -cj

ধারণা করা হয় ১৩শ শতকের দিকে ডেনীয় ভাষা প্রাচীন নর্স ভাষা থেকে উদ্ভূত হয়। ১৬শ শতকের লিখিত দলিল থেকে দেখা যায় অন্যান্য স্ক্যান্ডিনেভীয় ভাষা থেকে এটি তখনই আলাদা ছিল।

ডেনমার্ক ছাড়াও ডেনমার্কের প্রাক্তন উপনিবেশ গ্রিনল্যান্ড ও ফারাও দ্বীপপুঞ্জে ডেনীয় একটি সরকারী ভাষা এবং ঐ অঞ্চলগুলির স্কুলে ডেনীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক। এছাড়া ডেনমার্ক-জার্মানির সীমান্তে অবস্থিত জার্মানির শ্লেসভিগ-হোলষ্টাইন অঞ্চলের উত্তর প্রান্তে প্রায় ৫০,০০০ লোক ডেনীয় ভাষায় কথা বলেন, এবং সেখানে ডেনীয় একটি সংখ্যালঘু ভাষা হিসেবে সুরক্ষিত।

তথ্যসূত্র

  1. European Charter for Regional or Minority Languages

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.