পুনে বিভাগ

পুনে বিভাগ হল ভারতের রাজ্য মহারাষ্ট্র-এর ছয়টি প্রশাসনিক বিভাগের একটি। পুনে বিভাগের পশ্চিমে রয়েছে কঙ্কনণা বিভাগ উত্তরে রয়েছে নাশিক বিভাগ, পূর্বে অমরাবতি বিভাগ ও দক্ষিণে রয়েছে কর্ণাটক রাজ্য।

  • আয়োতন: ৫৮,২৬৮ বর্গকিলোমিটার (২২,৪৯৭ মা)
  • জনসংখ্যা (আদমশুমারি ২০০১ অনুযায়ী ): ১৯,৯৭৩,৭৬১
  • জেলা: কোলহাপুর, পুনে, সাংলি, সাতারা, সোলাপুর[1]
  • শিক্ষার হার: ৭৬.৯৫%
  • সেচের অধীন এলাকা: ৮,৮৯৬ বর্গ কিলোমিটার²
  • প্রধান শস্য: জোয়ার, গম, বাজরা, আখ, পাট, সয়াবিন, পেঁয়াজ, বাদাম, সবজি, হলুদ, দ্রাক্ষা, ডালিম।
পুনে বিভাগ
पुणे विभाग
Location of Pune Division in Maharashtra
জেলা১. কোলহাপুর, ২. পুনে, ৩. সাংলি, ৪. সাতারা, ৫. সোলাপুর
আয়োতন৫৮,২৬৮ কিমি (২২,৪৯৭ মা)
জনজংখ্যা১৯,৯৭৩,৭৬১
পুনে রেলওয়ে বিভাগের সাথে বিভ্রান্ত হবেন না।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Solapur District Geographical Information"। ২৩ ফেব্রুয়ারি ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০০৬
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.