বারামতী বিমানবন্দর

বারামতী বিমানবন্দর মহারাষ্ট্র-এর বারামতী শহরে অবস্থিত।এই বিমানবন্দর ১৯৯৬ সালে মহারাষ্ট্র ইন্ড্রাস্টিয়াল ডেভলপমেন্ট কর্পোরেশন দ্বারা নির্মিত হয়েছে।বর্তমানে বিমানবন্দরটি বিমান চালকদের পশিক্ষনের জন্য ব্যবহৃত হয়।

বারামতী বিমানবন্দর
बारामती विमानतळ
সংক্ষিপ্ত বিবরণ
বিমানবন্দরের ধরনজনসাধারন
মালিকমহারাষ্ট্র ইন্ড্রাস্টিয়াল ডেভলপমেন্ট কর্পোরেশন
পরিচালকমহারাষ্ট্র ইন্ড্রাস্টিয়াল ডেভলপমেন্ট কর্পোরেশন
সেবা দেয়বারামতী
অবস্থানবারামতী,  ভারত
এএমএসএল উচ্চতা ফুট / ৬০৪ মিটার
স্থানাঙ্ক১৮°১৩′৪৩″ উত্তর ০৭৪°৩৫′০৪″ পূর্ব
মানচিত্র
বারামতী বিমানবন্দর
রানওয়েসমূহ
দিকনির্দেশনা দৈর্ঘ্য পৃষ্ঠতল
ফুট মি
১১/২৯ ৫,৮০৭ ১,৭৭০ Paved

বিবরণ

বিমানবন্দরটি সমুদ্র সমতল থেকে প্রায় ৬০৪ মিটার উচুতে অবস্থিত এবং বিমানবন্দরের আয়োতন ১৮২.৫ হেক্টর (৪৫১.১১ একর)। রানওয়েটি ১১/২৯ ও দৈর্ঘ্য ১৭৭০ মিটার।রানওয়ের দুই প্রান্তে বিমান ঘোরানোর ব্যবস্থা রয়েছে। এই বিমানবন্দরে তিনটি ট্রাক্সিওয়ে ও দুটি বিমান রাখার গ্যারাজ রয়েছে।গ্যারাজ দুটির আয়োতন ১৮০x১০০ মিটার ও ১০০x৭৫ মিটার। বিমানবন্দরের টার্মিনাল বা প্রন্তীকের আয়োতন ১১২ বর্গ মিটার। [1]

ভবিষ্যত পরিকল্পনা

রিলায়েন্স এয়ারপোর্ট ডেভলপমেন্ট সংস্থা পাঁচটি বিমানবন্দর উন্নয়ের পরিকল্পনা করেছে।এই পাঁচটি বিমানবন্দরের মধ্যে বারামতী বিমানবন্দরকে রাখা হয়েছে।[2] মুম্বই ও পুনে বিমাানবন্দরে ব্যক্তিগত বিমান রাখার জন্য গ্যারাজের সমস্য প্রতিনিয়ত দেখা যায়।এই সমস্যা সমাধানে ব্যক্তিগত বিমান মুম্বই বা পুনের পরিবর্তে বারামতী বিমানবন্দের রাখার প্রকল্প নিয়েছে রিলায়েন্স।এই বিমানবন্দরে নতুন গ্যারাজ বা হ্যাঙ্গার তৈরির পরিকল্পনাও নিয়েছে সংস্থাটি।[3]

তথ্যসূত্র

  1. http://www.baramatiairport.co.in/aboutus.html%5B%5D Airport website
  2. "MIDC-run airports set for makeover"Indian Express। ১ জুলাই ২০০৮। অক্টোবর ১৪, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১১
  3. "Reliance plans Baramati hub for pvt jets"Business Standard। ১৬ জুলাই ২০১১। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১১

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.