কোটা বিমানবন্দর

কোটা বিমানবন্দর ভারতের রাজস্থান রাজ্যের কোটা অবস্থিত একটি অন্তর্দেশীয় বিমানবন্দর

কোটা বিমানবন্দর
সংক্ষিপ্ত বিবরণ
বিমানবন্দরের ধরনপাবলিক
পরিচালকভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ
সেবা দেয়কোটা
অবস্থানকোটা, ভারত
এএমএসএল উচ্চতা২৭৩ মিটার / ৮৯৬ ফুট
স্থানাঙ্ক২৫°০৯′৩৬.৩৯″ উত্তর ০৭৫°৫০′৪৪.২৭″ পূর্ব
মানচিত্র
KOTA
ভারত বিমানবন্দরের অবস্থান
রানওয়েসমূহ
দিকনির্দেশনা দৈর্ঘ্য পৃষ্ঠতল
মি ফুট
০৮/২৬ ১,২০০ ৪,০০০ আস্ফাল্ট

ইতিহাস

১৫২ একর জায়গায় ছড়িয়ে থাকা, কোটা বিমানবন্দর মূলত কোটা রাজ্যের রাজ পরিবার কর্তৃক নির্মিত হয়েছিল এবং ১৯৫১ সালে কেন্দ্র সরকার কর্তৃক অধিগ্রহণ করা হয়। মূলত ইন্ডিয়ান এয়ারলাইনস ডাকোটা বিমান এবং পরে বায়ুদুত ও জ্যকসন এয়ারলাইন্স কর্তৃক উড়ান চালানো হয়েছিল, বড় শিল্প কারখান বন্ধন এবং কোটা শহর রেল জংশনে পরিণত হলে বিমানসংস্থাগুলির চাহিদা কমে যাওয়ার কারণে বিমানসংস্থা তাদের উড়ান পরিষেবা বন্ধ করে দেয়। [1]

এখনকার অবস্থা

১৯৯৭ সাল থেকে, এই বিমানবন্দর থেকে কোন নির্ধারিত উড়ান চলাচল করেনি,[2] যদিও মুম্বাই ও দিল্লিতে এয়ার ইন্ডিয়া যাত্রা শুরু করার জন্য কথা হয়েছিল। [3] কোটা যাওয়ার জন্য শেষ বিমানটি ছিল বায়ুদুত। ২০০৫ সালে, এটি প্রতিবেদন ছিল যে বিমানবন্দর রক্ষণাবেক্ষণে ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ, বার্ষিক ব্যয় করে ৬.৩ মিলিয়ন টাকা, অথচ আয় হল ৬,০০,০০০ টাকা এবং বিমানবন্দরের ছয় একর সম্পত্তি বস্তি দ্বারা দখল করা হয়েছে। [1]

তথ্যসূত্র

  1. "Indian Air Farce"The Indian Express। ১৬ জানুয়ারি ২০০৫। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১২
  2. "Airports fail to lure airlines"The Times of India। ৯ অক্টোবর ২০১১। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১২
  3. "Coaching classes may spur flights to Kota"The Times of India। ৮ মে ২০০৮। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.