কোচবিহার বিমানবন্দর

কোচবিহার বিমানবন্দর(আইএটিএ: সিওএইচ, আইসিএও: ভিইসিও)[1] হল পশ্চিমবঙ্গের কোচবিহার শহরের বিমানবন্দর। এটি বৃহত্তর অসম-বাংলা সীমান্ত এলাকায় পরিষেবা দেয়।[2] বিমানবন্দরটি ১৭৩ একর জমির উপর গড়ে উঠেছে।

কোচবিহার বিমানবন্দর
  • আইএটিএ: সিওএইচ
  • আইসিএও: ভিইসিও
    Cooch Behar
    ভারতের মানচিত্রে বিমানবন্দরটির অবস্থান
সংক্ষিপ্ত বিবরণ
বিমানবন্দরের ধরনসরকারি
মালিকভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ
পরিচালকভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ
সেবা দেয়কোচবিহার
অবস্থানকোচবিহার, পশ্চিমবঙ্গ, ভারত
এএমএসএল উচ্চতা ফুট /  মিটার
স্থানাঙ্ক২৬°৩৩′১৪″ উত্তর ০৮৯°৪৬′০০″ পূর্ব
রানওয়েসমূহ
দিকনির্দেশনা দৈর্ঘ্য পৃষ্ঠতল
ফুট মি
০৪/২২ ৩,৫০০ ১,০৬৭ অ্যাস্ফাল্ট
সূত্র[1]

ইতিহাস

এই বিমানবন্দরের চার্টার বিমানসংস্থাগুলি হল ডেকান অ্যাভিয়েশন (কলকাতা) ও নর্থইস্ট শাটলস (কলকাতা, গুয়াহাটি)।[3][4]

অবস্থান

এই বিমানবন্দরটি সাধারণ সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩৮ ফুট (৪২) মিটার উচ্চতায় অবস্থিত।

পরিকাঠামো

টার্মিনাল

রানওয়ে

বিমানবন্দরে একটি রানওয়ে রয়েছে। কম্পাসের কাঁটা নিরিখে রানওয়েটির অবস্থান হল ০৪/২২। এই রানওয়েতে বিমান উড্ডোয়ন ও অবতরনের জন্য ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টের ব্যবস্থা নেই। রানওয়েটি ১,০৬৯ মিটার দীর্ঘ ও ৩০ মিটার প্রসস্ত।[5]

বিমানবন্দরের অ্যাপ্রোন বা বিমান দাঁড়ানোর স্থানটি ৭০ মিটার দীর্ঘ ও ৬৮ মিটার প্রসস্ত। এই স্থানে একই সঙ্গে দু'টি ডরনিয়ার ডিও-২২৮ বিমান ও একটি এফএক্স-২৭ বিমান দাঁড়াতে পাড়ে।

এটিসি

গন্তব্য ও বিমান সংস্থা

বিমান সংস্থা গন্তব্য তথ্য
আইআইসি টেকনোলজিস বাগডোগরা (শুরু ১ আগস্ট ২০১৯), গুয়াহাটি (শুরু ১ আগস্ট ২০১৯) [6]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "ICAO Location Indicators by State" (PDF)International Civil Aviation Organization। ২০০৬-০১-১২।
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৫ ফেব্রুয়ারি ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৩
  3. "November plan for flight take-off"The Telegraph। Calcutta, India। ২০০৯-০৯-২৩।
  4. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৯ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৩
  5. http://worldaerodata.com/wad.cgi?id=IN00481&sch=VECO
  6. "কোচবিহার থেকে ফের শুরু হচ্ছে বিমান পরিষেবা, কিন্তু অত ভাড়া দিয়ে যাবে কে?"। ২৮ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৯

বহিঃসংযোগ

  • Cooch Behar Airport information on flightstats
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.