বার্ণপুর বিমানবন্দর

বার্ণপুর বিমানবন্দর হল পশ্চিমবঙ্গের আসানসোল মহানগরীর বার্ণপুর অঞ্চলে অবস্থিত একটি বেসরকারি বিমানবন্দর।এই বিমানবন্দরটি পরিচালনা করে ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ।এই বিমানবন্দরের মালিকানা রয়েছে ইস্কো ইস্পাত (বার্নপুর ইস্পাত কারখানা) কারখানার কাছে।এই বিমানবন্দর প্রধানত এই ইস্পাত কারখানার জন্যই ব্যবহৃত হয়।তবে বর্তমান কেন্দ্র সরকারের আঞ্চলিক বিমান পরিবহনের ঘোষণায় এই বিমান বন্দর স্থান পেয়েছে ভারতবর্ষের ১২৮ টি নতুন ঘোষিত বিমান পথে।[1] এই বিমানবন্দর থেকে কলকাতা বিমানবন্দরে বিমান পরিচালনার কথা বলা হয়েছে।এই পথে উড়ান পরিচালনা করবে ডেকান এয়ার ১৮ আসনের বিমানের দ্বারা।

বার্ণপুর বিমানবন্দর
ইস্কো বিমানবন্দর
সংক্ষিপ্ত বিবরণ
বিমানবন্দরের ধরনবেসরকারি বা ব্যাক্তিগত
মালিকইস্কো ইস্পাত কারখানা of ভারতীয় ইস্পাত নিগম
পরিচালকভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ
সেবা দেয়আসানসোল
অবস্থানবার্ণপুর, আসানসোল, পশ্চিম বর্ধমান জেলা, ভারত
এএমএসএল উচ্চতা৩১০ ফুট / ৯৪ মিটার
স্থানাঙ্ক২৩°৩৭′৫৩″ উত্তর ০৮৬°৫৮′৩১″ পূর্ব
মানচিত্র
বার্ণপুর বিমানবন্দর
বার্ণপুর বিমানবন্দর
রানওয়েসমূহ
দিকনির্দেশনা দৈর্ঘ্য পৃষ্ঠতল
ফুট মি
০৯/২৭ ৪,০০০ ১,২২০ আস্ফাল্ট
সক্রিয় বেসরকারি বিমানবন্দর

বিবরণ

বিমানবন্দরের রানওয়ে ১,২২০ মিটার (৪,০০০ ফু) দীর্ঘ ও ২৩ মিটার চওড়া।বিমানবন্দরটিতে কোনো টার্মিনাল বা প্রান্তীক নেই।নেই কোনো এটিসি কন্টোল ভবন। বিমানবন্দরটি মোট ৬৩ একর জমিতে গড়ে উঠেছে।

সম্প্রসারন

ভারত সরকার-এর রিজনাল কানেক্টিভিটি স্কিম-এর অন্তর্গত হয়েছে এই বিমানবন্দর।ফলে বিমানবন্দরটির পরিকাঠামো গড়বে ভারতের বিমান মন্ত্র।প্রথমে ₹৫ কোটি টাকা খরচ হবে।পরে মোট ₹১০০ কোটি খরচ ধরা হয়েছে বিমানবন্দরটির নতুন এটিসি ভবন, টার্মিনাল, রাস্তা প্রভৃতি নির্মানে।[2]

গন্তব্য ও বিমান সংস্থা

বিমান সংস্থাগন্তব্যস্থল
এয়ার ডেকান কলকাতা (শুরু মার্চ ২০১৮)[3][4][5]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "5 Airlines Link 70 Airports Via 128 Routes; Fares Under Rs 2.5K"
  2. [অন্ডাল ধুকছে,তবে বিমানবন্দর বার্নপুরে অন্ডাল ধুকছে,তবে বিমানবন্দর বার্নপুরে] |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য) |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  3. "বার্নপুরে ফের উড়ান মার্চে"। আনন্দবাজার প্রত্রিকা। ২৪ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৮
  4. "Centre's nod opens up 6 new routes on Bengal flight map"
  5. "Regional connectivity gets wings; five airlines get to fly 128 routes"

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.