ত্রিনয়নী (টেলিভিশন ধারাবাহিক)
ত্রিনয়নী [1] একটি ভারতীয় বাংলা ধারাবাহিক। জি বাংলাতে ৪ মার্চ ২০১৯ থেকে রাত ৮ টায় প্রচারিত হবে।এটির প্রযোজনা করেছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ।[2]
ত্রিনয়নী | |
---|---|
ধরণ | ড্রামা অতিপ্রাকৃত |
নির্মাতা | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস |
রচনা | গল্প সাহানা দত্ত চিত্রনাট্য শর্বরী ঘোষাল সংলাপ সুপর্ণা ঘোষাল |
পরিচালক | স্বর্ণেদু সমাদ্দার |
সৃজনশীল পরিচালক(বৃন্দ) | সাহানা দত্ত |
উপস্থাপক | এসভিএফ এন্টারটেইনমেন্ট |
অভিনয়ে | শ্রুতি দাস গৌরব রায় চৌধুরী |
কণ্ঠ প্রদানকারী | মধুরা ভট্টাচার্য |
প্রস্তুতকারক দেশ | ভারত |
মূল ভাষা | বাংলা |
মৌসুম সংখ্যা | ১ |
পর্বসংখ্যা | ৪ মার্চ ২০১৯ এর হিসাবে ১ |
নির্মাণ | |
প্রযোজক | শ্রীকান্ত মোহতা মহেন্দ্র সনি |
অবস্থান | কলকাতা |
প্রোডাকশন কোম্পানি | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস |
সম্প্রচার | |
মূল চ্যানেল | জি বাংলা |
ছবির ফরম্যাট | ৫৭৬ আই এস ডি টিভি ১০৮০ আই এইচ ডি টিভি |
মূল প্রদর্শনী | ৪ মার্চ ২০১৯ – বর্তমান |
গল্প
দীপ্ত বিদেশ থেকে ভারতে আসে। সে তার সৎ মা এবং সৎ ভাইদের ভালোবাসে, কিন্তু তারা তাকে একেবারে পছন্দ করে না। তারা শুধু তার বাবার জন্য, তাকে সহ্য করে। এক দিন, ত্রিণয়নীর সাথে তার দেখা হয় এবং সবকিছু পাল্টে যায়। সিরিয়ালে ত্রিনয়নীর ভবিষ্যত দেখতে পাওয়ার ক্ষমতা আছে। সে মনে করে এটি একটি আশীর্বাদ, কিন্তু গ্রামবাসী তা বিশ্বাস করতে চায় না।[3]
অভিনেতা/অভিনেত্রী
- দীপ্ত -গৌরব রায় চৌধুরী[3][4]
- জেসমিন-জেসমিন রায়[5]
- ত্রিনয়নী বসু- শ্রুতি দাস [6]
- রঙ্গনা বসু(পিকুর স্ত্রী)- ঋতুপর্ণা সেন[6]
- দীপ্তের ছোট সৎ ভাই -ইন্দ্রনীল মল্লিক
- দীপ্তর সৎ মা সংযুক্তা বসু- দেবযানী চট্টোপাধ্যায়
- দীপ্তর সৎ ভাই পিকু- আদিত্য চৌধুরী
- ভিকি দেব (সংযুক্তার ভাই)-সুজয় প্রসাদ
- দীপ্তর বাবা তপোব্রত বসু- বোধিসত্ত্ব মজুমদার
- দীপ্তর ঠাকুমা-মিতা চট্টোপাধ্যায়
- দীপ্তর মা-ময়না মুখার্জী[7]
- সুধা- দেবাপর্ণা চক্রবর্তী[8]। (মৃত আত্মা যাকে কেবল ত্রিনয়নী দেখতে পাবে)
তথ্যসূত্র
- "TV serial 'Trinayani' to launch in March - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৫।
- "SVF Television"। www.facebook.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-১৪।
- "Gourab eagerly waiting for Trinayani to go on air - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৮।
- "ভবিষ্যৎ দেখা অভিশাপ না আশীর্বাদ জানে না ত্রিনয়নী"। NDTVMovies.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৫।
- "Spoiler alert: Dripta to get married to Jasmine in 'Trinayani' ? - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৫।
- "Rii aka Ritu Parna Sen to feature in 'Trinayani' - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৮।
- এবেলা.ইন, নিজস্ব প্রতিবেদন। "এই প্রথম শ্যুটিংয়ে যেতে যেন মন চাইছে না ময়নার"। ebela.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৫।
- "বিয়ে করতে চলেছেন দেবপর্ণা-শুভ্রজ্যোতি, সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা"। Indian Express Bangla। ২০১৯-১০-১৩। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৫।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.