রাজ চক্রবর্তী

রাজ চক্রবর্তী (জন্ম: ১৯৭৫) ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন পরিচালক ও অভিনেতা। এক মধ্যবিত্ত পরিবারে তার জন্ম। তিনি পশ্চিম বাংলার হালিশহর-এ জন্মগ্রহণ করেন। তিনি কাঁচরাপাড়ায় অবস্থিত পলিটেক্‌নিক স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। বর্তমানে তিনি বাংলা সিনেমার অন্যতম সেরা ও সফল পরিচালক। তার পরিচালিত এবং মুক্তিপ্রাপ্ত সাতটি ছবিই ব্লকবাস্টার আখ্যা পায়।[1] এর আগে তিনি বিভিন্ন ভারতীয় বাংলা চ্যানেলে ধারাবাহিকের কাজে ব্যস্ত ছিলেন। তিনি জি বাংলায় সম্প্রচারিত বিখ্যাত হাসির রিয়েলিটি শো মীরাক্কেল-এর পরিচালক ছিলেন। মীরাক্কেল বিখ্যাত উপস্থাপক মীর-এর উপস্থাপনায় সম্প্রচারিত হয়। রাজ জি বাংলায় সম্প্রচারিত নাচের রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্স-এরও পরিচালক ছিলেন। তখন ডান্স বাংলা ডান্স অরিত্র দত্ত বণিকতাথৈ দেব-এর উপস্থাপনায় সম্প্রচারিত হত। বর্তমানে এর পরিচালনার দায়িত্বে আছেন পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়। মাঝে তিনি স্টার জলসার জন্য নির্মিত আই লাফ ইউ এর কাজে ব্যস্ত ছিলেন।[2] তিনি প্রায় ১৮টি টেলিফিল্ম নির্মাণ করেন। তবে তার সবচেয়ে বড় সাফল্য মীরাক্কেল।

রাজ চক্রবর্তী
জন্ম১৯৭৫
জাতীয়তা ভারত
অন্যান্য নামজেরক্স মেশিন
পেশাচলচ্চিত্র ও টিভি পরিচালক
পরিচিতির কারণপ্রেম আমার
দাম্পত্য সঙ্গীশুভশ্রী গাঙ্গুলী

কর্মজীবন

তিনি চলচ্চিত্রের পরিচালকের কাজে যোগদান করেন ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত চিরদিনই তুমি যে আমার-এর মাধ্যমে। নবাগত রাহুল ও নবাগতা প্রিয়াংকার অভিনয়ে নির্মিত এ ছবি খুবই বিখ্যাত হয়, বিশেষত তরুনদের কাছে। এ ছবি বিখ্যাত সুর পরিচালক জিৎ গাঙ্গুলীর সুর পরিচালনায় নির্মিত হয়। জিৎ গাঙ্গুলী এই ছবির জন্য শ্রেষ্ঠ সংগীতের পুরস্কার পায়। এই ছবিটি তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়।

চলচ্চিত্র তালিকা

বছরচলচ্চিত্রঅভিনয়েপ্রযোজনা প্রতিষ্ঠা
২০১৯ শেষ থেকে শুরু কোয়েল মল্লিক, কোয়েল মল্লিক জিৎ প্রোডাক্টশন হাউজ
২০১৮অ্যাড্ভান্চার্স অব জোজোযষোজীৎ,রুদ্রনীলশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০১৭ বলো দুর্গা মাই কি অঙ্কুশ হাজরা, নুসরাত জাহান শ্রী বেঙ্কটেশ ফিল্মস
২০১৭চ্যাম্পদেব, রুক্মিণী মৈত্র, প্রিয়াঙ্কা সরকারদেব এন্টারটেনমেন্ট ভেনচার
২০১৬অভিমানজিৎ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় শুভশ্রী গাঙ্গুলীরিলায়েন্স এন্টারটেইনমেন্ট, গ্রাসরুট এন্টারটেইনমেন্ট
২০১৫কাটমুণ্ডু[3]আবীর চট্টোপাধ্যায়, শ্রাবন্তী, মিমি চক্রবর্তী, সোহম চক্রবর্তীগ্রীনটাচ এন্টারটেইনমেন্ট
২০১৫পারবো না আমি ছাড়তে তোকেবনি সেনগুপ্ত, কৌশানী মুখোপাধ্যায়,শ্রী ভেঙ্কটেশ ফিল্মসসুরিন্দর ফিল্মস
২০১৪যোদ্ধা-দ্য ওয়ারিয়রদেব, মিমি চক্রবর্তী, ইন্দ্রনীল সেনগুপ্তশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০১৪বরবাদবনি সেনগুপ্ত, রিতিকা সেনশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০১৩প্রলয়পরমব্রত চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়শ্রী ভেঙ্কটেশ ফিল্মসরাজ চক্রবর্তীস প্রোডাকশনস্‌
২০১৩কানামাছিঅঙ্কুশ হাজরা, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায়, রজতাভ দত্তএস্‌কে মুভিজ
২০১২বোঝেনা সে বোঝেনাসোহম চক্রবর্তী, মিমি চক্রবর্তী, আবীর চট্টোপাধ্যায়, পায়েল সরকারশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০১১শত্রুজিৎ, নুসরাত জাহানএসকে‌ মুভিজ
২০১০দুই পৃথিবীজিৎ, দেব, কোয়েল মল্লিকশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০১০লে ছক্কাদেব, পায়েল সরকারশ্যাম আগরওয়াল
২০০৯প্রেম আমারসোহম চক্রবর্তী, পায়েল সরকারশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০০৯চ্যালেঞ্জদেব, শুভশ্রী গাঙ্গুলীশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০০৮ চিরদিনই তুমি যে আমার রাহুল ব্যানার্জী, প্রিয়াঙ্কা সরকার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস

পুরস্কার

আনন্দলোক পুরস্কার

  • শ্রেষ্ঠ পরিচালক চিরদিনই তুমি যে আমার চলচ্চিত্রের জন্য (২০০৮)
  • শ্রেষ্ঠ পরিচালক চ্যালেঞ্জ চলচ্চিত্রের জন্য (২০০৯)
  • শ্রেষ্ঠ পরিচালক লে ছক্কা চলচ্চিত্রের জন্য (২০১০)
  • শ্রেষ্ঠ পরিচালক শত্রু চলচ্চিত্রের জন্য (২০১১)

টেলিসিনে পুরস্কার

  • শ্রেষ্ঠ পরিচালক বোঝেনা সে বোঝেনা চলচ্চিত্রের জন্য (২০১৩)

তথ্যসূত্র

  1. Nag, Kushali (২০০৮-১২-২৬)। "A few good men"। Calcutta, India: www.telegraphindia.com। সংগ্রহের তারিখ ২০০৯-০৩-০৬
  2. "Bengal regional TV revolution grips everyone"। ibnlive.in.com। সংগ্রহের তারিখ ২০০৮-১১-১৪
  3. "স্বীকারোক্তির কাঠমান্ডু"দ্য টাইমস অব ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৪

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.