মীরাক্কেল
মীরাক্কেল ভারতের একটি জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি অনুষ্ঠান।[1] জি বাংলায় প্রচারিত এই কৌতুকাশ্রয়ী রিয়েলিটি শো-এর উপস্থাপক মীর।[1] ২০০৬ সালে শুরু হওয়া এই অনুষ্ঠানটি ভারত, বাংলাদেশ এবং সারা পৃথিবীর বাংলা ভাষার মানুষের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান হিসাবে স্থান করে নিয়েছে।
মীরাক্কেল | |
---|---|
![]() মীর মীরাক্কেলের একটি অনুষ্ঠানে উপস্থাপনা করছেন | |
ধরণ | স্ট্যান্ড আপ কমেডি |
নির্মাতা | জি বাংলা |
রচনা | দেব প্রসাদ সিংহ |
পরিচালক | শুভঙ্কর চট্টোপাধ্যায় |
উপস্থাপক | মীর আফসার আলী |
বিচারকবৃন্দ | অভী দাস অধিকারী, রজতাভ দত্ত, শ্রীলেখা মিত্র, পরাণ বন্দ্যোপাধ্যায় |
কণ্ঠ প্রদানকারী | কিরণ আজিজ |
বর্ণনাকারী | ইন্দ্রনীল দাস |
উদ্বোধনী সঙ্গীত | মোহাম্মাদ জহিরুল |
রচয়িতা | সান্টু প্রসাদ লেট |
প্রস্তুতকারক দেশ | ভারত |
মূল ভাষা | বাংলা |
মৌসুম সংখ্যা | ৮ |
নির্মাণ | |
প্রযোজক | জি বাংলা |
সম্পাদক | চয়ন মন্ডল |
ক্যামেরা সেটআপ | শ্রীপর্ন দাস ও ইন্দ্রনীল দাস |
ব্যাপ্তিকাল | ১.৫ ঘন্টা |
পরিবেশক | ড. অর্চিমান বাগ |
সম্প্রচার | |
মূল চ্যানেল | জি বাংলা |
মূল প্রদর্শনী | ২০০৬ – বর্তমান |
বিচারকগণ
এই রিয়েলিটি অনুষ্ঠানটির তিনজন বিচারকরা হলেন রজতাভ দত্ত, শ্রীলেখা মিত্র, এবং পরাণ বন্দ্যোপাধ্যায়৷
বিজয়ীদের তালিকা
- ২০১১: ২০১১ সালে মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৬-এর বিজয়ী হন আবু হেনা রনি।[2]
তথ্যসূত্র
- ichhamoti.com (ফেব্রুয়ারি ২৪, ২০১২)। "হঠাৎ ঢাকায় মীরাক্কেল নির্মাতা"। evergreenbangla.com। মার্চ ৬, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ৬, ২০১৯।
- http://www.banglanews24.com/fullnews/bn/385436.html
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.