নুসরাত জাহান
নুসরাত জাহান (জন্ম: ৮ জানুয়ারি, ১৯৯০;বিবাহোত্তর নুসরাত জাহান জৈন নামে পরিচিত) বাংলা চলচ্চিত্র অভিনেত্রী।[1][2][3] বর্তমান তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসর বসিরহাট লোকসভা কেন্দ্রের বসিরহাট থেকে জয়ী একজন সংসদ সদস্য।[4][5][6][7] তার প্রথম অভিনীত চলচ্চিত্র রাজ চক্রবর্তীর পরিচালনায় শত্রু। এই চলচ্চিত্রে তিনি জিতের বিপরীতে অভিনয় করেন। এই ছবিটি এসকে মুভিজের ব্যানারে মুক্তি পায়। এরপর তিনি খোকা 8২০, খিলাড়ি চলচ্চিত্রে অভিনয় করেছেন। প্রতিটি ছবিই এসকে মুভিজের ব্যানারে মুক্তি পায়। এরমধ্যে রাজিব বিশ্বাস পরিচালিত অভিনেতা দেবের বিপরীতে অভিনীত খোকা ৪২০ চলচ্চিত্রটি অত্যন্ত জনপ্রিয় হয়। এই ছবিতে আরো ছিলেন শুভশ্রী গাঙ্গুলী।
নুসরাত জাহান | |
---|---|
![]() নুসরাত জাহান | |
জন্ম | নুসরাত জাহান ৮ জানুয়ারি ১৯৯০ |
জাতীয়তা | ভারতীয় |
অন্যান্য নাম | নায়না, রুহি |
পেশা | মডেল, অভিনেত্রী রাজনীতিবিদ |
কার্যকাল | ২০১১-বর্তমান |
উল্লেখযোগ্য কর্ম | খোকা ৪২০, খিলাড়ি |
উচ্চতা | ৫ ফু ৭ ইঞ্চি (১.৭০ মি) |
দাম্পত্য সঙ্গী | নিখিল জৈন |
নুসরাত জাহান | |
---|---|
বর্তমানে বসিরহাট লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য | |
সংসদীয় এলাকা | বসিরহাট লোকসভা কেন্দ্র |
ব্যক্তিগত বিবরণ | |
রাজনৈতিক দল | তৃণমূল কংগ্রেস |
শৈশব এবং শিক্ষা
নুসরাত জাহান জৈন ৮ই জানুয়ারি, ১৯৯০ সালে তিনি জন্মগ্রহণ করেন। তার মা-ও একজন অভিনেত্রী ছিলেন। প্রথম ছবি শত্রুর পরেই তার ভক্তসংখ্যা প্রমাণ করে, ভবিষ্যতে সে অভিনয় জগতকে কাঁপাতে সক্ষম। তার একটি ছোটবোন রয়েছে। বর্তমানে তিনি দক্ষিণ কলকাতায় তার পরিবারসহ বাস করছেন। তিনি 'কুইন অব দ্য মিশন স্কুল'-এ স্কুলজীবন সমাপ্ত করেন এবং 'ভবানীপুর কলেজ, কলকাতা' হতে বি কম ডিগ্রি লাভ করেন।[10]
অভিনয় জীবন
২০১০ সালে ফেয়ার ওয়ান মিস কলকাতা নামক একটি সৌন্দর্য প্রতিযোগীতায় বিজয়ী হন। তার সৌন্দর্যের কারণে তিনি মডেলিং-এ সুযোগ পান। এরপর তিনি জিতে্র বিপরীতে এবং রাজ চক্রবর্তীর পরিচালনায় শত্রু চলচ্চিত্রে অভিনয় করে পশ্চিম বাংলায় সুপরিচিত হন। এর প্রায় দুই বছর পর মুক্তি পায় দেবের বিপরীতে এবং রাজিব বিশ্বাস পরিচালিত তার দ্বিতীয় ছবিঃ খোকা ৪২০। এই চলচ্চিত্রটি অত্যধিক জনপ্রিয়তা তাকে সাফল্যের অন্যতম শিখরে নিয়ে যায়। এরপর মুক্তি পায় অঙ্কুশ হাজরার বিপরীতে খিলাড়ি ছবিটি। তিনটি ছবিতেই এসকে মুভিজ প্রযোজনা করে। নুসরাত জাহান একের পর এক ব্লকবাস্টার দর্শকদের উপহার দিয়ে গেছেন।
অভিনীত চলচ্চিত্র
সাল | চলচ্চিত্র | পরিচালক | সহশিল্পী | ভাষা |
---|---|---|---|---|
২০১১ | শত্রু | রাজ চক্রবর্তী | জিৎ | বাংলা |
২০১৩ | খোকা ৪২০ | রাজিব বিশ্বাস | দেব, তাপস পাল, রজতাভ দত্ত | |
খিলাড়ি | অশোক পতি | অঙ্কুশ হাজরা, তাপস পাল, রজতাভ দত্ত | ||
২০১৪ | অ্যাকশন | সায়ন্তন মুখোপাধ্যায় | বিশেষ আবিভার্ব | |
যোদ্ধা-দ্য ওয়ারিয়র | রাজ চক্রবর্তী | বিশেষ আবিভার্ব | ||
সন্ধ্যে নামার আগে | ঋতুবর্ত ভট্টাচার্য | রাহুল বসু | ||
২০১৫ | জামাই ৪২০ | রবি কিনাগী | অঙ্কুশ হাজরা | |
হর হর ব্যোমকেশ | অরিন্দম শীল | আবীর চট্টোপাধ্যায় | ||
২০১৬ | জুলফিকার | সৃজিত মুখোপাধ্যায় | দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম | |
লাভ এক্সপ্রেস | রাজিব বিশ্বাস | দেব | ||
২০১৭ | ওয়ান | বিরসা দাশগুপ্ত | যশ দাশগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় | |
বলো দুর্গা মাই কি | রাজ চক্রবর্তী | অঙ্কুশ হাজরা রজতাভ দত্ত | ||
২০১৮ | নাকাব | রাজীব বিশ্বাস | শাকিব খান | |
২০১৯ | সেভেন ![]() |
সাগুফতা রফিক | যশ দাশগুপ্ত | |
পুরষ্কার
তথ্যসূত্র
- "Interview: Tollywood Actress Nusrat Jahan Talks About Bengali Movie "Shatru" Co-Starring Jeet and her Background and Experience - Washington Bangla Radio USA"। Washingtonbanglaradio.com। সংগ্রহের তারিখ ২০১২-০১-২৬।
- "Featured | Local Beauty Ms. Nusrat Jahan crowned Fair One Miss Kolkata 2010"। Mahiram.com। ২০১৩-১০-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০১-২৬।
- "It's too good to be true: Nusrat Jahan - Times of India"। Articles.timesofindia.indiatimes.com। ২০১১-০৪-২৭। সংগ্রহের তারিখ ২০১২-০১-২৬।
- "জয়ের পর যা বললেন নুসরাত জাহান"। Jugantor। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২১।
- ডেস্ক, বিডিমর্নিং। "মাঠে নেমেই গোল দিলেন নুসরাত"। www.bdmorning.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২১।
- "ভোটে এগিয়ে মিমি-নুসরাত | বিশ্ব সংবাদ"। ittefaq। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২১।
- ঘোষ, প্রদীপ্তকান্তি। "রাজনীতি বুঝি না, মানুষের জন্যই কাজ করব: নুসরত"। anandabazar.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২১।
- "ধর্মনিরপেক্ষ নুসরাত, বাড়িতে মন্দির"। Dhakatimes News। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২১।
- "হিন্দু-মুসলিম ঐক্যের জন্যে নুসরত সেরা প্রার্থী, জানিয়ে দিলেন মমতা"। Indiatimes। ২০১৯-০৪-০৮। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২১।
- http://www.kolkatabengalinfo.com/2012/02/nusrat-jahan-actress-profile-family.html
- "Miss Kolkata 2010"। photogallery.indiatimes.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-২৭।
- June 17, on; 2010 (২০১০-০৬-১৮)। "Ms. Nusrat Jahan - Miss Kolkata 2010"। extraMirchi.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-২৭।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে নুসরাত জাহান (ইংরেজি)