বোঝেনা সে বোঝেনা

বোঝেনা সে বোঝেনা ২০১২ সালের একটি ভারতীয় বাংলা ভাষার চলচ্চিত্র, যেটি রাজ চক্রবর্তী দ্বারা পরিচালিত এবং শ্রী ভেঙ্কটেশ ফিল্মের ব্যানারে নির্মিত। চলচ্চিত্রটি দুটি সমান্তরাল প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে। চলচ্চিত্রটি শুরুতে প্রেম আমার ২ নামে পরিচিত ছিল, কিন্তু পরবর্তীতে চলচ্চিত্র পরিচালক চলচ্চিত্রটির নাম বোঝেনা সে বোঝেনা রাখেন। চলচ্চিত্রটি ছিল অরিন্দম চ্যাটার্জির চলচ্চিত্রাঙ্গনে প্রথম কাজ।[1] চলচ্চিত্রের ট্রেলার ৮ ডিসেম্বর ২০১২-তে ইউটিউবে প্রকাশিত হয়েছিল।[2] এই ছবিটি ২০১১ সালের তামিল চলচ্চিত্র এঙ্গায়েআম এপ্পোথাম এর পুনঃনির্মাণ।

বোঝেনা সে বোঝেনা
বোঝেনা সে বোঝেনা চলচ্চিত্রের পোস্টার
পরিচালকরাজ চক্রবর্তী
প্রযোজকশ্রীকান্ত মোহতা
মহেন্দ্র সনি
রচয়িতাএম. সারাভান
শ্রেষ্ঠাংশেসোহম চক্রবর্তী
মিমি চক্রবর্তী
আবির চট্টোপাধ্যায়
পায়েল সরকার
সুরকারইন্দ্রদীপ দাসগুপ্ত, অরিন্দম চ্যাটার্জি
চিত্রগ্রাহকশুভঙ্কর ভোর
সম্পাদকবোধাদিত্য ব্যানার্জী, সৈকত সেনগুপ্ত
প্রযোজনা
কোম্পানি
মুক্তি২৮ ডিসেম্বর ২০১২ (2012-12-28)
দৈর্ঘ্য২ ঘণ্টা ২৫ মিনিট
দেশভারত
ভাষাবাংলা

কাহিনি সংক্ষেপ

গল্পটিতে জয়িতা (পায়েল সরকার) ও অভীক (আবির চট্টোপাধ্যায়) এবং নূর ইসলাম (সোহম চক্রবর্তী) ও রিয়ার (মিমি চক্রবর্তী প্রেমের গল্প সমান্তরালভাবে এগিয়ে যায়। কিন্তু, ভাগ্য তাদের টেনে নিয়ে আসে একই জায়গায়।

অভিনয়ে

সঙ্গীত

চলচ্চিত্রটির অরিজিনাল সাউন্ডট্র‍্যাক অরিন্দম চ্যাটার্জি দ্বারা রচিত হয় এবং ব্যাকগ্রাউন্ড স্কোর এবং টাইটেল ট্র্যাক ইন্দ্রদীপ দাশগুপ্ত কর্তৃক রচিত হয়। চলচ্চিত্রটির গানগুলি প্রসেন লিখেছেন। চলচ্চিত্রটির প্রথম গান না রে না ২০১২ সালের ১ ডিসেম্বর ইউটিউবে মুক্তি পায়।

গানের তালিকা

গানের নংশিরোনামসঙ্গীতশিল্পীকথাসুরসময়
বোঝেনা সে বোঝেনা অরিজিৎ সিং,
রণঞ্জয়
প্রসেন ইন্দ্রদীপ দাশগুপ্ত ৫:২৮
ভগবান সোমলতা আচার্য্য চৌধুরী,
তিমির বিশ্বাস
প্রসেন অরিন্দম চ্যাটার্জি ৩:৪৭
কঠিন অ্যাশ কিং,
সায়ানী ঘোষ
প্রসেন অরিন্দম চ্যাটার্জি ৪:৪১
সাজনা প্রশমিতা পাল প্রসেন অরিন্দম চ্যাটার্জি ৫:২২
বোঝেনা সে বোঝেনা অন্বেষা দত্ত গুপ্তা প্রসেন ইন্দ্রদীপ দাশগুপ্ত ৫:২৮
সাজনা-রিপ্রাইজ অরিজিৎ সিং প্রসেন অরিন্দম চ্যাটার্জি ৩:১৮
না রে না অরিজিৎ সিং প্রসেন অরিন্দম চ্যাটার্জি ৪:৩১

তথ্যসূত্র

  1. "Bojhena Shey Bojhena Movie Review"The Times of India। সংগ্রহের তারিখ ২০১৫-০৮-২৬
  2. ইউটিউবে বোঝেনা সে বোঝেনার ট্রেলার
  3. "Bojhena Shey Bojhena (2012) cast & crew"Gomolo। ২০১৫-০৯-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৮-২৬
  4. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১২ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.