আবীর চট্টোপাধ্যায়
আবির চট্টোপাধ্যায় (জন্ম ১৮ নভেম্বর, ১৯৮০) হলেন একজন ভারতীয় অভিনেতা। তিনি মূলত বাংলা চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। তার বাবা-মা হলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ফাল্গুনী ও রুমকি চট্টোপাধ্যায়।[1] আবির তার কর্মজীবন শুরু করেন বাংলা টেলিভিশনে। ২০০৯ সালে ক্রস কানেকশন ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয়ের মাধ্যমে তিনি বাংলা চলচ্চিত্র জগতে প্রবেশ করেন।
আবির চট্টোপাধ্যায় | |
---|---|
![]() ২০১৯ সালে আবির চট্টোপাধ্যায় | |
জন্ম | |
পেশা | অভিনেতা |
কার্যকাল | ২০০৪-বর্তমান |
উচ্চতা | ৬' ২" |
দাম্পত্য সঙ্গী | নন্দিনী চট্টোপাধ্যায় |
আবির বহু বাংলা টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য প্রলয়...আসছে,[2] রুপসী বাংলা, শাশুড়ি জিন্দাবাদ, খুঁজে বেড়াই কাছের মানুষ, বহ্নিশিখা, শুধু তোমারই জন্য, এক আকাশের নীচে ও জন্মভূমি।[3][4][5]
বাংলা শিশুসাহিত্যের দুই বিখ্যাত গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সী ও ফেলুদার ভূমিকাতেও অভিনয় করেছেন আবির।[6] দি ইন্ডিয়ান এক্সপ্রেস লেখে রয়্যাল বেঙ্গল টাইগার ছবিতে তার অভিনীত চরিত্রটিতে “পরিচ্ছন্ন ভঙ্গিমা ও আত্মবিশ্বাস” ("elegant élan and confidence") নিয়ে আসেন।[7]
২০১৪ সালে পরিচালক রঞ্জন ঘোষ পরিচালিত হৃদ মাঝারে ছবিতে তিনি একক প্রধান ভূমিকায় প্রথম অভিনয় করেন। এই ছবিটি সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছিল।[8][9][10] এই ছবিতে অভিনয় করার পর ২০১৪ সালের “ক্যালকাটা টাইমস মোস্ট ডিজায়েরেবল মেন” তালিকার শীর্ষে উঠে আসেন।[11]
চলচ্চিত্র
বছর | চলচ্চিত্র | ভূমিকা | পরিচালক | ভাষা | সূত্র | |
---|---|---|---|---|---|---|
২০১৯ | দুর্গেশগড়ের গুপ্তধন | সুবর্ণ সেন ওরফে সোনাদা | ধ্রুব বন্দ্যোপাধ্যায় | বাংলা | ||
২০১৭ | মেঘনাদবধ রহস্য | কুনাল সেন | অনীক দত্ত | বাংলা | ||
২০১৬ | ব্যোমকেশ পর্ব | ব্যোমকেশ বক্সী | অরিন্দম শীল | বাংলা | ||
২০১৬ | বাস্তুশাপ | অর্জুন দাশগুপ্ত/জিজো | কৌশিক গঙ্গোপাধ্যায় | বাংলা | ||
২০১৬ | মনচোরা | দিবাকর রায় | সন্দীপ রায় | বাংলা | ||
২০১৫ | হর হর ব্যোমকেশ | ব্যোমকেশ বক্সী | অরিন্দম শীল | বাংলা | ||
২০১৫ | অ্যাবি সেন | অ্যাবি | অতনু ঘোষ | বাংলা | ||
২০১৫ | রাজকাহিনী | মাস্টার | সৃজিত মুখোপাধ্যায় | বাংলা | ||
২০১৫ | কাটমুন্ডু | পাবলো বসু | রাজ চক্রবর্তী | বাংলা | ||
২০১৫ | যমের রাজা দিল বর | দেব দাস | আবির সেনগুপ্ত | বাংলা | ||
২০১৫ | এবার শবর | মিঠু মিত্র | অরিন্দম শীল | বাংলা | ||
২০১৪ | ব্যোমকেশ ফিরে এলো | ব্যোমকেশ বক্সী | অঞ্জন দত্ত | বাংলা | ||
২০১৪ | জাতিস্মর | বোধি | সৃজিত মুখোপাধ্যায় | বাংলা | ||
২০১৪ | বাদশাহী আংটি | প্রদোষচন্দ্র মিত্র (ফেলুদা) | সন্দীপ রায় | বাংলা | [12][13] | |
২০১৪ | চার | বিনায়ক | সন্দীপ রায় | বাংলা | [13] | |
২০১৪ | যদি Love দিলে না প্রাণে | অনীশ | সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ | বাংলা | [14] | |
২০১৪ | হৃদ মাঝারে | অভিজিৎ মুখোপাধ্যায় | রঞ্জন ঘোষ | বাংলা | [8] | |
২০১৪ | দ্য রয়্যাল বেঙ্গল টাইগার | অভি/অভিরূপ বন্দ্যোপাধ্যায় | রাজেশ গঙ্গোপাধ্যায় | বাংলা | [15] | |
২০১৪ | বাঙালি বাবু ইংলিশ মেম | ক্যাপ্টেন বিক্রম (বিশেষ উপস্থিতি) | রবি কিনাগী | বাংলা | ||
২০১৩ | আসবো আরেকদিন | করণ | অভিজিৎ দাশগুপ্ত | বাংলা | ||
২০১৩ | মেঘে ঢাকা তারা | ডাক্তার এস. পি. মুখোপাধ্যায় | কমলেশ্বর মুখোপাধ্যায় | বাংলা | [16] | |
২০১৩ | কানামাছি | অভিমন্যু মুখোপাধ্যায় | রাজ চক্রবর্তী | বাংলা | [17] | |
২০১৩ | আবর্ত | হরি বসু | অরিন্দম শীল | বাংলা | ||
২০১২ | বোঝেনা সে বোঝেনা | অভীক | রাজ চক্রবর্তী | বাংলা | ||
২০১২ | যেখানে ভূতের ভয় | রঞ্জন সেনগুপ্ত | সন্দীপ রায় | বাংলা | ||
২০১২ | আবার ব্যোমকেশ | ব্যোমকেশ বক্সী | অঞ্জন দত্ত | বাংলা | ||
২০১২ | কহানি | অরূপ বসু | সুজয় ঘোষ | হিন্দি | ||
২০১২ | বেডরুম | আনন্দ | মৈনাক ভৌমিক | বাংলা | ||
২০১১ | বাইশে শ্রাবণ | সূর্য সিনহা | সৃজিত মুখোপাধ্যায় | বাংলা | ||
২০১১ | রঞ্জনা আমি আর আসবো না | মিস্টার বক্সী (সিইও) | অঞ্জন দত্ত | বাংলা | ||
২০১০ | প্রেম বাই চান্স | রাজু | সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ | বাংলা | ||
২০১০ | ব্যোমকেশ বক্সী | ব্যোমকেশ বক্সী | অঞ্জন দত্ত | বাংলা | ||
২০০৯ | ক্রস কানেকশন | বিক্রম সেন | সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ | বাংলা | ||
২০০৮ | ১০:১০ | অরিন পাল | বাংলা | [18] | Abhishek[19] | |
২০০৬ | রবিবারের বিকেলবেলা | অমিত দত্ত | বাংলা | [20] | ||
টেলিভিশন
- প্রলয় আসছে
- সময়[2]
- ভুল
- মোম রঙে সমুদ্র
- স্ক্যান্ডাল
- অতিথি
- বল্লভপুরের রূপকথা
- ক্রেডিট কার্ড
- হঠাৎ মেঘ
- মাই সুইট ভ্যালেন্টাইন
পুরস্কার
বছর | বিভাগ | পুরস্কার-দাতা | চলচ্চিত্র | |
---|---|---|---|---|
২০১৬ | বেস্ট অ্যাক্টর পপুলার চয়েস | আইবিএফএ, এনএবিসি ২০১৬ @ ম্যাডিসন স্কোয়ার গার্ডেন, নিউ ইয়র্ক সিটি | বাস্তুশাপ | |
তথ্যসূত্র
- "My IQ makes me hot: Abir Chatterjee"। The Times of India। ২০১২।
- "Junior Horlicks SOMOY (SAMAY,SHOMOY) Bengali TV Show on Rupashi Bangla"। Washington Bangla Radio। ১৯ জুলাই ২০১০।
- "ABIR CHATTERJEE AS A DIFFERENT BYOMKESH in ADIM RIPU (2010)"। Washington Bangla Radio। ১০ ডিসেম্বর ২০১০।
- "Being Byomkesh"। The Telegraph। Calcutta, India। ১৪ জুলাই ২০০৯।
- "Anjanda happens to be emotional: Abir"। The Times of India। ১০ আগস্ট ২০১০।
- "The Making of a Master Sleuth: Abir Chatterjee, From Byomkesh to Feluda"। NDTV। সেপ্টে ২০১৪।
- "The Royal Bengal Tiger (Bengali) / The turnaround"। Indian Express। ফেব্রু ২০১৪।
- "Abir-Raima jodi-The pair comes together in Ranjan Ghosh's first film"। ১৭ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৬।
- "Love, and jealousy, 450 years after the Bard - The Times of India"।
- "Hrid Majharey (Bengali) / Dark but honest"।
- "Calcutta Times Most Desirable Man: Abir Chatterjee"। The Times of India। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০১৫।
- "Abir to play Feluda in Badshahi Angti adaptation"। The Times of India। ২০১৪।
- "Sandip Ray on his next film with short stories and casting Abir as Feluda"। Telegraph, Calcutta। ২০১৩।
- "Jodi Love Dile Na Prane (Bengali)/ The right note"। Indian Express। ২০১৪।
- "The Royal Bengal Tiger (Bengali) / The turnaround"। The Times of India। ২০১৪।
- "Meghe Dhaka Tara: A stunning tribute"। The Times of India। ২০১৪।
- "Abir to portray negative role in Kanamachi"। The Times of India। ২০১৪।
- "10:10 (2008)"। ২০ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৬।
- "10:10"। ২৮ নভেম্বর ২০০৮ – IMDb-এর মাধ্যমে।
- "Rabibarer Bikalbela (2006) Cast and Crew"। ২০ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৬।
বহিঃসংযোগ
টেমপ্লেট:Byomkesh Bakshi in other media