যমের রাজা দিল বর
যমের রাজা দিল বর ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র।[1] এই ছবিতে আবীর চট্টোপাধ্যায় ও পায়েল সরকার দুটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন।[2] তার আগে এই ছবিতে রাইমা সেন অভিনয় করার কথা ছিল। পরে সেটা পরিবর্তিত হয়ে সেই চরিত্রে অভিনয় করেন পায়েল সরকার।[3] এই ছবিতে সংগীত পরিচালনা করেন অনুপম রায়।[4]
যমের রাজা দিল বর | |
---|---|
![]() যমের রাজা দিল বর পোস্টার | |
পরিচালক | আবীর সেনগুপ্ত |
রচয়িতা | আবীর সেনুগুপ্ত |
চিত্রনাট্যকার | আবীর সেনগুপ্ত |
কাহিনীকার | আবীর সেনগুপ্ত |
শ্রেষ্ঠাংশে | পায়েল সরকার আবীর চট্টোপাধ্যায় রজতাভ দত্ত খরাজ লাবনি সরকার |
সুরকার | অনুপম রায় |
মুক্তি | ৪ সেপ্টেম্বর ২০১৫ |
দৈর্ঘ্য | ১৪৫.৫৬ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
কাহিনী
এই ছবির গল্পে দেখা যায় রিয়া ব্যানাজি চরিত্রে অভিনয় করেন পায়েল সরকার যে কিনা মনে প্রানে ছেলেদের একদম দেখতে পারে না। এই কারনে সে কোন ছেলেকে বিয়ে করবে না বলে ঠিক করে। কিন্তু তার মা তার এই কথার সাথে একমত না হয়ে তিনি বিভিন্ন মাধ্যমে তার মেয়ের জন্য ছেলে খুঁজতে থাকেন। আর এইভাবে তিনি খুঁজতে খুঁজতে পেয়ে যান দেবদাস কে। দেবদাস চরিত্রে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়। তার পরে তারা একেবারে ভাল ভাবে বিয়ে শেষ করেন। কিন্তু তার কপাল খারাপ থাকার কারনে বিয়ের প্রথম রাতেই তার স্বামী মারা যায়। তারপরে রিয়া তার স্বামীকে খুঁজতে যমালয়ে যায়। সেইখানে যম রাজের সাথে কথা বলে বলে সে যেন তার স্বামীকে তার কাছে ফেরত দিয়ে দেয়। কিন্তু পরে যমরাজ তাকে একটা বর স্বরূপ তার স্বামীকে ফেরত দিয়ে দেয়।[5]
অভিনয়
- পায়েল সরকার [6]
- আবীর চট্টোপাধ্যায়
- রজতাভ দত্ত
- খরাজ
- লাবনী সরকার
- অরিদম শীল
- দেবলীনা দত্ত
আরোও অনেকে
গান
এই ছবিতে সংগীত পরিচালনা করেছেন অনুপম রায়।
নং. | শিরোনাম | শিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "এই শুনো" | অনুপম রায় | |
২. | "জমের রাজা দিল বর" | নবারুন বোস, শিলাজিৎ মজুমদার | |
৩. | "কিছুটা রহস্য" | অনুপম রায়, সোমলতা আচার্য্য | |
৪. | "কেমন বর যে চাইছো" | অনিন্দ্য চ্যাটার্জী, উপল সেনগুপ্ত |
তথ্যসূত্র
- "Shoppers Stop announces its association with Bengali film"। indiablooms। ১৮ আগস্ট ২০১৫।
- আর পায়েল এর নতুন জুটি/articleshow/46499674.cms "বোঝেনা সে বোঝেনা এর পরে আবীর আর পায়েল এর নতুন জুটি"
|ইউআরএল=
এর মান পরীক্ষা করুন (সাহায্য)। Times of India। ৯ মার্চ ২০১৫। - "When Raima asked Yamraaj to give back her husband"। ১২ সেপ্টেম্বর ২০১৪।
- "How Shoojit Sircar made Anupam Roy sing Piku songs"। Hindustan Times। ৫ জুন ২০১৫।
- "Abir And Paayel To Team Up In 'Jomer Raja Dilo Bor'"। Kolkata24x7। ৯ মার্চ ২০১৫। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৫।
- আর পায়েল আবার এক সাথে
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে যমের রাজা দিল বর
(ইংরেজি)