মেঘনাদবধ রহস্য

মেঘনাদবধ রহস্য একটি বাংলা রহস্য চলচ্চিত্র যার পরিচালক হলেন অনীক দত্ত। ২০১৭ সালের এই চলচ্চিত্রটি অনীক দত্তের তৃতীয় ছবি। এটির সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্রমাইকেল মধুসূদন দত্তেমেঘনাদবধ কাব্যের নামানুসারে এই ছবিটির নামকরণ হয়েছে।[1][2]

কাহিনী

পরিচালক কুনাল সেনের প্রথম ছবিতে জাতীয় পুরস্কার পান ছবির এক অভিনেত্রী। সেই সূত্র ধরে অভিনেত্রী ও পরিচালকের পরিচয় হয়। এরপর অভিনেত্রীর স্বামী প্রফেসর অসিমাভ বোস রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যান। পরিচালককে সন্দেহ করা হয়।[3]

অভিনয়

তথ্যসূত্র

  1. "FIRST LOOK - Anik begins shoot, panic on film sets"। ১ ডিসেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৭
  2. "গোয়েন্দা গল্পেও ছক ভাঙতে আসছে অনীকের 'মেঘনাদবধ রহস্য'?"anandabazar.com। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৭
  3. "মেঘনাদবধ রহস্য"kalerkantho.com। কালের কন্ঠ। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৭
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.