অভিমান
অভিমান ২০১৬ সালের একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র যা পরিচালনা করছেন রাজ চক্রবর্তী এবং এতে অভিনয় করেছেন[1] জিৎ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, শুভশ্রী গাঙ্গুলী। এটি তেলেগু ছবির পুনর্নির্মাণ।[2]
অভিমান | |
---|---|
![]() অভিমান চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | রাজ চক্রবর্তী |
প্রযোজক | রিলায়েন্স এন্টারটেইনমেন্ট গ্রাসরুট এন্টারটেইনমেন্ট ওয়ালযোন মিডিয়া ওয়ার্কস |
উৎস | অত্তরিন্তিকি দারেদী |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | শুদ্ধ রায় |
মুক্তি |
|
দৈর্ঘ্য | ১৩২ মিনিট |
দেশ | ![]() |
ভাষা | বাংলা |
আয় | ৪.৬০ কোটি |
অভিনয়
নুসরাত ও সায়ন্তিকা সঙ্গে কিছুদিন আগেই কলকাতার জনপ্রিয় অভিনেতা জিৎ ‘পাওয়ার’ সিনেমায় অভিনয় করেছিলেন। আবারো তিনি এদুই নায়িকার সঙ্গে জুটি বেঁধে কাজ করতে চলেছেন। টলিউডের জনপ্রিয় দুই নায়িকা সায়ন্তিকা এবং শুভশ্রীর সাথে জিৎ-এর এবারের সিনেমার নাম ‘অভিমান’।
এ ছবিটি পরিচালনা করছেন রাজ চক্রবর্তী। ২০১০ সালে তিনি শেষ জিতের সঙ্গে ছবি করেছিলেন। শুভশ্রীর সঙ্গে রাজ শেষ ছবি করেন ২০০৮ সালে। আর সায়ন্তিকার সঙ্গে এই প্রথম কাজ করছেন তিনি।
ছবিটি একটি রোম্যান্টিক কমেডি ধরনের। একটি ফ্যামেলি ড্রামাও বলাচলে। ছবিতে দুর্গাপুজা নিয়ে একটি স্পেশাল সিকোয়েন্সও থাকছে। ছবিতে জিৎ এক ট্যাক্সি ড্রাইভারের চরিত্রে অভিনয় করছেন। এছাড়াও ছবিতে থাকার কথা আছে অঞ্জনা বসু, বিশ্বনাথ বসু, খরাজ মুখোপাধ্যায়ের মতো অভিনেতাদের। কলকাতা, হায়দরাবাদ, ইতালি ও সুইৎজারল্যান্ডে হবে এই ছবির শুটিং।
তথ্যসূত্র
- "এবার সায়ন্তিকা-শুভশ্রীর সাথে জিৎ-এর 'অভিমান'"। ২৭ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৮।
- "জিৎ, শুভশ্রীর মধ্যে দানা বাঁধছে অভিমান"।
- "টালিগঞ্জে জিৎ-শুভশ্রীর 'অভিমান'"।