অভিমান

অভিমান ২০১৬ সালের একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র যা পরিচালনা করছেন রাজ চক্রবর্তী এবং এতে অভিনয় করেছেন[1] জিৎ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, শুভশ্রী গাঙ্গুলী। এটি তেলেগু ছবির পুনর্নির্মাণ।[2]

অভিমান
অভিমান চলচ্চিত্রের পোস্টার
পরিচালকরাজ চক্রবর্তী
প্রযোজকরিলায়েন্স এন্টারটেইনমেন্ট
গ্রাসরুট এন্টারটেইনমেন্ট
ওয়ালযোন মিডিয়া ওয়ার্কস
উৎসঅত্তরিন্তিকি দারেদী
শ্রেষ্ঠাংশে
সুরকারশুদ্ধ রায়
মুক্তি
  •  অক্টোবর ২০১৬ (2016-10-06) (ভারত)
  • ৩০ ডিসেম্বর ২০১৬ (2016-12-30) (বিশ্বব্যাপি)
দৈর্ঘ্য১৩২ মিনিট
দেশ ভারত
ভাষাবাংলা
আয়৪.৬০ কোটি

অভিনয়

নুসরাতসায়ন্তিকা সঙ্গে কিছুদিন আগেই কলকাতার জনপ্রিয় অভিনেতা জিৎ ‘পাওয়ার’ সিনেমায় অভিনয় করেছিলেন। আবারো তিনি এদুই নায়িকার সঙ্গে জুটি বেঁধে কাজ করতে চলেছেন। টলিউডের জনপ্রিয় দুই নায়িকা সায়ন্তিকা এবং শুভশ্রীর সাথে জিৎ-এর এবারের সিনেমার নাম ‘অভিমান’।

এ ছবিটি পরিচালনা করছেন রাজ চক্রবর্তী। ২০১০ সালে তিনি শেষ জিতের সঙ্গে ছবি করেছিলেন। শুভশ্রীর সঙ্গে রাজ শেষ ছবি করেন ২০০৮ সালে। আর সায়ন্তিকার সঙ্গে এই প্রথম কাজ করছেন তিনি।

ছবিটি একটি রোম্যান্টিক কমেডি ধরনের। একটি ফ্যামেলি ড্রামাও বলাচলে। ছবিতে দুর্গাপুজা নিয়ে একটি স্পেশাল সিকোয়েন্সও থাকছে। ছবিতে জিৎ এক ট্যাক্সি ড্রাইভারের চরিত্রে অভিনয় করছেন। এছাড়াও ছবিতে থাকার কথা আছে অঞ্জনা বসু, বিশ্বনাথ বসু, খরাজ মুখোপাধ্যায়ের মতো অভিনেতাদের। কলকাতা, হায়দরাবাদ, ইতালি ও সুইৎজারল্যান্ডে হবে এই ছবির শুটিং।

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.