প্রিয়াঙ্কা সরকার
প্রিয়াঙ্কা সরকার, (ইংরেজি: Priyanka Sarkar), একজন বাঙালী চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেত্রী।[1][2] তার অভিনীত প্রথম সিনেমা হল রাজ চক্রবর্তী পরিচালিত চিরদিনই তুমি যে আমার।[3] তিনি রাহুল ব্যানার্জীকে বিয়ে করেন। বর্তমানে তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে।[4] ২০১০ সালে বিয়ে হয়। বর্তমানে তালাকপ্রাপ্ত।
প্রিয়াঙ্কা সরকার | |
---|---|
![]() ২০১৬ সালে প্রিয়াঙ্কা | |
জন্ম | প্রিয়াঙ্কা সরকার কলকাতা, পশ্চিমবঙ্গ |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেত্রী |
পরিচিতির কারণ | চিরদিনই তুমি যে আমার |
অভিনয় জীবন
চলচ্চিত্র তালিকা
![]() |
চিহ্নিত চলচ্চিত্রগুলির নির্মাণ চলছে |
বছর | চলচ্চিত্র | চরিত্র | সহশিল্পী | পরিচালক |
---|---|---|---|---|
২০২০ | ভালবাসা এমনই তো হয় ![]() |
হিয়া | যশ দাশগুপ্ত | সুজিত মন্ডল |
২০১৮ | সুলতান: দ্য সেভিয়ার | দিশা | জিৎ | রাজা চন্দ |
২০১৭ | যকের ধন | রাহুল ব্যানার্জী | সায়ন্তন ঘোষাল | |
ব্যোমকেশ ও অগ্নিবাণ | যীশু সেনগুপ্ত | অঞ্জন দত্ত | ||
২০১৪ | দ্য রয়েল বেঙ্গল টাইগার | অপু | আবির চট্টোপাধ্যায় | রাজেশ গাঙ্গুলি |
অভিশপ্ত নাইটি | ইন্দ্রনীল সেনগুপ্ত | বিরসা দাশগুপ্ত | ||
২০১২ | ডামাডোল | রিয়া | সমাদরশী দত্ত | মনোজ মিচিগান |
না হন্যতে | রাহুল ব্যানার্জী | রিংগো ব্যানার্জী | ||
২০১১ | কাগজের বউ | কেতুকি | বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় | |
২০১০ | প্রতিধ্বনী | শর্মিলা | অনুপ সেনগুপ্ত | |
বর বউ খেলা | জগন্নাথ গুহ | |||
শোন মন বলি তোমায় | প্রদীপ সাহা | |||
রান | মেঘা | স্বপন সাহা | ||
যদি একদিন | নিকিতা | ইন্দ্রনীল সেনগুপ্ত | রিংগো ব্যানার্জী | |
২০০৯ | এই পৃথিবী তোমার আমার | পূর্নিমা | অভিরাজ | স্বপন সাহা |
২০০৮ | চিরদিনই তুমি যে আমার | পল্লবী | রাহুল ব্যানার্জী | রাজ চক্রবর্তী |
টেলিভিশন তালিকা
ধারাবাহিকের নাম |
---|
আস্থা |
খেলা |
নানা রঙের দিনগুলি |
তথ্যসূত্র
- "Priyanka Sarkar"। bengalimovies.org। ২১ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৪।
- "Priyanka Sarkar filmography"। Gomolo। ২০ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১২।
- "Actress Priyanka Sarkar profile"। Kolkata Bengali info। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১২।
- "রাহুলের সাথে বিচ্ছেদের সিদ্ধান্ত আমি নিয়েছিলাম- প্রিয়াঙ্কা"। সংগ্রহের তারিখ ৬ আগস্ট, ২০১৭। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে প্রিয়াঙ্কা সরকার (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.