প্রিয়াঙ্কা সরকার

প্রিয়াঙ্কা সরকার, (ইংরেজি: Priyanka Sarkar), একজন বাঙালী চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেত্রী।[1][2] তার অভিনীত প্রথম সিনেমা হল রাজ চক্রবর্তী পরিচালিত চিরদিনই তুমি যে আমার[3] তিনি রাহুল ব্যানার্জীকে বিয়ে করেন। বর্তমানে তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে।[4] ২০১০ সালে বিয়ে হয়। বর্তমানে তালাকপ্রাপ্ত।

প্রিয়াঙ্কা সরকার
২০১৬ সালে প্রিয়াঙ্কা
জন্ম
প্রিয়াঙ্কা সরকার

কলকাতা, পশ্চিমবঙ্গ
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেত্রী
পরিচিতির কারণচিরদিনই তুমি যে আমার

অভিনয় জীবন

চলচ্চিত্র তালিকা

চিহ্নিত চলচ্চিত্রগুলির নির্মাণ চলছে
বছর চলচ্চিত্র চরিত্র সহশিল্পী পরিচালক
২০২০ ভালবাসা এমনই তো হয় হিয়া যশ দাশগুপ্ত সুজিত মন্ডল
২০১৮ সুলতান: দ্য সেভিয়ার দিশা জিৎ রাজা চন্দ
২০১৭ যকের ধন রাহুল ব্যানার্জী সায়ন্তন ঘোষাল
ব্যোমকেশ ও অগ্নিবাণ যীশু সেনগুপ্ত অঞ্জন দত্ত
২০১৪ দ্য রয়েল বেঙ্গল টাইগার অপু আবির চট্টোপাধ্যায় রাজেশ গাঙ্গুলি
অভিশপ্ত নাইটি ইন্দ্রনীল সেনগুপ্ত বিরসা দাশগুপ্ত
২০১২ ডামাডোল রিয়া সমাদরশী দত্ত মনোজ মিচিগান
না হন্যতে রাহুল ব্যানার্জী রিংগো ব্যানার্জী
২০১১ কাগজের বউ কেতুকি বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়
২০১০ প্রতিধ্বনী শর্মিলা অনুপ সেনগুপ্ত
বর বউ খেলা জগন্নাথ গুহ
শোন মন বলি তোমায় প্রদীপ সাহা
রান মেঘা স্বপন সাহা
যদি একদিন নিকিতা ইন্দ্রনীল সেনগুপ্ত রিংগো ব্যানার্জী
২০০৯ এই পৃথিবী তোমার আমার পূর্নিমা অভিরাজ স্বপন সাহা
২০০৮ চিরদিনই তুমি যে আমার পল্লবী রাহুল ব্যানার্জী রাজ চক্রবর্তী

টেলিভিশন তালিকা

ধারাবাহিকের নাম
আস্থা
খেলা
নানা রঙের দিনগুলি

তথ্যসূত্র

  1. "Priyanka Sarkar"। bengalimovies.org। ২১ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৪
  2. "Priyanka Sarkar filmography"। Gomolo। ২০ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১২
  3. "Actress Priyanka Sarkar profile"। Kolkata Bengali info। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১২
  4. "রাহুলের সাথে বিচ্ছেদের সিদ্ধান্ত আমি নিয়েছিলাম- প্রিয়াঙ্কা"। সংগ্রহের তারিখ ৬ আগস্ট, ২০১৭ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.