চন্দনা শর্মা

চন্দনা শর্মা (জন্ম ৭ আগস্ট ১৯৮২) একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী। তিনি অঞ্জনা ভৌমিক মেয়ে। তাঁর বোন নীলাঞ্জনা শর্মা একজন অভিনেত্রী। [1] তিনি পরিচালক রবি কিনাগী প্রেমী সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেছিলেন।

চন্দনা শর্মা
জন্ম (1982-08-07) ৭ আগস্ট ১৯৮২
মোম্বাই, ভারত
পেশাটিভি অভিনেত্রী
কার্যকাল১৯৯৮–২০০৯


কর্মজীবন

টেলিভিষন

তিনি সনি টিভিতে প্রচারিত জনপ্রিয় টিভি শো জাস্ট মোহব্বতে অদিতির ভূমিকায় অভিনয়ের মাধ্যমে তাঁর অভিনয় জীবন শুরু করেছিলেন। জাস্ট মোহব্বত চিত্রগ্রহণের সময়, তিনি বিশাল সিংয়ের বিপরীতে দিল হ্যায় কি মানতা নাহি শোতে আরও একটি ভূমিকায় অভিনয় করেছেন, দিয়া চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি তার জীবনে লড়াই করে যাচ্ছেন এমন এক ব্যক্তির প্রেমে পড়েছেন। ৯এক্স চ্যানেলে দুবাইয়ের ডাক ডক অভিনয় করেছেন।

স্টার ওয়ান এ তিনি ইয়ে দিল চাহে মোর প্রচারিত সিরিয়ালে তারা অরোড়ার চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি স্টার ওয়ান লাইফস্টাইল শো হোম শান্তি হোম উপস্থাপনা করেছেন।

তিনি তার হিট শো লাভ নে মিলা দি জোড়িতে একটি শক্তিশালী স্বতন্ত্র মহিলা দামিনী গুজরাল হিসাবে কাজ করেছিলেন, যেটি স্টার ওয়ান-এ প্রচারিত হয়েছিল। তিনি সনি টিভি রিস্তা ডট কম এর একটি পর্বে এবং এসএসএইচহহহহহ ... ফির কোন হ্যায় একটি কাজ করেছেন। [2]


চলচ্চিত্র

  • প্রেমী ২০০৪ বাংলা
  • মোম্বাই মাস্ত কালান্দর (২০১১ মারাঠি)

বিজ্ঞাপন

তিনি শাহরুখ খান সাথে " এয়ারটেল " এর জন্য একটি বিজ্ঞাপন চিত্রের অভিনয় করেছেন।

তথ্যসূত্র

  1. "Tollywood top girls on the go, at a glance"। Calcutta, India: www.telegraphindia.com। ২০০৪-০৯-০৪। সংগ্রহের তারিখ ২০০৮-১০-২৯
  2. "Chandana Sharma is back with two shows."। www.tellychakkar.com। ১ আগস্ট ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০০৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.