রিস্তা ডট কম
রিস্তা ডট কম (ইংরেজি: Rishta.com) হল একটি ভারতীয় হিন্দী ধারাবাহিক যা সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনএ প্ৰদৰ্শিত হওয়া শুরু হয়েছিল ২০১০ সালের ৩ জানুইয়ারি থেকে। বিখ্যাত প্ৰযোজক যশ চোপড়া ও আদিত্য চোপড়া প্ৰযোজিত এই ধারাবাহিক নিৰ্মান করেন। তাদের টেলিভিশনের প্ৰথম চারতি ধারাবাহিকের মধ্যে এটি অন্যতম। শোটি কল্পনা করেছিলেন, লিখেছেন এবং পরিচালনা করেছেন রিষব শেঠ[1]।
রিস্তা ডট কম | |
---|---|
অভিনয়ে | কবি শাস্ত্ৰীশ্রুতি শেঠকেভিন দুবেকিরেন যোগী |
প্রস্তুতকারক দেশ | ভারত |
মূল ভাষা | হিন্দি |
মৌসুম সংখ্যা | ১ |
পর্বসংখ্যা | ২৬ |
নির্মাণ | |
ক্যামেরা সেটআপ | মাল্টি-ক্য়ামেরা |
ব্যাপ্তিকাল | ৫২ মিনট |
প্রোডাকশন কোম্পানি | যশ রাজ টেলিভিশন |
সম্প্রচার | |
মূল চ্যানেল | সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন |
মূল প্রদর্শনী | ৩ জানুয়ারি ২০১০ – ৩০ জুন ২০১০ |
বহিঃসংযোগ | |
ওয়েবসাইট |
অভিনয় শিল্পী
- কবি শাস্ত্ৰী
- শ্রুতি শেঠ
- কেভিন দুবে
- কিরেন যোগী
তথ্য সূত্ৰ
- "Shruti Seths brother directs Rishta.com - Indian Express"। archive.indianexpress.com। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৭।
বহি সংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.